নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ সাইকোডেলিক স্বপ্ন

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫



-
-

১.

অনেকক্ষণ ধরেই ভাবছি। কিভাবে কি করবো, তাও আবার একা? ইন্টারনেট ঘাটাঘাটি করে নিয়মাবলী সংগ্রহ করা হয়েছে, তারপরেও একটা দ্বিধা থেকে যায়।

সবটুকু দ্বিধা ঠেলে উঠে পড়লাম, এগিয়ে গেলাম অন্ধকার ঘরটার দিকে। হাতড়ে লাইট জ্বালিয়ে দিতে কোন সমস্যা হলোনা। এরপরেই চোখে পড়লো bowl এর পানির মধ্যে থাকা থকথকে ছিন্নভিন্ন অংশগুলোর দিকে।

অনেক কাজ বাকী আছে, আর দেরী করা ঠিক হবেনা। চোখ মুখ কুঁচকে হাত এগিয়ে দিলাম, মুরগীর মাংসগুলো পরিষ্কার করে রাঁধতে হবে।

২.

একনাগাড়ে ছুটে চলেছি। কতক্ষণ? সেটা বলতে পারবোনা, তবে আচমকা নিজের অস্তিত্বে তাকিয়ে দেখলাম দৌড়াচ্ছি। চারিদিকে অন্ধকার আর কুয়াশা।

এখন মনে হলো থামা দরকার। গতি শ্লথ করে দিতেই বুঝলাম বনের মধ্যে ছুটছিলাম। ঘাড়ের মধ্যে কিযেন সুড়সুড় করতেই অভ্যাস বশত হাত দিলাম। জিনিসটা লেপ্টে গেলো, ইয়াক!

চোখ পড়লো সামনেই একটা ঝোঁপ। এগিয়ে গেলাম, ঝোপ সরিয়ে পা চালিয়ে দিতেই ছলাত করে কাদা লেগে গেলো, কি ঝামেলা! হঠাত হুড়মুড় করে পড়ে যেতে লাগলাম।

"হৈ হৈ ছ্যামড়া, উঠ। বিছানা ছাইড়া মেঝেতে কি করোস? ঘাড়ে তেলাপোকা ক্যা? পানির জগও ফালায় দিছস হারামী।"

মন্তব্য ৬৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

ফয়সাল রকি বলেছেন: পুত্তুম প্লাস। B-))

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২২

রাজসোহান বলেছেন: আহ, কত্তদিন পর পুত্তুম প্লাস B-)

২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

গেম চেঞ্জার বলেছেন: B:-) =p~

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২২

রাজসোহান বলেছেন: মজা না? ;)

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~

খুব সিরিয়াসনেস নিয়ে ঢুকেছিলাম- সাইন্স ফিকশন বুঝি কিছূ মিছু ;)

ইয়াক- তেলাপোকা লেপটাইয়া তাও ঘাড়ে :-P

হা হা হা ভিন্ন রকম লেখায় চমকিত হলাম। :)

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪

রাজসোহান বলেছেন: আমিও সিরিয়াস মুডে লিখতেছিলাম। পরে নিজেই ডস খায়া গেছি :P

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

গেম চেঞ্জার বলেছেন: আলবৎ!

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪

রাজসোহান বলেছেন: থেংকু B-))

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

রোষানল বলেছেন: আপনাকে দিয়ে হবে।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

রাজসোহান বলেছেন: কি হবে? =p~

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

হাসান মাহবুব বলেছেন: B:-)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১০

রাজসোহান বলেছেন: পুরাই তারছিঁড়া!

৭| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
onake diye howar boyos 6 bochor hoye gese ;)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১০

রাজসোহান বলেছেন: কত কি করার আছে আরও :``>>

৮| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
chobita jompesh hoise btw B-)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১১

রাজসোহান বলেছেন: এইটা কি কুয়ালালামপুর টুইন টাওয়ার B-))

৯| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

জনৈক অচম ভুত বলেছেন: মজা পাইলাম। :D

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২

রাজসোহান বলেছেন: লেখক মজা নিছে, পাঠকও মজা পাইছে। কি জম্পেশ কম্বিনেশন B-)

১০| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

দীপংকর চন্দ বলেছেন: শিরোনামের সাথে ঘটনাপ্রবাহ সঙ্গতিপূর্ণ।

শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৩

রাজসোহান বলেছেন: থেংকু থেংকু!

১১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মগাই মগা!!! =p~

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

রাজসোহান বলেছেন: মৌজা হে মৌজা B-))

১২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৭

সুমন কর বলেছেন: ভিন্ন রকম এবং চমৎকার ! +।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

রাজসোহান বলেছেন: থেংকু সুমন ভাই!

১৩| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪

মুসাফির নামা বলেছেন: আমি ভাবছি নতুন কিছু নিয়ে আসছেন,পরে দেখি ফানুস।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫

রাজসোহান বলেছেন: ফানুসই নতুন কিছু! :-B

১৪| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

অপু তানভীর বলেছেন: :||

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫

রাজসোহান বলেছেন: খেকজ =p~

১৫| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০০

পুলহ বলেছেন: অত্যন্ত গোছানো আর পরিপাটি লেখা।
দু'টা গল্পই অনেক বেশি প্রফেশনাল- সেটা লেখার ভঙ্গির দিক থেকেই হোক, আর কাহিনী উপস্থাপনার দিক থেকেই হোক...
শুভকামনা জানবেন!

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬

রাজসোহান বলেছেন: আহ কি দারুণ মন্তব্য। পড়েই ভালো লাগছে B-))

১৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০৬

রিপি বলেছেন: ফেবুর চেয়ে এখানে পড়তেই বেশী মজা লেগেছে। =p~ B-)) পেলাস পেলাস। :P

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭

রাজসোহান বলেছেন: এরপর আপনারে নিয়া গল্প লেখুম =p~

১৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭

চানাচুর বলেছেন: বিষয়টা ভাল ছিল।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২০

রাজসোহান বলেছেন: থেংকু। মজা নেয়া এবং দেয়া উভয়ই স্বাস্থ্যের জন্য ভালো :P

১৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

রাজসোহান বলেছেন: শুভ নববর্ষ!

১৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯

বিজন রয় বলেছেন: এটি কি একটি স্বপ্ন?

আমি মাঝে মাঝে ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখি।
ছবিটিও সেরকম।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

রাজসোহান বলেছেন: হ্যাঁ, ওরকমই বলতে পারেন!

২০| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: অামিও মাঝেমাঝে বনের মধ্যে দৌড়াই (ঘুমের মধ্যে)!

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

রাজসোহান বলেছেন: দৌড়াদৌড়ি স্বাস্থ্যের জন্য কিন্তু ব্যাপক!

২১| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল্ ।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ!

২২| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
গল্পে ভিন্নতা আছে।

শিরোনাম দেখে ভাবসিলাম সায়েন্স ফিকশন হবে।


আফসোস!!! ;)

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

রাজসোহান বলেছেন: পুরাই মজা, হাহাহা!

২৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

রাজু বলেছেন: moga a moga....

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০

রাজসোহান বলেছেন: মৌজা হে মৌজা :v

২৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

আহমেদ জী এস বলেছেন: রাজসোহান ,




গল্পের পানির জগটিও ফেলে দিলেন , কিন্তু পানি ছিলো মাত্র এই দুই অনু..........................

চমৎকার সাজিয়েছেন ।

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮

রাজসোহান বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ নিবেন!

২৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

কল্লোল পথিক বলেছেন: দারুন হয়েছে।
+++

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯

রাজসোহান বলেছেন: থেংকু ভাই!

২৬| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১১

উল্টা দূরবীন বলেছেন: প্রথমটা পড়ে ভেবেছিলাম খুন খারবি। পরে দেখি রান্নাবান্না। বাসায় বুয়া নাই?

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০

রাজসোহান বলেছেন: বিদেশে বুয়া আইবো কইত্তে :v

২৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫৮

নোমান নমি বলেছেন: তারপর রানছিলি নাকি পরিস্কার কইরা খাইয়ালাইছস?

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২

রাজসোহান বলেছেন: রাইন্ধাই খাইছি হারামি /:)

২৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৫

নীলপরি বলেছেন: দারুন । ভালো লাগলো ।:)

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩

রাজসোহান বলেছেন: ধন্যবাদ পরি পড়ার জন্য। :)

২৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

সোমহেপি বলেছেন: যাপিত জীবনের golpo

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

রাজসোহান বলেছেন: হাই! কেমন আছ মিয়া?

৩০| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

ফয়সাল রকি বলেছেন: পরের পর্ব দিলেন না?

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২১

রাজসোহান বলেছেন: নতুন গল্প দিসি B-))

৩১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১

কালনী নদী বলেছেন: দারুন প্রানবন্ত!+++

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২

রাজসোহান বলেছেন: পড়ার জন্য থেংকু নদী আপা!

৩২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩২

কাছের-মানুষ বলেছেন: লেখা ভাল লেগেছে , প্রাণবন্ত!
চালিয়ে যান !

২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩

রাজসোহান বলেছেন: ঠিকাছে, চালিয়ে যাবো :D

৩৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

সোমহেপি বলেছেন: হাই ! ভালো আছি.

২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১

রাজসোহান বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.