![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
দক্ষিণ দিকে চোখ ভর্তি বাতাস নিয়ে তাকিয়ে দেখি সীমারেখায় আটকে গেছে ভাবনার পাখিরা। রুমালের ভাঁজে ক্যাকটাস বনের সামু্দ্রিক দুঃখ নিয়ে তোমাকে লেখা চিঠিগুলো ঘন হয়ে আসা মেঘের আঁধারে ভিজে ধুয়ে, স্রোতে ভেসে গেছে রাস্তার পাশেই বিবর্ধিত থাকা জমিনে।
প্রাচীন অন্ধকারে ভুলে যাওয়া দৃশ্যের ঘুম আসে চুরি করা নিঃশ্বাসের সাথে। ঘুমের মাঝে জোছনা আসে চোখের আঙিনায় ফড়িং ডানায় ভর করে। কথা নয় গান নয়, আলুথালু নীলিমায় চুপ করে বসো...আমি তোমাকে দেখতে চাই। "দুচোখ ভরে দেখতে চাই" এই কথাটা এতোকাল কবিতায় পড়লেও মর্মার্থ যে জীবন দিয়ে বুঝতে হবে কে জানতো?
যমুনাতীরে বসে বুঝেছি মরুভূমি জল কেন আসে, তোমার চোখে দেখেছি ভোরের রাত্রি শেষ লেখা কবিতা। দূর থেকে দেখি তোমার ভেতর আমার অবক্ষয়। ছুটে যেতে পারিনি বলে ফিরিয়ে নিয়েছ তোমার দুচোখ। সূর্য থেকে সরে যাওয়া সরলরেখা এড়িয়ে শুণ্যতায় আঁচল ভাসিয়ে কোন সমুদ্রে ঢেউ তুলেছ তুমি?
আজ নিহত নদী জুড়ে একা কাঁদি, একা ডুবি, একা চিৎকার করি। বিস্তীর্ণ তীর জুড়ে পড়ে থাকে অজানা শহীদ বালুকাবেলা। স্বপ্নছেঁড়া বিষাদ্গুলো শিষ বাজিয়ে নৌকা বায় অন্ধকার ক্ষয়ে। তোমাকে আমার ফিরিয়ে দেয়ার কিছু নেই, আছে জীবনজুড়ে বয়ে বেড়ানো নকল শব্দ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
রাজসোহান বলেছেন: হ ভাই
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
আহসানের ব্লগ বলেছেন: আপনার লেখায় মুগ্ধতা রেখে গেলাম ।
আছে জীবনজুড়ে বয়ে বেড়ানো নকল শব্দ। ভাল ছিল লাইনটা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
রাজসোহান বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
হাসান মাহবুব বলেছেন: কান্নাকাটি বন্ধ করো সোহান। বেশি করে চিকেন ফ্রাই খাও। মন ভালো থাকবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
রাজসোহান বলেছেন: ডায়েটে আছি ভাই
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
সুমন কর বলেছেন: চমৎকার !!! ভালো লাগা রইলো।
অ.ট.: আমি সবার'ই নিয়মিত পাঠক। আমি যখন সামুতে আসি তখন আপনি বিরতিতে ছিলেন। এখন আবার এসেছেন এবং আমি হলাম পাঠক।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
রাজসোহান বলেছেন: ভালো থাকবেন সুমন ভাই।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১
রুদ্র জাহেদ বলেছেন:
চমৎকার!খুব ভালো লাগল
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
রাজসোহান বলেছেন: পড়ার জন্য থেংকু
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
জ্যোস্নার ফুল বলেছেন: আজ নিহত নদী জুড়ে একা কাঁদি, একা ডুবি, একা চিৎকার করি
জীবন বর্ণনা
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
নীরব দর্শক বলেছেন: চেনা চেনা লাগে