|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
-
-
-
-
-
-
-
-
-
অথচ রৌদ্রের পরে সুন্দর কোন দিনে
অন্তহীন রেখা কেটে গেছে ধীরে -
নিয়ে গেছে তারে,
ডুবিয়েছে মালয় গভীরে।
এরপর কখনোও কোন কাশবন ছুঁয়ে যায়নি ওকে
কোন শরতেই সে হাসেনি আর,
জীবনানন্দ বিষাদ ডেকেছে শুধু তার রাত্তির রুটিনে
কোন চোখ বিশ্বাস দেয়নি আর।
এরপর তারাদের সাথে প্রেম হয়েছিলো তার
তাই পড়ে গিয়ে সেও তারা হলো শেষে,
তার মিথ্যেরা তারাদের মতো, উজ্জ্বল এবং অজস্র।
 ২৬ টি
    	২৬ টি    	 +১০/-০
    	+১০/-০  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৩৬
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৩৬
রাজসোহান বলেছেন: ধন্যবাদ মাহবুবুল ভাই।
২|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:১৭
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:১৭
ভ্রমরের ডানা বলেছেন: 
আপনার কবিতা আকর্ষণ করার মতই....
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৩৭
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৩৭
রাজসোহান বলেছেন: ভালো থাকবেন ডানা ভাই/আপু।
৩|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:২৬
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:২৬
শায়মা বলেছেন: পুরাই ছোট জীবানান্দের কাব্য হয়েছে!!!!!! 
অনেক সুন্দর!!!!!
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৩৭
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৩৭
রাজসোহান বলেছেন: কতো কবিতা লিখলাম পড়লা না।  আমার ছবিও আইকা দিলা না। :'(
 আমার ছবিও আইকা দিলা না। :'(
৪|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৩০
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৩০
খায়রুল আহসান বলেছেন: শিরোনাম, ছবি এবং কবিতা- সবই খুব সুন্দর হয়েছে। কবিতায় ভাল লাগা + +
এরপর তারাদের সাথে প্রেম হয়েছিলো তার
তাই পড়ে গিয়ে সেও তারা হলো শেষে,
তার মিথ্যেরা তারাদের মতো, উজ্জ্বল এবং অজস্র -- কবিতার সমাপ্তিটা চমৎকার হয়েছে, এ কথাগুলোর মাধ্যমে।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৩৮
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৩৮
রাজসোহান বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই। 
৫|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১২:০১
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১২:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনাম, ছবি এবং লেখা সব মিলিয়েই চমৎকার!
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:০৮
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:০৮
রাজসোহান বলেছেন: ধন্যবাদ হে ভাই।
৬|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:৫৯
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:৫৯
জাহিদ অনিক বলেছেন:  আমাকে সে নিয়েছিল ডেকে; 
বলেছিল: ''এ নদীর জল তোমার চোখের মতো ম্লান বেতফল; 
সব ক্লান্তি বিহ্বলতা থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি এই নদী তুমি।”  - কবিতা পড়ে জীবন বাবুর এটাই কেন যেন মনে আসল। 
কবিতা পাঠ করে তৃপ্তি পেয়েছি।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:১৯
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:১৯
রাজসোহান বলেছেন: থেংকু অনিক
৭|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:২৩
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:২৩
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:২২
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:২২
রাজসোহান বলেছেন: থেংকু ভাই।
৮|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৩৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৪১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৪১
রাজসোহান বলেছেন: থেংকু
৯|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৪৬
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৪৬
কানিজ রিনা বলেছেন: মিথ্যেরা তারাদের মত জলজল অজস্র
বেশ সুন্দর ধন্যবাদ।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৪১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৪১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ কেজাহান!
১০|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:০৯
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন: বেশ সুন্দর!!! ++++
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৪২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৪২
রাজসোহান বলেছেন: থেংকু।
১১|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১২:০৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১২:০৩
সনেট কবি বলেছেন: 
রাজসোহানের‘বিষ্ময়ে চেয়ে থাকে নিঃস্বতা’ কবিতার সনেট রিমেইক- 
অথচ রোদ্রের পরে সুন্দর দিনের
অন্তহীন রেখা গুলো কেটে গেছে ধিরে
ডুবিয়েছে তারে যেন মালয় গভীরে
এখন সেথায় সেতো আছে নিরুদ্দেশ।
এরপর কাশবন ছোঁয়া ও পায়নি
সে হাসেনি শরতের স্নিগ্ধ চন্দ্রিমায়  
জীবনানন্দ বিষাদ রাতের রুটিনে
কোন চোখ আর তাকে বিশ্বাস দেয়নি।
এরপর তারাদের সাথে হলো প্রেম
তাই পড়ে গিয়ে সেও তারা হলো শেষে,
তার মিথ্যেরা এখন তারাদের মতো।
অভাগার অপ্রাপ্তিরা উজ্জ্বল - অজস্র
তারাদের মতো যেন উজ্জ্বল্য ছড়ায়
যেথা অমলিন কষ্ট হিসেবে অগণ্য।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৪২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৪২
রাজসোহান বলেছেন: বেশ।
১২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১২:০৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১২:০৫
সনেট কবি বলেছেন: আপনার কবিতার সনেট রিমেইক করলাম, আপনি যদি বলেন হয়েছে, তাহলে আমিও বুঝব হয়েছে।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৪২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ১:৪২
রাজসোহান বলেছেন: সনেট কবিতা বুঝি না ভাই।
১৩|  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৪০
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:৪০
হাসান মাহবুব বলেছেন: ইমন জুবায়ের ভাই আর জীবনান্দের ফিউশন মত লাগলো। ভালা পাইছি।
১৪|  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:১৪
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: 
শব্দগুলো সুন্দর এবং সহজ । ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:০০
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ১০:০০
মাহবুবুল আজাদ বলেছেন: ইচ্ছে হচ্ছে এ লেখার ছায়ায় কিছু একটা লিখি, এতটাই ভাল লাগা।
অসাধারন।