![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন তুমিও ফিরবে
অন্ধকার পেছনে ফেলে
বেলা শেষে আলো জ্বেলে
আমার মতো একা হবে
নির্ঘুম চোখে ফানুসের দল
দুরত্ব মুছে কাছে আসবে
অতীতদিনের যন্ত্রণা মুছবে
ছলচাতুরীর কোলাহল
অকাল মৃত্যুর গল্প শেষে
উদ্বাস্তু স্মৃতির স্লোগান ডেকে
একদিন তুমিও আড়াল থেকে
ফুল ছিঁড়বে বৈকালীন বাতাসে
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
রাজসোহান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!
২| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩০
নুর ইসলাম রফিক বলেছেন: অনেক সুন্দর কিন্তু।
ভাইয়া যেহেতু আপনার গান বাংলা সেহেতু শিরোনামে লিরিক গানের কথা বা এ ধরনের শব্দ ব্যবহার করলে কি আরো বেশী ভাল দেখাতোনা?
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০
রাজসোহান বলেছেন: লিরিক শব্দটা এডোপটেড হয়ে গেছে প্রায় বাংলায়, আমি এতে কোন সমস্যা দেখিনা
৩| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
জেন রসি বলেছেন: লিরিক ভালো লেগেছে।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০
রাজসোহান বলেছেন: থেংকু রসি, ধন্যবাদ নিবেন
৪| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭
আমিই মিসির আলী বলেছেন: বাহ্!
গেয়ে এবার ইউটিউব এ ছাড়েন।
আমরা দেখি + শুনি।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১
রাজসোহান বলেছেন: গাওয়ার গলা থাকলে কবেই করে ফেলতাম!
৫| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর। ভাল লাগল খুব।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৬| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩
ইয়াকুব আলী জয় বলেছেন: অসাধারণ কথা.।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১
রাজসোহান বলেছেন: থেংকু
৭| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লাগল।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২
রাজসোহান বলেছেন: আরে রাজপুত্র দেখি, সেলিব্রেটির পদধূলি পড়লো
৮| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
হাসান মাহবুব বলেছেন: বৈকালিন? নতুন শব্দ? নাকি বৈকালিক হবে?
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
রাজসোহান বলেছেন: আমার মাথায় বৈকালিনই ঘুরতেছিলো ভাই, নতুন শব্দ হইলেতো ভালোই হয়। শুনতে ভাল্লাগতেছেনা?
৯| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৩
রাজসোহান বলেছেন: থেংকু সুমন ভাই।
১০| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৭
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার লেখা।
ভাল লিখেছেন।
@ হাসান মাহবুব.......... বৈকালিন পুরানো শব্দ, তবে আঞ্চলিক।
শুভকামনা রাজসোহান।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪
রাজসোহান বলেছেন: ধন্যবাদ বিজন রয়
১১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৩
হাসান মাহবুব বলেছেন: বৈকালিন-বিকেলের ধোঁয়া ওঠা আলোয় লীন। ভালোই।তবে তাহলে, বৈকালীন লিখতে হবে।
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪
রাজসোহান বলেছেন: ওকে ভচ, এডিটেড
১২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬
বিজন রয় বলেছেন: অনেক দিন পর উত্তর করলেন।
নিয়মিত লিখুন।
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
রাজসোহান বলেছেন: চেষ্টা থাকবে ভাই।
১৩| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২১
তার আর পর নেই… বলেছেন: গান গান লাগতেছে না। সুর দিয়ে দেন
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭
রাজসোহান বলেছেন: আপনি দিয়ে দেন, আমরা শুনি
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৫
ভবোঘুরে বাউল বলেছেন: অসাধারণ হয়েছে।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৮
রাজসোহান বলেছেন: গেয়ে ফেলুন না
১৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮
উদাসী স্বপ্ন বলেছেন: ভালো গান হতে পারে। কেউ কি টিউন করছে?
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯
রাজসোহান বলেছেন: না ভাই, কেউ করে নাই
১৬| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৯
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন: ...
প্রতিক্ষার ঝুলি ম্লান করে
ফিরে পাবার ছন্দ তুলে
স্মৃতি পাতার আঁচড় ভুলে
স্বপ্ন তুলির পাখায় করে
সুন্দর হয়েছে সোহান, ভাললাগা জানিয়ে গেলাম ...
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩
রাজসোহান বলেছেন: আরে শ্রাবণ! কেমন আছ? ভালো লাগলো তোমাকে দেখে!
১৭| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!