নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিতে ছুটে গিয়ে চুমু দিইনি বলে

২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৬



-
-
-
-
-
-
-
-
-
-

ভালো থেকো প্রিয়তমা
তোমার জন্য, তোমার প্রিয়তমের জন্য শুভকামনা
তোমার জন্য অপেক্ষায় থাকা বছরতো শেষ হলো না।
তোমার বিয়ের সানাই কানে বাজে বিচ্ছিরি লাগে শব্দ,
চেইন স্মোকের মতো কান্না ঝরে চোখের কোণে ধুত্তো।

বৃষ্টিতে ছুটে গিয়ে চুমু দিইনি বলে,
অভিমানে কার নাম উচ্চারণ করে আমাকে ফেরালে?

আমি কোথায় ছিলাম না তোমার?
তোমার কানে মৃদু ফিসফাসে,
ভয় পেলে দম আটকানো নিঃশ্বাসে!
এই আমাকে নিয়েও কি তোমার ভয় ছিলো না?
অথচ আমাকে বানিয়েছিলে সবচেয়ে বড় ছলনা!

ভালো থেকো প্রিয়তমা
তোমার জন্য, তোমার প্রিয়তমের জন্য শুভকামনা
আমি শুধু মাকড়সা হয়ে দখল করবো ঘরের কোণা
হয়ে যাবো ভাঙা গিটারে জমে ওঠা ধুলোর দানা
এতো বিপন্ন মৃত্যুর আগেও জানাই অসীম শুভকামনা।

এতো বছরের অপেক্ষা শেষ হলো না
মৃদু ফিসফাসে কেউ ভুল ভাঙালো না
তবু শুভকামনা, শুভকামনা, শুভকামনা।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা। কবির জন্যও শুভ কামনা।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩২

রাজসোহান বলেছেন: ধন্যবাদ।

২| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭

বিজন রয় বলেছেন: +++

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩

রাজসোহান বলেছেন: :)

৩| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবু শুভকামনা, শুভকামনা, শুভকামনা।

নিরুপায় প্রার্থনা ;) হা হা হা

কবিতায় +++++

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৪

রাজসোহান বলেছেন: হেহে, ভালো থাকবেন ভাই।

৪| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।


অ.ট.: ফেবুতে মেসেজ দিয়েছিলাম।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৪

রাজসোহান বলেছেন: কথা হয়েছে!

৫| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: কবিতার চেয়ে ছবিটা বেশি সুন্দর।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫

রাজসোহান বলেছেন: ধন্যবাদ।

৬| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:

বিস্বাদ বিজোড়িত কবিতা । ভাল লেগেছে ।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭

রাজসোহান বলেছেন: ভালো লাগায় প্রীত হলাম। :)

৭| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ! অসাধারণ! মন ছুঁয়ে গেল কিছু কিছু লাইন।

শুভেচ্ছা।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭

রাজসোহান বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

৮| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: সুন্দর কবিতা
শুভেচ্ছা রইল কবি।

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

রাজসোহান বলেছেন: ধন্যবাদ। :)

৯| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি শুধু মাকড়সা হয়ে দখল করবো ঘরের কোণা
হয়ে যাবো ভাঙা গিটারে জমে ওঠা ধুলোর দানা

এই লাইন দুটো ভালো লাগলো। পুত্তম প্লাস দিতে পারলাম না, ৬ষ্ট :)

২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

রাজসোহান বলেছেন: হাহা, সেই পুত্তুম প্লাস! ভালো থাকবেন ভাই।

১০| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

ফয়সাল রকি বলেছেন: কেমন আছেন? লেখালেখি তো ভালই চলছে মনে হয়।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৮

রাজসোহান বলেছেন: জীবনই চলে না, আবার লেখালেখি!

১১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৮

জেন রসি বলেছেন: শুভকামনা। ;)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

রাজসোহান বলেছেন: ছ্যাঁক খাইয়া শুভকামনা ছাড়া আর কি কইতে পারি। :(

১২| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: ভাল লেগেছে তাই +++ দিয়েছিলাম।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪১

রাজসোহান বলেছেন: আরও একটা কবিতা দিয়েছি। কবিতা লেখার ধুম পড়েছে আমার।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৯

হাসান মাহবুব বলেছেন: এত বাজে হইছে যে বলার মত না।

৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

রাজসোহান বলেছেন: নতুন লেখাটাতো পড়লেন না। ওটা কেউ পড়েই নাই, কিন্তু এটা সবাই পড়ছে। :D

১৪| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০

হাসান মাহবুব বলেছেন: সেটা পড়া যাবে, কিন্তু তাই বইলা একটা লেখা এত বাজে হবে কেন? এইডা মনির খানরে দিও। ঐসব ওয়ারফেইজ টোয়ারফেইজের চিন্তা বাদ্দাও।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৭

রাজসোহান বলেছেন: লাস্ট লেখাটা পড়েন। এই লেখাটা বাজে হয়ে ওটা বের হইছে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.