নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

লিরিকঃ পিয়ানোর শিরোনামে

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০



-
-
-
-

শুণ্যতার নিচে পিয়ানো শুনি
স্তব্ধতারা জানে বেদনার সুর,
রাত্রির নিচে অভিশাপ গুণি
তারাদের প্রশ্ন আর কতোদূর?

এখনো একই আকাশের নিচে
এখনো একই শহরে
এখনো আমরা বেচে আছি
দূরত্বটা বুকে ধরে

জন্মান্ধের মতো হেঁটেছি বেওয়ারিশ
দূরত্ব পার হয়ে ভুলেছি পিছুটান
নীরবতার সীসায় নির্ঘুম চোখে শ্রাবণ
ঝরিয়েছে আগামীকালের বিরহগান

ফিরে আসি পিয়ানোর নির্বাসিত সুরে
আত্মঘাতি ভালোবাসা জানিয়ে গেলো
তোমাকে খুঁজে না পাবার শহরে
কোন পাখি কার চোখে নিঃস্ব হলো

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭

আম আদমি বলেছেন: দারুন হয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

রাজসোহান বলেছেন: ধন্যবাদ :)

২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

রাজসোহান বলেছেন: থেংকু!

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

হাসান মাহবুব বলেছেন: ভালো হৈসে।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

রাজসোহান বলেছেন: ভাই :(

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

রাজসোহান বলেছেন: থেংকু! :)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

রাজসোহান বলেছেন: আপনি দেখি ইদানিং আমার নিয়মিত পাঠক হইছেন ভাই! :)

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

-দীপু বলেছেন: কবিতা ব্যপারটা এক দুর্বোধ্য কলা আমার কাছে। সেই কলার নাই কোন ছোলা ! কেমনে খাই সে কলা :(

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

রাজসোহান বলেছেন: খাওয়ার দরকারইবা কি! :|

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬

রুদ্র জাহেদ বলেছেন:
ফিরে আসি পিয়ানোর নির্বাসিত সুরে
আত্মঘাতি ভালোবাসা জানিয়ে গেলে
তোমাকে খুঁজে না পাবার শহরে
হিসেবের খাতায় চিরদিনের ভুল অঙ্ক

ভাল্লাগছে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

রাজসোহান বলেছেন: :)

৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪

উদাসী স্বপ্ন বলেছেন: স্ট্রেট ফর্মেটের লিরিক্সের। তবে ব্রীজ নাই যেহেতু, মেলোডীর দরকার নাই। অল্ট রক, বা পোস্ট হার্ড কোর সাবজনেরায় গানটা চলবে ভালো

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

রাজসোহান বলেছেন: ভাই, এল আর বি'র সেই তুমি গানের পিয়ানো ভার্সন আছে একটা। অন্ধকার ঘরে টিউনটা শুনতে শুনতে হঠাৎ মাথায় আসছিলো, "শুণ্যতার নিচে পিয়ানো শুনি" এরপর বাকিটুক লিখে ফেলছি। পিয়ানো ভার্সনটা শুনেন, মাস্টারপিস কাজ একটা।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: মিউজিকটা তো গানের থিকাও অসাম হইছে!

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০

রাজসোহান বলেছেন: পুরাই ভাই, মাথা নষ্ট একটা কাজ! অন্ধকার ঘরে হোম থিয়েটারে এইটা ছাইড়া দিলে পিনিকের তুফান ছুটে আমার।

১০| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.