![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসিব ফিরে তোমার চোখে দৃশ্যের ভীড়ে
কাঁচের চুড়ি নয়তো তোমার চার দেয়ালের রঙ হয়ে,
হয়তো বাতাস হয়ে দোলাবো খোলা এলো চুলে
নয়তো ঘুম স্বপ্নে আসবো কোন এক আবছা ভুলে।
তোমার লুকানো ডায়েরির ছেঁড়া পাতা জুড়ে আংশিক কবিতায়
আবার আমি আসিব ফিরে চাঁদের আলো একাকী বারান্দায়।
হয়তো তোমার ঠোঁটের ভেজা ঘাম
নয়তো কপোলের কালো তিল হয়ে
আবার আমি আসিব ফিরে তোমার,
দুহাত বাড়ানো রঙিন স্বপ্নে অন্তঃসার
আলোর সীমানা জুড়ে গাঙচিলের ডানায়।
হয়তো অবহেলায় পড়ে থাকা পেন্সিল
নয়তো ঘরের কোণে মাকড়শার ঝুল
হয়ে আসব ফিরে অবচেতন ভাবনায়,
ভুলে যাওয়া কোন আবেগী উৎসবের
আলো জ্বেলে স্বপ্নভঙ্গের বেদনা সরিয়ে।
তোমার রাত দুপুরের মনোলগ থেকে চুরি যাওয়া নিঃশ্বাসে
আবার আমি আসিব ফিরে গত জীবনের স্মৃতি মুছে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
রাজসোহান বলেছেন: থেংকু!
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
কল্লোল পথিক বলেছেন: বাহ! বেশ হয়েছে।ধন্যবাদ ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
রাজসোহান বলেছেন: ওয়েলকাম
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
লেখোয়াড়. বলেছেন:
যেমন ছবি তেমন কবি।
আসুন রাজসোহান, ফিরে আসুন আমাদের মাঝে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
রাজসোহান বলেছেন: মাঝে মাঝে ঘুরতে আসি!
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
তার আর পর নেই… বলেছেন: মাকড়সার ঝুল হইলে তো ঝেড়ে ফেলে দিবে
ভাল লেগেছে+
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
রাজসোহান বলেছেন: ঝেড়ে ফেলে দিক!
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
তার আর পর নেই… বলেছেন: ছবিটা অসাধারণ হইছে!
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫
রাজসোহান বলেছেন: গুগল মামু!
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লেগেছে। শব্দের ব্যবহার। গভীরতা ছুঁয়ে গেছে।
কিন্তু আবার আসিব ফিরে পড়লেই জীবনানন্দ দাশের কবিতার কথা মনে আসছে। এতে মৌলিকতা নষ্ট হয়েছে কিছুটা আমার কাছে।
অন্তঃসার বলতে তো তাৎপর্যকে বোঝায়। তাই এখানে মেলাতে পারলাম না। বুঝিয়ে দেবেন আশাকরি।
+++
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
রাজসোহান বলেছেন: লিখতে লিখতে মাথায় চলে এসেছিলো!
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!
কত্তদিন পর তোমাকে দেখলাম!!!!!!!!!
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮
রাজসোহান বলেছেন: শায়মা আপু!
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: এমন প্রচ্ছন্ন প্রভাব সৃষ্টিশীলতার জন্যে হুমকি স্বরুপ। নেক্সট লিরিক প্লিজ!
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০
রাজসোহান বলেছেন: হাসান ভাই, প্রচণ্ড মানসিক কষ্টে আছি!
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। + ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০
রাজসোহান বলেছেন: থেংকু
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
ফেরদৌসা রুহী বলেছেন: অনেকেই স্মৃতি মুছে আসতে পারেনা। আপনি আসবেন তাই স্বাগতম ।
ভাল লেগেছে কবিতার কথা।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২
রাজসোহান বলেছেন: কেউ আসতে চায়, কেউ আসতে দিতে চায়না!
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার প্যারোডি !
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
রাজসোহান বলেছেন: এইটা প্যারোডি না।
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
অশ্রুত প্রহর বলেছেন: চমৎকার !!
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪
রাজসোহান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১২
উন্মাদ অন্তর বলেছেন: শেষ রাতের বেলায় আপনার লিরিক খানা পড়ে আশপাশের মানুষজন কিন্তু নস্টালজিক হয়ে যেতে পারে। সেদিকে একটু নজর দিয়েন
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
রাজসোহান বলেছেন: সবার দিকে নজর দেয়া যদি যেত!
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৭
রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর !!
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬
রাজসোহান বলেছেন: পড়ার জন্য শুভেচ্ছা নিবেন
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
সুপান্থ সুরাহী বলেছেন: মেলাদিন পর রাঁজাস
লিরিক ভালোইছে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
রাজসোহান বলেছেন: অনেক অনেকদিন পর!
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
হাসান মাহবুব বলেছেন: কী হৈছে?
১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০
রাজসোহান বলেছেন: লাইফ ইজ ফাকিং গিফট বক্স ভাই।
১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
নিলিমার নীল বলেছেন: অদ্ভুত সুন্দর মনে রবে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
রাজসোহান বলেছেন: থেংকু!
১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
টয়ম্যান বলেছেন: সুন্দর লিরিকস +++++++
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
রাজসোহান বলেছেন: থেংকু খেলনা মানব
১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ লিরিক । প্রচ্ছন্ন প্রেম লুকিয়ে আছে হারিয়ে ফেলার পুনরুদ্ধারের সান্নিধ্যে ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২
রাজসোহান বলেছেন: মানুষ নাকি দিনশেষে ঘরেই ফিরতে চায়!
২০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: কথা তো সইত্য মনে হয় !
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮
রাজসোহান বলেছেন: কেউ দিনশেষে দেখে সেই ঘরটা আর নাই!
২১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: তখন হৃদয়ে নীল রক্ত না ঝরিয়ে নতুন আরেকটা বানানো শুরু করতে হবে । একটা নয় একটা তো নিজের জন্যে টিকে রইবো আজীবন !!!
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
রাজসোহান বলেছেন: নিজের জন্য টিকে থাকার ঘর কি আর সেই ঘর হয়! শুভেচ্ছা নিবেন
২২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
অভ্রনীল হৃদয় বলেছেন: আবার আসিব ফিরে,
তোমার চক্ষু রাজ্যের ভিড়ে।
আমি আবার আসিব ফিরে,
তোমায় চোখের ভাষায় বিমোহিত হতে।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
রাজসোহান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯
ছন্দ্বহীন বলেছেন: ফিরিবারে মুন চায় আমারো ! লিরিক ভালো লেগেছে ।
তারপর বলো, কেমন আছো ছুডু মিঞা?
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮
রাজসোহান বলেছেন: আছিতো ভালোই
২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
দৃষ্টিসীমানা বলেছেন: খুব ভাল লাগল কবিতা । ভাল থাকুন ।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮
রাজসোহান বলেছেন: এটা লিরিক ছিলো। মন্তব্যের জন্য ধইন্যবাদ
২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার লাগল ভাই।
আবার নিয়মিত হোন।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯
রাজসোহান বলেছেন: হয়ে গেছি নিয়মিত
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ