![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
যে মানুষটি মুছে গেছে তোমার বাস্তবতায়,
সে আজও ছদ্মবেশে অপেক্ষায়
থাকে দাঁড়িয়ে খুব ভোরে তোমার পথে।
নিঃশ্বাস দূরত্ব ব্যবধান রেখে হেঁটে যায়,
সারাটাদিন জড়িয়ে তোমার ছায়ায়
সে ভুলে গেছে তাঁর বসবাস অতীতে।
শুণ্য চোখে দ্বিধায় তাকিয়ে কোলাহলে
খুঁজে ফিরে জলছাপের অনুভূতি
অথচ মিথ্যে ব্যস্ততার হিসেব মেলালে,
ধরতে পারে জীবনের সব অপ্রাপ্তি
নিঃসঙ্গ আনমনা বেখেয়ালী বৃষ্টিজলে
গানের শব্দ সুরেরা চেপে ধরে ক্লান্তি।
বিষণ্ণ নৌকোর পাটাতনে পড়ে থাকা
পাখিদের শব মৃত্যুর স্বপ্ন দেখালে
মানুষটি হাত তুলে আত্মসমপর্ন করে একা,
অন্ধকারে শোকার্ত বর্ণমালার আড়ালে
কেউ সাজিয়ে রেখেছে কৃষ্ণকালো রাত্রিগাঁথা
আহাজারি চোখ লেপ্টে যায় ছেঁড়া আঁচলে।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩
রাজসোহান বলেছেন: আরে শায়মাপু যে, কেমন আছ
২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর। +
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪
রাজসোহান বলেছেন: থেংকু রাজপুত্র। ভালো থাকুন
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০১
অন্তহীন আকাশ বলেছেন: ++++
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫
রাজসোহান বলেছেন: থেংকু আকাশ ভাই
৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬
রাজসোহান বলেছেন: থেংকু সুমন ভাই
৫| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭
বিজন রয় বলেছেন: জলছাপ ভালবাসার সমান্তরাল হতে পারে কখনো কখনো, কিন্তু এই ব্যবধান কষ্টের কারণও হতে পারে।
কবিতার অনেক কষ্ট কষ্ট ভাব আছে, কিন্ত সুন্দর হয়েছে।
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০
রাজসোহান বলেছেন: কি আছে জীবনে, কষ্ট ছাড়া!
৬| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩
বিজন রয় বলেছেন: কি আছে জীবনে, কষ্ট ছাড়া!
এই কথার উত্তর আমি অন্য সময়ে অবশ্যই দিব। আপনার ভাল লাগবে।
আপনি নিয়মিত হন।
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০
রাজসোহান বলেছেন: চেষ্টা করছি নিয়মিত হবার। শুভকামনা রইলো আপনাকে
৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬
হাসান মাহবুব বলেছেন: কিতা খবর? ব্লগে দেখি আনাগোনা বাইড়া গেছে! চেজ করবা নাকি আমারে?
কবিতা ফাটাফাটি হৈছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:৪৫
রাজসোহান বলেছেন: না ভচ। চেজ করার বয়স কি আর আছে নাকি
লিখি আরকি, অনেকদিনতো লেখা আসলোনা, ইদানিং মাথায় কিছু আসতেছে, লিখে রাখতেছি। আবার কবে কি হয়ে যায় কে জানে
৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭
উদাসী স্বপ্ন বলেছেন: কবিতা গুলা তো ভালোই! পড়তে বসলে কেমন যেনো নেশা ধরে
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪
রাজসোহান বলেছেন: এইটা হইলো লুতুপুতু কবিতা, লুতুপুতু কবিতা পড়লে নেশা লাগেই
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪
শায়মা বলেছেন: বাহ !

ভাইয়া!