নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

ঐ চোখে ঘৃণার আগুন দেখে [BLACK]

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১




দু’জনকে আজ মনে হয় দু-গ্রহের।
তোমার জীবনের স্রোত ভীষণ পৃথক।
ছুটে যেতে চাই দূরে
অথচ তোমাকে এড়াতে পারিনা …
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখি হব …
অথচ ঐ চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মত ...

কখন সময় হবে দূরত্ব বাড়াবার?
আমি এসবের শেষ কথা জানি!
কখনও সে আলোয় মুখোমুখি হলে
কেউ কারও মুখ চিনবে না …

তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখি হব …
অথচ ঐ চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মত ...

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: ব্লাকের এই সেটআপ ছিলো বেস্ট। এক এক্সিডেন্টে চলে গেলো মবিন, মিরাজ আহত হলো। তাহসান কয়দিন পর দলটাই ছেড়ে দিলো। আর্টসেলের পর একটা ব্যান্ড ছিলো।

এখন তো হায়াটাসে গিয়ে ভেঙ্গে চূড়ে এক্সপেরিম্যান্টে মনে হয় ব্লাক ব্যান্ডের সেই আমেজটাই নাই!

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৭

রাজসোহান বলেছেন: ব্ল্যাকের গানে ইমন জুবায়ের ভাইয়ের লিরিক্স আর জনের কম্পোজিশন প্রায় নিখুঁত কাজ ছিলো। তাহসানের ভয়েস ব্ল্যাকে যতোটা আমেজ এনে দিতো এরপর তা আর হলো কই? এখনতো আরও জনই নাই!

ব্ল্যাকের গান নিয়ে মুক্তমনার এই পোষ্টটা জটিল। লেখকের ব্যাখ্যাগুলো প্রায় মিলে যায় আমার সাথে। আপনেও পড়ে দেখতে পারেন।

ব্ল্যাকঃ অপলাপ এবং ‘ব্ল্যাক’

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৯

উদাসী স্বপ্ন বলেছেন: ব্লাকের পুরা এনাটমি

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬

রাজসোহান বলেছেন: হ ভাই B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.