নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

পুরানো ভায়োলেন্স

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:৪০



-
-
-
-
-
-

অবদমিত স্মৃতিরা সাঁতার কাটে নিউরণ সেলে
যতই ভুলতে চাই রোদউল্লাসে বুঁদ হয়ে থাকা স্বপ্নচর
অথচ গোপন টানেল আঁকড়ে ধরে রক্তক্ষত ধূসর অক্ষর।

সময় গিলে খেয়েছে বেদনা মুছে দেওয়া চোখের অনুভূতি
তবুও আশায় থাকি ফের দরজায় কড়া নাড়বে
স্বাভাবিক যাপনের সুখে থাকা ফিঙেরা।

ভাঙা ঘড়ির কাঁটায় বিমর্ষ ঝুলে থাকে পুরানো ভায়োলেন্স
পরিচিত সমাজের অমানবিক ধান্দাবাজি মুখোশে ঢেকে যায়
লাল নীল সুগভীর বিষণ্ণতার বিকারহীন বাণিজ্যের চিহ্ন।

মন্তব্য ৬০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:১৫

মুসাফির নামা বলেছেন: ভাঙা ঘড়ির কাঁটায় বিমর্ষ ঝুলে থাকে পুরানো ভায়োলেন্স।



সবগুলো কথাই একই সূত্রে গাথা।চমৎকার।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৪

রাজসোহান বলেছেন: শুভেচ্ছা নিবেন মুসাফির নামা :)

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:২১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: শুরু থেকে শেষ অব্দি মুগ্ধতা ছড়িয়ে আছে।
খুব ভাল।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

রাজসোহান বলেছেন: শুভ সকাল রাজশ্রী :)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। ভালো লেগেছে!!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১

রাজসোহান বলেছেন: থেংকু কাভা ভাই। আপনার মন্তব্য উৎসাহিত করে ;)

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

মুগ্ধপাঠ!!!

আপনার কবিতা সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে পারব না। যুতসই কোন শব্দ খুজেঁ পাচ্ছি না।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

রাজসোহান বলেছেন: একটু আধটু বইলেন। এইভাবে শুধু প্রশংসা করলে আর লিখতে মন চাইবে না :P

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩

রাজসোহান বলেছেন: ইয়েসসসসসসস মাই ভচ B-)

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

বিজন রয় বলেছেন: অনেক পরিণত।
+++

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

রাজসোহান বলেছেন: এতোদিন অপরিণত ছিলো। আগে বলেন নাই কেন :|

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

বিজন রয় বলেছেন: আগের কথা জানিনা। এটা পড়ে মনে হয়েছে অনেক পরিণত কবিতা।
প্রতিটা লাইন অনেক ভাবনার উদ্রেক করে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭

রাজসোহান বলেছেন: এটা এমন কিছুই না ভাই। ব্লগের কবিদের তুলনায় আমার ভাণ্ডার একদমই নগণ্য। তবু এরকম মন্তব্যে উৎসাহিত হই। ভালো থাকবেন।

আর ইয়ে আগের কমেন্টে একটু মজা করছিলাম আরকি B-))

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

বিজন রয় বলেছেন: আমিও তো মজা হিসেবে নিয়েছি। ব্যাপার না।

আপনি পোস্ট দিচ্ছেন দেখে ভাল লাগছে।

ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

রাজসোহান বলেছেন: শুভকামনা রইলো বিজন ভাই। :)

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর মোহনীয় লেখা । ভাল লেগেছে ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

রাজসোহান বলেছেন: থেংকু ভাই :)

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

ফারিহা নোভা বলেছেন: খুবই সুন্দর , মুগ্ধ হলাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

রাজসোহান বলেছেন: ধন্যবাদ জানবেন :)

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫

উদাসী স্বপ্ন বলেছেন: "ভাঙা ঘড়ির কাঁটায় বিমর্ষ ঝুলে থাকে পুরানো ভায়োলেন্স"

পুরো কবিতায় এই একটা বিদেশী শব্দ তাও আবার যুক্ত অক্ষরের।

তবে ভাববাচ্যে কল্পনার কাঠিনত্য আর ছন্দের বৈচিত্র্য আছে!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯

রাজসোহান বলেছেন: ইদানিং কিছু বিদেশী শব্দের প্রতি দূর্বলতা বাড়ছে। যেমন, ম্যাসাকার, ব্ল্যাকআউট, ভায়োলেন্স, ভায়োলিন আরও আছে। এই শব্দগুলো আসলে বাংলাতেই থাকা দরকার ছিলো। :|

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১১

উদাসী স্বপ্ন বলেছেন: কবিতা কিন্তু ভালো হইছে আগাগোড়াই। ইদানিং সবাই দেখি কবিতা লেখে। কাহিনী কি?

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৫

রাজসোহান বলেছেন: সবাই মনে হয় আমার মতো ছ্যাঁকার উপ্রে আছে। ছ্যাঁকা খাইলে কবিতা বাইর হয় বেশী, রবি বাবু বলেছেন B-))

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৮

রিপি বলেছেন:
আপনার কবিতা অনেক চমৎকার হয়েছে। ছবিতা আরো বেশী চমৎকার লাগলো।

সবাই মনে হয় আমার মতো ছ্যাঁকার উপ্রে আছে। ছ্যাঁকা খাইলে কবিতা বাইর হয় বেশী, রবি বাবু বলেছেন B-)).... হা হা হা। =p~

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩২

রাজসোহান বলেছেন: পাঠের জন্য থেংকু রিপি :)

রবি বাবু আরও বলেছেন, "ইন্টারনেটের সব কথা বিশ্বাস করতে নাই!" :P

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: একটু কঠিন ছিল। তবে খুব সুন্দর লিখেছেন!

কবিতায় প্লাস!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪০

রাজসোহান বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ ডানা। প্লাসের জন্য এক্সট্রা খাতির :P

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৮

রিপি বলেছেন:
রবিবাবু আপনাকে এতু কথা বলে গিয়েছেন!!!! :D

ডিজিটাল প্রেম এবং ছ্যাঁকা নিয়ে রবি বাবুর লেখা কবিতাও মনে হয় আপনি পড়ে ফেলেছেন ইতিমধ্য। =p~

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪২

রাজসোহান বলেছেন: প্রতিদিন পড়ি। রবি বাবু বলেছিলেন, "এযুগের প্রেম ছয়মাসের বেশী করলে তা ছ্যাঁকায় পর্যবসিত হতে বাধ্য।" আমি শুনি নাই, তার ফলাফল ভোগ করতেছি :((

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৫

এন.আর মাহমুদ বলেছেন: চমৎকার,,,,,,ভাল লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৮

রাজসোহান বলেছেন: পাঠের জন্য থেংকু ভাই :D

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫১

এন.আর মাহমুদ বলেছেন: ভাল লেখায় আপনাকেও থেংকু।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৬

রাজসোহান বলেছেন: শুভেচ্ছা শুভেচ্ছা !:#P

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩

ভবোঘুরে বাউল বলেছেন: অসাধারণ!!!!!!! আর কোন বাক্য নাই আমার!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৭

রাজসোহান বলেছেন: লজ্জা পাইলাম ভাই। পাঠের জন্য থেংকু :D

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫০

সুমন কর বলেছেন: চমৎকার। +।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৭

রাজসোহান বলেছেন: থ্যাংক্স সুমন ভাই। শুভসকাল :D

২০| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

নীলপরি বলেছেন: সময় গিলে খেয়েছে বেদনা মুছে দেওয়া চোখের অনুভূতি
তবুও আশায় থাকি ফের দরজায় কড়া নাড়বে
স্বাভাবিক যাপনের সুখে থাকা ফিঙেরা।


কবিতা পড়ে মুগ্ধ হলাম । ++

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮

রাজসোহান বলেছেন: পাঠে কৃতজ্ঞতা জানবেন, শুভ সকাল :D

২১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

ফয়সাল রকি বলেছেন: ম্যাসাকার, ব্ল্যাকআউট, ভায়োলেন্স, ভায়োলিন আরও আছে। এই শব্দগুলো আসলে বাংলাতেই থাকা দরকার ছিলো।--- ব্যাপারটা মন্দ বলেন নাই...

পোস্টে +++

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮

রাজসোহান বলেছেন: ম্যাসাকার বিচ্ছেদের পর ব্ল্যাকআউটের সন্ধ্যা নামে :P

পড়ার জন্য ধন্যবাদ রকি ভাই।

২২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১

ফয়সাল রকি বলেছেন: ম্যাসাকার বিচ্ছেদের পর ব্ল্যাকআউটের সন্ধ্যা নামে......
দুঃখজনক হলেও সত্য যে এরপরের সকালটা হয় লাল-নীলবর্ণের, অথচ বর্ণহীন!

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

রাজসোহান বলেছেন: সোজা বাংলায় খুন চেপে ছিলো কয়েকদিন!

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
haLLeLujah B:-/

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

রাজসোহান বলেছেন: Jeff Buckley শুনতাছিলেন নাকি :-*

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

পুরনো সবকিছুই প্রিয় হয়ে যায়। খারাপো।
কবিতায় +

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১

রাজসোহান বলেছেন: থেংকু কাল্পনিক ব্রাদার ;)

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
Grand Masti Remix shuntesiLam! :-&

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

রাজসোহান বলেছেন: Jeff Buckley - Hallelujah শুইনেন, ভাল্লাগবে আশা করি।

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি কাল্পনিক!!! X(

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯

রাজসোহান বলেছেন: amikalponik এরকমইতো দেখতে পাচ্ছি =p~

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতো গভীরে যাওয়ার কি দরকার। :)

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭

রাজসোহান বলেছেন: B-))

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪২

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: চমৎকার। ভালো লেগেছে!!

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮

রাজসোহান বলেছেন: পাঠের জন্য থেংকু সাইকো ভাই B-))

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৪

ফরিদ আহমাদ বলেছেন: প্রভাব ফেলতে শুরু করেছেন।

০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৩

রাজসোহান বলেছেন: হাহা! ভালো থাকবেন, শুভ সকাল!

৩০| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯

এহসান সাবির বলেছেন: সময় গিলে খেয়েছে বেদনা মুছে দেওয়া চোখের অনুভূতি
তবুও আশায় থাকি ফের দরজায় কড়া নাড়বে
স্বাভাবিক যাপনের সুখে থাকা ফিঙেরা।

তবুও আশায় থাকি... সত্যিই আশায় থাকি সোহান ভাই.....!!

শুভেচ্ছা।

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

রাজসোহান বলেছেন: আশায় থাকুন, আশাও আপাও আপনার অপেক্ষায় আছেন B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.