![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
যা হারিয়েছি
যেসব হারিয়েছে
যারা থাকব থাকব বলে
ফেলে চলে গেছে
তারা থাকনা তাদের মতো।
এই রাতেরা একা হয়ে গেছে খুব
ইন্টারসিটি হুইসেল সয়ে গেছে কানে
একা মাঝির চোখ দুটো ভিজেছে এখানে
আর বেশ্যারা বলে গেছে কানে কানে -
'সব দুঃখ আমাদের হোক'
তবু ভালো থাক তারা;
যারা খুব ভালো আছে
আমাদের ফেলে চলে গেছে।
০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:২৪
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:২৮
বিজন রয় বলেছেন: আপনার কবিতায় শুধু হারানো সুর বাজে।
একটু পাওয়ার কথা লিখুন।
কেমন আছেন?
শুভকামনা রইল।
০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৫০
রাজসোহান বলেছেন: কিছু পেলে তখন লিখবো।
ভালো আছি। শুভকামনা আপনাকেও।
৩| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর হয়েছে+
০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৫০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
৪| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর লিরিক +++
০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৫১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
৫| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
সুমন কর বলেছেন: ভালো লেগেছে। +।
০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৫১
রাজসোহান বলেছেন: বেশ কয়েকটা পর এইটা তাহলে ভালো লাগলো।
৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:০৬
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লেখনি +
০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:১৯
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
৭| ০৪ ঠা জুন, ২০১৭ ভোর ৪:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: যারা চলে যায় তারা থাকুক তাদের মত। সুন্দর কবিতা।
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৪৮
রাজসোহান বলেছেন: ধন্যবাদ রুহী।
৮| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। পড়ে সুখ পেলাম।
০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৪৯
রাজসোহান বলেছেন: থেংকু রাজপুত্র।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:২১
নূরএমডিচৌধূরী বলেছেন: যা হারিয়েছি
যেসব হারিয়েছে
যারা থাকব থাকব বলে
ফেলে চলে গেছে
তারা থাকনা তাদের মতো।