নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

এপিটাফ অফ লাভার\'স ফ্রেইগ্র্যান্স

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬


-
-
-
-
-
-
-
-
-
-

তোমার ঘ্রাণের জন্য আমার স্মৃতিরা বিষাক্ত নীল হয়ে এলে
আমি ক্যাফেটেরিয়ার ভাঙা সিঁড়ি ধরে একদম উপরে উঠে যাই।
দেখি প্রিয় মানুষেরা ডুবে যাচ্ছে ট্রাফিকে,
দেখি সিগন্যালের মতো পালটে যাচ্ছে প্রেমিকার মন।

দেখি এই দালানের ইটেরা কতো চুমু দেখছে অনিচ্ছাতে
তবু সয়ে গেছে,
এই খসে যাওয়া পলেস্তরা-রেলিংও টিকে আছে অনেক দিন;
এইখানে।
শুধু আমরা টিকিনি।

এই জঞ্জাল
এই কবি বেশ্যা খেলা
এই শব্দ বুনন
তোমার শহরের ধুলো চোখে লেগে গেলে,
আমি ছুটে আসি এই ক্যাফেটেরিয়ার ছাদে।

আমি আবার দেখেছি ওরা ছুটছে গোলাপ নিয়ে
গুনেছি প্রতিটা হুইসেল
দেখেছি ব্যস্ত মানুষ আর বেকার,
এসব বিকেলের আগে আগে দেখেছি
তোমার শহরের রোদেরা 'রোববার' ছুটি কাটিয়ে বাড়ি ফিরছে
শুধু আমরা ফিরিনা আর, আমাদের কাছে।

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

সেলিম আনোয়ার বলেছেন: তোমার শহরের ধুলো চোখে লেগে গেলে,
আমি ছুটে আসি এই ক্যাফেটেরিয়ার ছাদে।

বেশ লিখেছেন ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

রাজসোহান বলেছেন: ধন্যবাদ আনোয়ার।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

ফয়সাল রকি বলেছেন: শহুরে প্রেম মন্দ না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

রাজসোহান বলেছেন: কেউ প্রেমতো করে না। :(

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭

সুমন কর বলেছেন: এটা, বেশি ভালো লাগল। ;)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

রাজসোহান বলেছেন: থেংকু :((

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

মনিরা সুলতানা বলেছেন: শুধু আমরা ফিরিনা আর, আমাদের কাছে !!
বাহ !! চমৎকার

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

রাজসোহান বলেছেন: ধন্যবাদ!

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২৩

রাজসোহান বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.