![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামাল ভাই গিটার
টিপু ভাই ড্রামসে
পলাশ নুর ভোকাল
পলাশ নুরের বাঁশি
ওয়ারফেজ হলো সেই ব্যাণ্ড তারা যা করে তাই আমার ভালোলাগে। উইথ ডিউ রেস্পেক্ট মিজান থাকুক না থাকুক, বালাম থাকুক না থাকুক কিংবা সাঞ্জায় থাকুক না থাকুক ওয়ারফেজ অলওয়েজ রকস।
পলাশ নুর এবসোলিউটলি ব্রিলিয়ান্ট! ডি রকস্টারে থাকার সময় একবার মনে হয়েছিলো এরকম একটা ভয়েস ওয়ারফেজেই মানাবে। তখন মিজান ভাই তুখোড় জনপ্রিয়। মিজান ভাই চলে যাবার পর সেই পলাশকেই ওয়ারফেজ সিলেক্ট করে। বলা যায় একদম পারফেক্ট সিলেকশন! পলাশ নুরের বাঁশি ওয়ারফেজে নতুন সংযোজন হিসেবে নিয়ে শুরুটা দারুণ হলো।
ব্যান্ডঃ ওয়ারফেজ
গানঃ অপরূপ বিস্ময়
লিরিকঃ
রাতের ছায়ায় ধরণী নিথর
বিষাদ মনে সবকিছু ধূসর
কতো যে স্মৃতি মনে পড়ে এখন
হঠাৎ কেন তোমার স্মৃতি স্মরণ
জানিনা কোথায় কিভাবে আছো
ভাবি আমি আজ কোন সুরে বাজো
এসেছিলে আঁধার হয়ে আলোয়
বিদায় পর্বে হারালো হৃদয় কালোয়
দিয়েছিলে কথা আমায়
তুমি আমারই রবে
এই দুর্যোগের ভবে
রব দুজনায়
বলেছিলে হও আমার
থেকো আমারই সারাকাল
শত তান্ডবের মাঝে
রব দুজনায়
ভীরু চোখে প্রথম দেখা
অপূর্ণ স্পর্শ লুকিয়ে
কতো কাতরতায়
তুমি অপরূপ বিস্ময়
এসেছিলে
ভীরু পায়ে নুপুর ছন্দে
তোমার চুলের মাতাল ঘ্রাণে
কতো মাদকতায়
তুমি মায়ার আশ্রয়
এসেছিলে
যাবার সময় দেখালে যুক্তিগুলো
নিলাম মেনে ধরণী এলোমেলো
ভাবিনি কখনও ফিরে আসো আবার
হৃদয় ক্ষত দ্রুত সারে বারেবার
পারিনি রাখতে ধরে তোমার নবস্বপ্ন থেকে
তুমি নড়নি একবার
চলে গেলে
বলেছিলে হও আমার
থেকো আমারই সারাকাল
শত তান্ডবের মাঝে
রব দুজনায়
ভীরু চোখে প্রথম দেখা
অপূর্ণ স্পর্শ লুকিয়ে
কতো কাতরতায়
তুমি অপরূপ বিস্ময়
এসেছিলে
ভীরু পায়ে নুপুর ছন্দে
তোমার চুলের মাতাল ঘ্রাণে
কতো মাদকতায়
তুমি মায়ার আশ্রয়
এসেছিলে
মিউজিক ভিডিওঃ
২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:১৬
রাজসোহান বলেছেন: ইদ মোবারক
২| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:১৭
বিজন রয় বলেছেন: আপনি এত মনমরা হয়ে থাকেন কেন?
কাদের ভয় পান আপনি?
২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:২৪
রাজসোহান বলেছেন: শুধু ভয়েই কি মনমরা হয়ে থাকা হয়? নিশ্চিত পরিণতি জানি বলেই...
৩| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:২৮
বিজন রয় বলেছেন: তাহলে তো আমাকেও ভয় পেতে হয়।
মনে থেকে সব ঝেড়ে ফেলুন।
২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৪
রাজসোহান বলেছেন: হয় না আর এমনতো হয় না
নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না।
আমারও ঝেড়ে ফেলা হয় না।
৪| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৩
শায়মা বলেছেন: তোমার গানও একটু শুনাতে এই ফাঁকে।
২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৬
রাজসোহান বলেছেন: কে আর গাইবে আমার গান? হাহা।
তুমি আমাকে আর খাওয়াইলা না। আমি ক্ষুধায় মরে যাবো তাও তোমার হৃদয় গলবে না।
৫| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৪
শায়মা বলেছেন: তুমি গাবে তোমার গান!!!!! অসুবিধা কি! নাইলে আমি গাবো নাকি! বললে গেয়ে দেখতে পারি তবে আমার জন্য একটা রবীন্দ্রসঙ্গীত লেখো।
২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৭
রাজসোহান বলেছেন: আমি আবার রবি বাবু হয়ে জন্ম নিলে তোমার জন্য রবীন্দ্র সঙ্গীত লিখে দিবো। :প
৬| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আসলে ওয়ারফেজ হোক,আর বাংলার যেকোন ব্যান্ডই হোক।তারা সত্যিই প্রশংসার দাবী রাখে।পৃষ্ঠপোষকতা এবং প্রচারণার অভাবে এখনো তেমন ভাবে জনপ্রিয় হতে পারছে না।
আর ওয়ারফেজ আমার জানামতে অন্যতম জনপ্রিয় ব্যান্ড।তাদের গান ভালো লাগারই কথা।নতুন গানের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
তবে,আমার প্রিয় আর্টসেল।
২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৮
রাজসোহান বলেছেন: আহা, আর্টসেল আমারও প্রিয়।
৭| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৮
নাগরিক কবি বলেছেন: মুর একখান প্রিয় ব্যন্ড ঈদ মুবারক ভাই
মেটাল হব্বে, আইজ রাইতে
২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৮
রাজসোহান বলেছেন: হাহা। গানটা অতো মেটাল না। শুভকামনা।
৮| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৩
সুমন কর বলেছেন: লিরিক কি আপনার? পলাশ নুরের গান আজই প্রথম শুনলাম। ভালো। উচ্চারণ স্পষ্ট।
+।
অ.ট.: রাতের কবিতা পোস্টটি সরিয়ে ফেললেন কেন?
২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩১
রাজসোহান বলেছেন: আরে নাহ। কি যে বলেন, ওয়ারফেজে লিরিক যাওয়া স্বপ্নের মতো ব্যাপার। অতোদূরের ধারে কাছেও আমি নাই।
একটা মেয়ের নাম কাস্পিয়া। তার জন্য কবিতাটা লিখেছিলাম। ইনবক্সের কবিতা ইনবক্সেই থাক। হাহা!
৯| ৩০ শে জুন, ২০১৭ রাত ১২:১৯
হাসান মাহবুব বলেছেন: অনেক পর থেকে ভালো লাগলো। ৩ মিনিট ৩২ সেকেন্ডের আগে ওয়ারফেইজ ফিলিংস আসে নাই। বাঁশির ফিউশন বাল হইছে। তবে পলাশ অসাধারণ।
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫
রাজসোহান বলেছেন: ইয়েস ভাই!
১০| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:১৮
শায়মা বলেছেন: ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৭ ১
লেখক বলেছেন: আমি আবার রবি বাবু হয়ে জন্ম নিলে তোমার জন্য রবীন্দ্র সঙ্গীত লিখে দিবো
হা হা হা ওকে ওকে ওকে!!!!!!
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৭
রাজসোহান বলেছেন:
১১| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
গান শুনিনাই, তবে আইডি ফিরে পাইসি এই খুশিতে পোস্টে লাইক দিলাম।
হে মহারাজ!!
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:১৫
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল আছেন নিশ্চয়ই।
গানেই থাকুন, কবিতায় থাকুন, ভাল থাকুন।