![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট
এ আমার বিরহ নয়, বিরহ বিলাস, এ আমার স্বরচিত বিষাদ সিন্ধু । তুমি দেখ গোধূলির অস্তলাল সূর্যের লালিমার সৌন্দর্য , আমি একে জানি ঘনায়মান রাত্রির আধারের পূর্বাভাস বলে । তুমি মেতে উঠ বসন্ত বরনে আমি জানি এ বসন্ত চিরস্তায়ী নয়, তোমরা ছিলে শুধু আলোর সাথী, হাসির সারথী, আনন্দের ভাগীদার তাই যখন নিদান কাল এলো তোমরা ছুটলে নতুন কোন আলোক বর্তিকার সন্ধানে । নতুন কোন উল্লাসে মাতোয়ারা হতে । যারা শুধু সুদিনের অংশীদার হতে চায় তারা জানে না সুখ আর সচ্ছলতা আসলে এক জিনিস নয় । তাই আমি যখন সেচ্ছা মৃত্যুর পথ বেছে নেই জীবনকে উপভোগ করব বলে তখন তারা বড়ই অবাক চোখে আমাকে দেখে । আমি যখন বলি ভালোবাসা মানে তোমায় না পাওয়া কিম্বা তোমায় ভালোবেসে যাব চিরদিন কিন্তু কোনদিন আমি তোমার হবো না । তারা আমার এই ভালোবাসা কোনদিন বুঝতে পারেনা , একে তারা জর্জরিত করে বড়ো অশ্লীল, অবান্তর ও রুচিহীন প্রস্নবানে । তাদের এই দীনতা আমি মেনে নেই সহজাত বোধে, ওরা বড়ো অবুঝ, বড়ো চঞ্চলমতি, ওরা জানে না সত্যিকার ভালোবাসা আসে কষ্টের হাত ধরে ।
©somewhere in net ltd.