![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
অবিশ্বস্ত অভিমানগুলোর দিনলিপিতে লিখি
শীত ও শিশিরের গল্প,
জমজমাট অন্ধকারের শরীরকে মেনে সাক্ষী
জাগে নিঃসঙ্গতার স্বপ্ন কল্প।
উচ্চাভিলাষী কোলাহলের প্রশ্নে ভর করে স্তব্ধতা
যেমন প্রবালসন্ধ্যায় চেয়ে থাকে স্মৃতিশুণ্য চোখ,
অসামাজিক জংশনে গুনে রাখি বেদনার নিকাশ
যেন জলচিহ্নে হারিয়ে না যায় গত জীবনের শোক।
ভুল দৃশ্যের ঘুম আসে চুরি করা নিঃশ্বাসে
শূণ্যতায় জন্মান্ধরা হাঁটে ভুল ক্যানভাসে,
দূরত্ব বাড়ে আলোয় মুখোমুখি দুটো শরীর
রক্তের রঙে আঁকি অসংখ্য হৈহুল্লোড়।
০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: সেই তো লিখছেন, পোস্ট করছেন, তবে নিয়মিত নয় কেন?
ব্লগে আসুন না আগের মতো একঠিভ হন।
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৯
রাজসোহান বলেছেন: কোন কিছুতে আগ্রহ পাই না আর ভাই। ভেতর থেকে আসে না। নির্লিপ্ত হয়ে গেছি।
৩| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৯
রাজসোহান বলেছেন: ধন্যবাদ। আপনাকে মেইলের রিপ্লাই দিয়েছিলাম। আর কোন রিপ্লাই পাইনি।
৪| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: আহা। কবিতার লাইন সংখ্যার সাথে ভালো লাগাও বাড়ছিল।
শূন্যতা / গুনে
ওটা জংশন হবে না?
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩২
রাজসোহান বলেছেন: বানান ঠিক করলাম। ধন্যবাদ।
৫| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৪
তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার!
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪০
জেন রসি বলেছেন: উষ্ণ কম্বল দরকার।
ভালো হয়েছে।
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১১
রাজসোহান বলেছেন: আর উষ্ণ কম্বল!
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: কি আর বলব , এক কথায় দুর্দান্ত