নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

মনোটোনাস মনোলগ

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৮:৪৩



এই একঘেয়ে শহরে
আমি এক কোণায় পড়ে থাকা মানুষ,
বেঁচে আছি ম্লান ও ম্রিয়মান হয়ে
গৃহত্যাগীর মতো বন্দি হয়ে -
কোন এক কারাগারে।

এ শহরে বৃষ্টি নামে না,
আমি কাঁদতেও পারি না।
আমার দীর্ঘশ্বাসে ভাসে না মেঘ,
নেই কোন জমে থাকা আবেগ।
আমি কোথাও লিখিনি
ফিরে এসো বনলতা সেন,
বুঝিনি কীভাবে জীবনে
ধরা দিয়েছিলো প্রেম।

ছোট্ট জানালায় তাকিয়ে
আকাশ দেখি ধূসর চোখে,
চিৎকার করি বোবার মতো-
মৃত গাছ যেন আমি,
শেকড় গজিয়ে গেছে পায়ে,
যেতে পারি না কোথাও।

কোথায় যাবো?
হারিয়ে যাওয়ার পথ নেই,
নেই কোন ফেরার পথ।

যেন অদ্ভুত এক পাথর আমি,
থমকে আছি।
শরীরে লেগে আছে গ্রহান্তরের দাগ,
ঢেকে যাই রুক্ষপ্রকৃতির ধুলোয়।
আমি শুধু ধুলোয় ঢেকে যাই।

আমি দূরে চলে যাই
মানুষের শহর ছেড়ে
আমার শহর ছেড়ে,
পৃথিবীর ওপাড়ে
নিরুদ্দেশ যাত্রায়
আমি শুধু হারাই।

আমার শুধু ক্লান্ত লাগে,
মনের কাছে মরে গেছি জন্মের আগে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পুত্তুম পীলাচ

২| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:০১

ইসিয়াক বলেছেন: চমৎকার

৩| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

৪| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৫

নেওয়াজ আলি বলেছেন: শ্রুতিমধুর লেখা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.