নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

মনোলগের সারকাজম

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২


-
-
-
-
-
-


হাত বাড়ালেই চোখ ভর্তি হাহাকার আর রুমালের ভাঁজে হাঁসফাঁস করা দীর্ঘশ্বাস
যমুনাতীরে নামে প্রাচীন অন্ধকারের সীমারেখায় আটকে থাকা অশ্রুগাঁথা,
অজানা বালুকাবেলায় স্বপ্নছেঁড়া বিষাদগুলো লেপ্টে যায় শিষ বাজিয়ে।

আর্তনাদী আত্মারা সামু্দ্রিক দুঃখ অস্বীকার করে দু'কুলে ভাঙে নীলবেদনা
অসহ্য আকাশের নীচে গুপ্তমন্ত্রে খোলে নিস্পৃহ ঠোঁটের দুঃষ্প্রাপ্য হাসি,
আগুনে পুড়ে বিষণ্ণ ম্যাগপাই কানপেতে শোনে ভায়োলিনের কাতরতা।

ইদানিং মায়ার প্রখরতা মাপতে গিয়ে রীতিমত কমেডি হয়ে যায় নিবেদিত প্রেম
মনস্তাত্ত্বিক শর্তারোপের যানজট মুছে সন্ধি প্রকল্পে চাই মনোলগের শেষ দৃশ্যায়ণ,
কেউ হয়তো সারকাজমের পথে বিছিয়ে দেবে বিস্মৃত কোন লাল রঙা নদীর ঢেউ।

মন্তব্য ৯৮ টি রেটিং +২১/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬

ফারিহা নোভা বলেছেন: যথারীতি অসাধারণ লেখা। :) ভাল লাগা রইল।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০

রাজসোহান বলেছেন: মন্তব্য পেয়ে প্রীত হলাম :-B

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার লিখা..ভালো লাগা রেখে যেতে বাধ্য.. (++)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

রাজসোহান বলেছেন: ধন্যবাদ তুহিন। :)

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

হাসান মাহবুব বলেছেন: পুত্তুম প্লাস সোহানের বিবর্তন প্রক্রিয়া দেখে মুগ্ধ! এত বদলাইলা কীভাবে? প্রচুর কবিতা পড়ো নাকি? ব্লগের নতুন জনমে আরো বহু বহুদূর যাও। শুভকামনা।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

রাজসোহান বলেছেন: থেংকু ভাই, আপনার মন্তব্যে প্লাস :P

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

নেক্সাস বলেছেন: হামা ভাই আমিও একি কথা বলতে চাচ্ছিলাম রাজ সোহান ভাই পুরাই বদলে গেছে। যাইহোক খুব সুন্দর কবিতা

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

রাজসোহান বলেছেন: আসল কথা হইলো ভাই ছ্যাঁক খাইলে সব বাঙালিই কিছু না কিছু লিখতে পারে। B-))

পাঠের জন্য থেংকু! :)

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
নামটার জন্যই ৫০% লাইক!
চমৎকার হৈসে ||

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

রাজসোহান বলেছেন: বেশী বেশী লাইক দিয়ে সাথে থাকুন :P :-B

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯

শাহিদা খানম তানিয়া বলেছেন: আরে সুন্দর হয়েছে খুব! :)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

রাজসোহান বলেছেন: পাঠের জন্য শুভেচ্ছা নিবেন :)

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!

বুঝা যাচ্ছে তুমি অনেক বড় হয়ে গেছো!!!!!!!:)

বাট ছবিটা দেখে ভুই পাইসি।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

রাজসোহান বলেছেন: বড়তো হয়ে গেছি। দুদিন পর কবরে যাবো /:)

ভয় পাবার কিছু নাই, ছবিটা আমার সেলফি =p~

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮

ফরিদ আহমাদ বলেছেন: দ্বিতীয়বার পড়তে বাধ্য হয়েছি।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৮

রাজসোহান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে :D

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
muLti guLar Log in id-pas vuLe gesi ;)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

রাজসোহান বলেছেন: মাল্টি দিয়া বেশী লাইক দিলেও বিপদ এখন। কিডা কিডা লাইক দিসে দেখা যায় এখন =p~

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

বিজন রয় বলেছেন: মনোলগের সারকাজম...... এটার বাংলা মানে কি?

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

রাজসোহান বলেছেন: আমি আমার ভাবনাটা বলি। মনোলগ মানে ধরেছি ডায়েরীতে লিখে রাখা জীবন যাপন যেটা লগ আকারে মনে টুকে রাখি। আর সারকাজম মানে স্যাটায়ার বা ব্যাঙ্গ। মনোলগের সারকাজম মানে আমি ভেবেছি নিজের জীবনের কষ্টগুলোকে ব্যাঙ্গ করা।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

ইমরান নিলয় বলেছেন: এখানে গাছেদের ডানায় ডানায় লেপ্টে আছে শামুকের আর্তনাদ
তা দেখে লোভী কুকুরেরা নিজেদের পঙ্গু পা চাটতে চাটতে হেসে গড়ায়
এদিক-সেদিক।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

রাজসোহান বলেছেন: আর চাঁদের আলোয় অভিশাপগ্রস্ত মেটাল মিউজিকের মৃত্যু হয় ঘুমের অনুবাদে...

আপনার মন্তব্যে প্লাস, দারুণ হইছে ম্যান!

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

মুসাফির নামা বলেছেন: বাপরে কবিতার গভীরতা দেখছস।অস্থির প্রিয় কবি, মনোলগের সারকাজম শব্দটা খুবই কঠিন লাগল।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

রাজসোহান বলেছেন: পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আর আমি কবি না ভাই :P টুকটাক লিখি কষ্টে /:)

নামটা কঠিন লাগছে নাকি? আমারতো বেশ পছন্দ হইছে B-)

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

রাজসোহান বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, শুভকামনা B-)

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

উদাসী স্বপ্ন বলেছেন:
কেউ হয়তো সারকাজমের পথে বিছিয়ে দেবে বিস্মৃত কোন লাল রঙা নদীর ঢেউ



এই লাইনটা প্রচন্ড সমসাময়িক এবং খাটে বহু জায়গায়!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২

রাজসোহান বলেছেন: থেংকু ভাই, এই ভাবনাটা মিলে গেছে আপনার সাথে :)

উদা ভাই, আপনার সাথে আমি ফেবুতে এড নাই B:-)

একটা টুকা দেন পিলিগ। এড মে :P

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর কবিতা, চমৎকার উপমাময়। আপনার লেখা আগে পড়া হয় নাই, ভালো লাগলো। +++

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১

রাজসোহান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

এখনতো পড়লেন, আরও পড়বেন আশা রাখি :)

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫১

ইনকগনিটো বলেছেন: :)
শুভকামনা।


কবিতার মেদ কমাও। ভাল্লাগবে।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯

রাজসোহান বলেছেন: এগুলাই বুঝি না। ইনবক্সে নক দিলে বুঝায় দিও একটু :)

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮

পিকাচু বলেছেন:
দিস ইজ ইল্যুশান & ড্রীম! ;)

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩

রাজসোহান বলেছেন: পুপী নাকি :-*

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪

পিকাচু বলেছেন:
কি পী!? :-&

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

রাজসোহান বলেছেন: বুঝেন নাই? তাইলে ঠিক আছে, আপনে পুপী না B-))

পুপী মানে পুরান পাপী, পুরানা ব্লগাররা মাল্টি নিক দিয়া আসলে তাদের পুপী বলা হয় ;)

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮

পিকাচু বলেছেন:
ওহ সেইটা।
আমি ভাবসিলাম কোন আপি-টাপি মনে করসেন :P

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১০

রাজসোহান বলেছেন: নাহ, আপিরা সুন্দর কমেন্ট করে B-))

২০| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

পিকাচু বলেছেন:
আগে এই আইডি শুধু ১জনের জন্য ইউজ করতাম, হায়! :|

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

রাজসোহান বলেছেন: এখন কি ছ্যাঁক খাইছেন? :P

বুকে আহেন, জড়ায় ধইরা কান্দি। ছ্যাঁক ট্যাঁক খায়া প্রায় তিন বছর পর আবার ব্লগে আইলাম ছ্যাঁক ভুলতে :|

২১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯

পিকাচু বলেছেন:
এটা আলোচিতে আসছে, কনভারসেশান কন্টিনিউ করা নিরাপদ না! :P

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

রাজসোহান বলেছেন: হ, দেখলাম। মাত্র ১১টা সর্বাধিক লাইকে আলোচিততে ঢুইকা গেছে। =p~

সামুর কি দূর্দিন :|

২২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩

রিপি বলেছেন:
কবিতা তো চমৎকার লিখেছেন। B-)
আর ছবিটা আমার কাছে ভয়ংকর লাগলো। :-&

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১১

রাজসোহান বলেছেন: ভয় পাওয়ানোর জন্যই দিসি। কেমন একটা সাদা কেঁচোর মতো লাগছে তাইনা? =p~

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২০

রিপি বলেছেন:
ইঊউ.... সাদা কেঁচো তবুও ভালো। কিন্তু এইতা যদি সামনাসামনি দেখি তাহলে হার্ট ফেইল হবে শিওর। /:) :-&

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪০

রাজসোহান বলেছেন: না না, হার্ট ফেইল কইরেননা। তাইলে একজন পাঠক কমে যাবে :|

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৪

রিপি বলেছেন: পুপী মানে পুরান পাপী, পুরানা ব্লগাররা মাল্টি নিক দিয়া আসলে তাদের পুপী বলা হয়। !!! =p~

আপনিও পুপী নাকি? =p~

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪১

রাজসোহান বলেছেন: অর্ধযুগ আগে শয়ে শয়ে নিক ছিলো ব্লগে B-))

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৯

অলওয়েজ ড্রিম বলেছেন: ছ্যাঁক ট্যাঁক খায়া প্রায় তিন বছর পর আবার ব্লগে আইলাম ছ্যাঁক ভুলতে

দেইখাও ভাল লাগতেছে পুলাপাইন ছ্যাকামাইসিন খাইয়া রিয়াকশন দূর করতে ব্লগানো শুরু করে। ;)

কবিতা বুঝি না তেমন। তাই মন্তব্য করলাম না সে বিষয়ে পাছে অন্ধের হাতি দর্শনের মতো হয়ে যায়।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৮

রাজসোহান বলেছেন: কবিতা আমিও বুঝিনা ম্যান। দেখেন উপরে কবিতা বোঝা এক বন্ধু বলে গেছে কবিতার মেদ কমাতে, এইটা কি সেটাই জানিনা, হাহা!

পড়ার জন্য থেংকু, আর ছ্যাঁকের কথা আর না বলি /:)

২৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩

নীলপরি বলেছেন: বাহ , অপূর্ব । ++

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

রাজসোহান বলেছেন: শুভ সকাল নীলপরি!

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: চমৎকার। ভাল থাকবেন কবি

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

রাজসোহান বলেছেন: আপনিও ভালো থাকবেন সোহেল! :)

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০

বিজন রয় বলেছেন: নিজের জীবনের কষ্টগুলোকে ব্যঙ্গ না করে উপভোগ করুন।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২

রাজসোহান বলেছেন: সে চেষ্টায় আছি বিজন ভাই! :)

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০

তাসলিমা আক্তার বলেছেন: কেউ হয়তো সারকাজমের পথে বিছিয়ে দেবে বিস্মৃত কোন লাল রঙা নদীর ঢেউ।

কবিতা খুব ভালো লেগেছে কবি।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ তাসলিমা। শুভকামনা রইলো! :)

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৪

প্রলয় নীল বলেছেন: সুন্দর শব্দের অপূর্ব বাঁধুনীতে তৈরী দারুণ সব বাক্যের চমৎকার বিণ্যাস! ভাল লেগেছে খুউব।

+++

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭

রাজসোহান বলেছেন: থ্যাংক্স নীল। ভালো থাকবেন :)

৩১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫০

বিদগ্ধ বলেছেন: "কেউ হয়তো সারকাজমের পথে বিছিয়ে দেবে বিস্মৃত কোন লাল রঙা নদীর ঢেউ" দারুণ।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

রাজসোহান বলেছেন: ধন্যবাদ বিদগ্ধ। আপনার বেশ কিছু কবিতা দেখলাম ব্লগে, সময় করে পড়ে ফেলবো :)

৩২| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটু বেশিই চমৎকার। :)
+

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

রাজসোহান বলেছেন: ধন্যবাদ রাজপুত্র :D

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

ফয়সাল রকি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: পুত্তুম প্লাস সোহানের বিবর্তন প্রক্রিয়া দেখে মুগ্ধ! এত বদলাইলা কীভাবে? প্রচুর কবিতা পড়ো নাকি? ব্লগের নতুন জনমে আরো বহু বহুদূর যাও। শুভকামনা। B-)
তবে আপনার শয়ে শয়ে নিকগুলো এখন কোথায়?

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০

রাজসোহান বলেছেন: দুইটা নিক ছাড়া বাকি নিকগুলা ভুলে গেছি। বাকিগুলা আসলে শেয়ার্ড নিক ছিলো :P

৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪

জেন রসি বলেছেন: কবিতায় সিরিয়াসনেস, বিদ্রুপ, কমেডি সবই আছে!

আমার কাছে তাই মনে হলো আরকি!

ভালো লেগেছে।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

রাজসোহান বলেছেন: হ্যাঁ, সেরকমই ছিলো। মন্তব্যের জন্য ধন্যবাদ রসি। শুভকামনা! :)

৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫

রাজসোহান বলেছেন: পড়ার জন্য থেংকু ফাতেমা। শুভেচ্ছা নিবেন :)

৩৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেউ হয়তো সারকাজমের পথে বিছিয়ে দেবে বিস্মৃত কোন লাল রঙা নদীর ঢেউ।

একটি প্রথম শ্রেণীর কাব্য , চমৎকার !!

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

রাজসোহান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ লিটন ভাই :)

৩৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ভাল লাগল।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

রাজসোহান বলেছেন: মন্তব্যে ধন্যবাদ প্রামানিক :)

৩৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ইদানিং মায়ার প্রখরতা মাপতে গিয়ে রীতিমত কমেডি হয়ে যায় নিবেদিত প্রেম
মনস্তাত্ত্বিক শর্তারোপের যানজট মুছে সন্ধি প্রকল্পে চাই মনোলগের শেষ দৃশ্যায়ণ,
কেউ হয়তো সারকাজমের পথে বিছিয়ে দেবে বিস্মৃত কোন লাল রঙা নদীর ঢেউ।" কেন অাশা বেঁধে রাখি! লেখা ভাল্লাগসে!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

রাজসোহান বলেছেন: থেংকু, ভালো থাকবেন বিধৌত! :)

৩৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৫

মানসী বলেছেন: খুব ভালো লেগেছে।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০৪

রাজসোহান বলেছেন: থেংকু মানসী, ভালো থাকুন। :)

৪০| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০৯

রিপি বলেছেন:
নতুন পোস্ট দেন। তাহলে এই ভয়ংকর ছবিটা নিচে চাপা পড়বে। /:)
যত বার চোকে পড়তেছে ততবারেই ভয় লাগতেছে। :(

০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:২৩

রাজসোহান বলেছেন: ম্যাজিক ম্যাজিক, TAADAA :-B

৪১| ০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪১

রিপি বলেছেন:
অশেষ ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৪

রাজসোহান বলেছেন: my pleasure!

৪২| ০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫১

রিপি বলেছেন:


আপনের জন্যে ইনসপিরেশন মুলক একটা গিফট। যদি তোর ডাক শুনে কেই না আসে তবে একলা চলো রে। B-)
শুভরাত্রি।

০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৩

রাজসোহান বলেছেন:

আপনার জন্যেও গিফট, গুডনাইট :P

৪৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪

বিজন রয় বলেছেন: ছবি পরিবর্তন করলেন কেন? আগেরটাই ভাল ছিল।

বেশী পোস্ট না দেওয়া ভাল।
সপ্তাহে ১টি বা মাসে ৫টি।

নাকি বলেন?

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

রাজসোহান বলেছেন: মাঝেমাঝে কারও কথা রাখতে হয় :P

"বেশী পোস্ট না দেওয়া ভাল।
সপ্তাহে ১টি বা মাসে ৫টি।"

হাহা, পুরানা দিনের কথা মনে করায় দিলেন। আগে এগুলো খুব হিসেব করতাম, আমার পোষ্ট আর্কাইভ দেখলেও বুঝবেন B-))

৪৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০

কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ লেগেছে কবিতা ।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

রাজসোহান বলেছেন: মন্তব্যে ধন্যবাদ শশশশ! ;)

৪৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬

উদাসী স্বপ্ন বলেছেন: লয়া ফটুক দেখি! হোয়াট ইজ দ্যা কাহিনী ড্যুড?

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

রাজসোহান বলেছেন: ভয় দেখানো ঠিক না ভাই B-))

৪৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: দারুণ! প্রতিটা প্যারাই আলাদাভাবে সুন্দর। শেষ প্যারার প্রথম লাইনে অনেক ভালোলাগা। শুভকামনা রইলো।

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

রাজসোহান বলেছেন: ধন্যবাদ জানবেন নিদাঘ :)

৪৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৩

রিপি বলেছেন:
ও মাই গড!!! কালু বিল্লিটা কি আপনি? :-*
আহরে এমন আছাড় খেয়েছেন কালকে!! আশা করছি কমোড় ভাঙ্গেনি। :)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:১১

রাজসোহান বলেছেন: এইভাবে পালটা পচানি দিলেন? আল্লায় সইবেনা :|

৪৮| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

এহসান সাবির বলেছেন: জটিল সুন্দর কবিতা।

+++

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

রাজসোহান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ সাবির :)

৪৯| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪

সিগনেচার নসিব বলেছেন: পাঠে সন্তুষ্ট ভাই
অনিঃশ্বেস শুভেচ্ছা ও মুগ্ধতা রেখে গেলাম

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭

রাজসোহান বলেছেন: থেংকু সিগ্নেচার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.