![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
-
আমার শহরে বৃষ্টি এলে সীমাহীন শূন্যতা আমারও হয়।
আমারও মনে হয় 'এসবের কোন দরকার ছিলো না'।
ক্যাম্পাসের ক্যাকোফোনিতে আমার বিষাক্ত লাগে,
বিষাদ মনে হয়,
অথবা আমি ঈর্ষান্বিত হই ওরা সব্বাই সুখী বলে।
আমি বুঝি, নিজের ভেতর এতো শূন্যতা অনুভব করিনি আগে।
এসব স্থিরতা, জ্যামে আটকে থাকা মানুষ আমাকে মোটেও ভাবায় না।
আমি তখনও ভেবেছি 'ওসব না করলেও পারতে'।
এরপর একা ঘরে, রাত নেমে এলে
দারোয়ানের হুইসেল ক্লান্ত হয়ে গেলে
মানুষেরা ওপাশে ফিরে শুচ্ছে যখন
তখনও আমি ভাবি 'মানুষ চেনা দায়'।
৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫১
রাজসোহান বলেছেন: নিজে অমানুষ বলেই মানুষ চিনতে পারি না।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
বিজন রয় বলেছেন: আপনার কবিতায় বিষণ্নতা বেশি থাকে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১১
রাজসোহান বলেছেন: জীবনজুড়ে বিষণ্ণতা ছাড়া কিছু পাইনি। এছাড়া আমার কিছু নেইও।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
উম্মে সায়মা বলেছেন: আসলেই মানুষ চেনা দায়...
কবিতার শিরোনামটা খুব ভালো লেগেছে...
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ সায়মা।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৪
বিজন রয় বলেছেন: তো বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে হবে।
কি করতে হবে বলুন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩১
রাজসোহান বলেছেন: চাকরি বাকরি খুজতেছি। হয়না কিছু।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: অটঃ কিসের চাকরি করতে চান?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২
রাজসোহান বলেছেন: পত্রিকা অফিস বা লেখালেখির মধ্যেই। এগুলোর অভিজ্ঞতাই বেশি।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
ফয়সাল রকি বলেছেন: সুখ অসুখের মনোলগ
সুন্দর শিরোনাম।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
রাজসোহান বলেছেন: খালি শিরোনামই সুন্দর? :/
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
হাসান মাহবুব বলেছেন: এত ক্যাকোফ্যানি ক্যাকোফানি করো ক্যা?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২২
রাজসোহান বলেছেন: সব যে হারিয়ে গেছে ভাই
৮| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩
জাহিদ অনিক বলেছেন: ৫ম লাইন বেশিই সুন্দর +
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৭
সুমন কর বলেছেন: আসলেই মানুষ চেনা, খুব কঠিন !!
+।