নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

সে হৃদয় নয় নিয়ে গেছে আত্মা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৬



-
-
-
-
-
-
-
-

ভূতুড়ে শহর জুড়ে বাস করে আমার অসহায়ত্ব
ল্যাম্পপোষ্টের আলো জ্বলে আর নিভে
পিচঢালা রাস্তা যেন বরফের মতো জমে ভীত
এরই মাঝে সেই মেয়েটা আমার হৃদয় নিয়ে গেলো।
অথচ আমি জানি সে হৃদয় নয় নিয়ে গেছে আত্মা
চাঁদের সাথে যখন আমি ফিরে গিয়েছিলাম
সূর্যের উত্তাপ থেকে বাঁচতে দূর কোন শীতল মরুতে।

রুদ্ধ শ্বাসেরা ঝড় তোলে শিরায় শিরায়
কোন ক্ষমা প্রার্থনা ছাড়াই অভিশাপ বয়ে বেড়ায়,
চোখ খুললেই দেখবে কান্নার রঙ হয়ে গেছে লাল
অথচ আমি জানি কান্না আসে সাগর থেকে
সাগরের জন্ম হয় কালো মেঘের বৃষ্টিতে।

আমার শান্ত নৌকায় যে মৃদু দোলা তুমি দিলে
এক সাগর প্রেম দিয়ে সেই মাঝসাগরেই ডোবালে!
কখনও কি তোমার মনে আমার ভাবনা আসে যায়
কোথায় আমি থাকি, প্রিয়তমা এখন আমি কোথায় ঘুমাই?

আরও অনেক বছর পর
এই দানব সমান বেদনা নিয়েও ভালো থাকবো,
সাগরের ঘন্টাধ্বনি কানে বাজলেও
আবার দুই হাজার বছরেও কি জেগে উঠবো?

মন্তব্য ২৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:




প্রবল আবেগসঞ্চার...... বাহ....

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

রাজসোহান বলেছেন: ধন্যবাদ :)

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০০

জাহিদ অনিক বলেছেন: বাহ বেশ !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

রাজসোহান বলেছেন: থেংকু

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৪

নুসরাত অনি বলেছেন: বাহ...... লিখেছেন খুব!

ভালোলাগা রইল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

রাজসোহান বলেছেন: ধন্যবাদ অনিম। :)

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রুদ্ধ শ্বাসেরা ঝড় তোলে শিরায় শিরায়
কোন ক্ষমা প্রার্থনা ছাড়াই তারা অভিশাপ বয়ে বেড়ায়,
চোখ খুললে দেখতে পাবে কান্নার রঙ হয়ে গেছে লাল
অথচ আমি জানি কান্না আসে সাগর থেকে
সাগরের জন্ম হয় কালো মেঘের বৃষ্টিতে।

খুব সুন্দর লিখেছেন। কিন্তু দু:খিত, পুত্তুম প্লাসটা দিতে পারলাম নাহ :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

রাজসোহান বলেছেন: হাহা আর পুত্তুম প্লাস! থেংকু ভাই :)

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

হুদাই পাগলামি বলেছেন: ভালোলাগা রইল!

পাগলার পক্ষ থেকে +++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

রাজসোহান বলেছেন: ধন্যবাদ সুমনসসা।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: খুব খুব ভালো লাগলো ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩

রাজসোহান বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

সুমন কর বলেছেন: হুম, ভালো লিখেছেন। +।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪

রাজসোহান বলেছেন: ধন্যবাদ কর ভাই :প

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগল কবি :)

++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৫

রাজসোহান বলেছেন: হাহা, নাই ভাই আমি কবি না। ধন্যবাদ পড়ার জন্য।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

ফয়সাল রকি বলেছেন: সিরাম +++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩২

রাজসোহান বলেছেন: ভালো হয় নাই তাও সিরাম কইলেন। -_-

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৬

ফাহমিদা বারী বলেছেন: খুব সুন্দর কবিতা। শুভেচ্ছা রইল কবির প্রতি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

রাজসোহান বলেছেন: ধন্যবাদ :)

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

হাসান মাহবুব বলেছেন:
রুদ্ধ শ্বাসেরা ঝড় তোলে শিরায় শিরায়
কোন ক্ষমা প্রার্থনা ছাড়াই অভিশাপ বয়ে বেড়ায়,
চোখ খুললেই দেখবে কান্নার রঙ হয়ে গেছে লাল
অথচ আমি জানি কান্না আসে সাগর থেকে
সাগরের জন্ম হয় কালো মেঘের বৃষ্টিতে।


এইটুক বেশ মেটাল মেটাল হইছে।

কিন্তু কিশু অংশ মনির খান মার্কা রয়েই গেছে :D

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

রাজসোহান বলেছেন: ভালো কবিতাগুলো পড়েনা না X(

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

রাজসোহান বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

হুদাই পাগলামি বলেছেন: কবি ভাই আপনার উপাধি বুঝিবার নাহি পারি!
সুমনসসা মানে কি?

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১

রাজসোহান বলেছেন: আপনার নাম সুমন। ইউ আর এলে দেখলাম এভাবে লেখা তাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.