নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

মুগ্ধ নিমিষের অন্ত্যেষ্টিক্রিয়া

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০



-
-
-
-
-

একা ও নির্জনতায় বেঁচে থাকি অনুচ্চারিত নিশ্চুপ শব্দমিছিলে
রেলিং ধরে কুয়াশা নিয়ে দুচোখে মাখি অলিখিত বেদনা
দিনশেষে আহতপাখিরাও ফেরে কোমল কোলাহলে
পুরানো কোথাও দুফোটা তপ্ত জলের আনাগোনা।

ম্যাসাকার বিচ্ছেদের পর ব্ল্যাকআউটের সন্ধ্যা নামলে
সোডিয়াম লাইটের আলোয় খুনস্তাত্ত্বিক ক্যানভাস
ছড়িয়ে যায় বিভ্রম শহরের বিবর্ণ জানালায় ঝুলে
বুনোমন পাললিক চিহ্নে এঁকে যায় মুখোচ্ছবির বাহাস।

বিজ্ঞাপন হাতড়ে খুঁজি বিথোভেনের নাইন্থ সিম্ফোনি
ভবঘুরে হুইসেলে নষ্ট হয় সময়শূণ্যতার ধ্যান
মরে গেলে মোহের বন্যায় ভাসিয়ে বিষণ্ণ সন্ন্যাসীনী
সম্পর্কের সার্কাস অন্ত্যেষ্টিক্রিয়ায় করবে অনুদান।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১

বিজন রয় বলেছেন: পুত্তুম পিলাস।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

রাজসোহান বলেছেন: হাহা, সেই পুত্তুম পিলাস! তখনই ভালো ছিলাম, জীবন সুন্দর ছিলো। B-)

২| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: আপনার সেই ট্রেডমার্ক "পুত্তুম পিলাস" দিয়ে শুরু করলাম।

আবারো একটি ভাললাগার বিষণ্ণমাখা কবিতার বিচ্ছুরণ! অসাম।

কিছু টাইপো আছে দেখে নিবেন দয়াকরে।
ইদানিং জোড়া শব্দের ব্যবহার বাড়ছে, এটিকে আমি কবিতার নতুন সুর বলে ধরে নিচ্ছি।

শুভকামনা।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

রাজসোহান বলেছেন: টাইপোগুলো বলে দিলে ভালো হয়, আমিতো পাচ্ছিনা! শুভকামনা নিবেন :)

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বেশ অত্যাধুনিক বিষাদের ভাষায় অঙ্কিত ছবি দেখার মত ভাবার মত বিষন্ন প্রেক্ষাপট, চমৎকার ইতি কথা চমৎকার শব্দে বিন্যাসিত নতুন ছন্দে অনুপ্রাসে শোভিত.... আমিতো মোহিত হলাম মোহিত হবেই অনেকেই, ধন্যবাদের মালা পরবেই কবির গলে ।।।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

রাজসোহান বলেছেন: ভাই এটা কি কমেন্ট টেমপ্লেট থেকে মেরে দিছেন? :P

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: বুনোমন পাললিক চিহ্নে এঁকে যায় মুখোচ্ছবির বাহাস।

মুগ্ধতা।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

রাজসোহান বলেছেন: থেংকু দিশেহারা ;)

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: কবিতা ভালো লেগেছে।

যদি আমার ভুল না হয়ে থাকে, এ কবিতাটি আগে কিছুক্ষণের জন্য পোস্ট করে সাথে সাথে ড্রাফট করে নিয়েছিলেন !!!

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫

রাজসোহান বলেছেন: নাতো ভাই। তবে ফেসবুকে পোষ্ট করে অনলি মি করে দিসিলাম।

কিন্তু আমারতো মনে হয় আপনি আমার ফেবুতে নাই :|

৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬

রাজসোহান বলেছেন: ধন্যবাদ হাবিজাবি কথা :P

৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:২৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: তা কেন হবে ভাই । অন্যান্য ব্লগে আমার মন্তব্যগুলো দেখুন কিংবা আমার ব্লগ ঘুরে আসুন প্লিজ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:৪২

রাজসোহান বলেছেন: থেংকু ভাই। নিশ্চয় যাবো আপনার ব্লগে :)

৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

মুসাফির নামা বলেছেন: ভাললাগায় কবিতায়,কবির প্রতি শুভকামনা।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:৪২

রাজসোহান বলেছেন: মন্তব্যে ধন্যবাদ :)

৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো হোছে। বেশ কিছু জায়গায় শব্দের প্রয়োগ আনকোরা।

খুনস্তাত্ত্বিক
শব্দটা কৈত্থিকা পাইলা? ;)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩

রাজসোহান বলেছেন: আপনার গল্প থিকা :P

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮

আহমেদ জী এস বলেছেন: রাজসোহান ,



প্রথম লাইনটি যে শ্রুতিময়তা নিয়ে শুরু হয়েছিলো , দ্বিতীয় স্তবকের প্রথম দু'লাইনে ইংরেজী শব্দের বহুল ব্যবহার তাকে ছিন্ন করেছে বোধহয়।
ভালো লাগলো বিষাদমাখা কবিতা ।
শুভেচ্ছান্তে । +

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

রাজসোহান বলেছেন: মন্তব্যে প্লাস ভাই। ব্যাপারটা ধরিয়ে দেয়াতে ভালো লেগেছে। কিছু ইংলিশ শব্দ আমার কাছে মনে হয় এগুলো বাংলাতেই দরকার ছিলো, উচ্চারণও সহজ। তাই এভাবে লেখার চেষ্টা করি :)

শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.