![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুহাতে মাথা ঢেকে হাঁটু গেড়ে বসে নিজের অধঃপতনের শব্দ শুনি। ভয়াবহ সেই শব্দের তুলনা হতে পারে ব্যাটম্যান বিহীন গথাম সিটির জোকারের হাসিতে। সেই জোকার যে হাসিমুখ ধরে রাখার জন্য রক্তের রঙ দিয়ে মুখে এঁকেছিলো প্রেমিকার লিপস্টিক হাসি। জীবনের মায়ার বাঁধন ছিড়ে জোকার হয়ে উঠেছিলো মৃত্যুর দিকে হেঁটে যাওয়া জাদুকর। জোকারের হাতে ছিলোনা জাদুর রুমাল, ছিলো থকথকে অন্ধকারের আর্তনাদ।
ঘুমিয়ে থাকা অতীতের পেটে পেন্সিলের আঘাতে জর্জরিত করার মাঝে ছিলো জাদুর অবসন্নতা। জোকারের কাছে শিখেছিলাম এই মহাবিশ্বের বিশালতার সাপেক্ষে একজন মানুষ অতি ক্ষুদ্র এবং অতি অগুরুত্বপূর্ন। তার নিজস্ব স্বপ্ন, আশা, আকাঙ্খা, ভয়, ইউনিভার্সিটি ডিগ্রী, দুঃখ, কষ্ট ইত্যাদি মহাবিশ্বের কাছে তুচ্ছ থেকে তুচ্ছতর, একেবারেই মূল্যহীন। কাজেই তোমার ফিরে না চাওয়া তেমন গুরুত্বপূর্ণ কিছুনা। একজন মানুষ উধাও হয়ে গেলেও কারও তেমন কিছু যাবে আসবে না।
জোকারের নির্মমতার বদলে শিখেছিলাম একাকীত্বের ভয়াল অন্ধকারে মৃত লাশ হয়ে মুখ থুবড়ে পরে থাকা। অন্ধকারে চোখ মেলে পেয়েছি সমুদ্রে ম্যাগপাইয়ের ডুবে যাওয়া দেখে ঈশ্বরের নিদারুণ উদাসীনতা। ভালোবাসায় ভিজতে চাওয়া ম্যাগপাইয়ের দিকে ঈশ্বর ফিরেও তাকালেননা।
সমুদ্রের বুকে চোখ হয়ে ঈশ্বরের মাহাত্ম্যকে গিলে খেতে চেয়েছিলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
রাজসোহান বলেছেন: হয়তো!
২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০
তার আর পর নেই… বলেছেন: প্রথম অংশ খুব খুব ভাল লেগেছে।
আজকাল নিজের ভেতরে ভাঙার শব্দ শুনতে পাই, ভাঙছে আর ভাঙছে …আপনার লিখায় আমিও শব্দ শুনতে পাচ্ছি।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
রাজসোহান বলেছেন: ভাঙ্গাভাঙ্গি ভালো না ভাই। কোনএকদিন দেখেবন ভাঙতে ভাঙতে নিজেই ভেঙে গেছি।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
সুমন কর বলেছেন: আপনার আগের পোস্টের তুলনায়, এটি মোটামুটি লাগল।
শুভ সন্ধ্যা।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
রাজসোহান বলেছেন: ধন্যবাদ, শুভ দুপুর।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
সায়েম মুন বলেছেন: হারিয়ে যাওয়া নিয়ে অনেক কঠিন কথাবার্তা।
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
রাজসোহান বলেছেন: মানুষ হারিয়ে গেলে কঠিন হয়ে যায়।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর হইছে।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
রাজসোহান বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: অবসন্ন মনের হিংস্র আর্তনাদ । 'কঠিন' মানুষকে 'জটিল' করে তুলে ।