নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে হবে

রাজু আহমেদ তন্ময়

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট

রাজু আহমেদ তন্ময় › বিস্তারিত পোস্টঃ

অবুঝ

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪২

এ আমার বিরহ নয়, বিরহ বিলাস, এ আমার স্বরচিত বিষাদ সিন্ধু । তুমি দেখ গোধূলির অস্তলাল সূর্যের লালিমার সৌন্দর্য , আমি একে জানি ঘনায়মান রাত্রির আধারের পূর্বাভাস বলে । তুমি মেতে উঠ বসন্ত বরনে আমি জানি এ বসন্ত চিরস্তায়ী নয়, তোমরা ছিলে শুধু আলোর সাথী, হাসির সারথী, আনন্দের ভাগীদার তাই যখন নিদান কাল এলো তোমরা ছুটলে নতুন কোন আলোক বর্তিকার সন্ধানে । নতুন কোন উল্লাসে মাতোয়ারা হতে । যারা শুধু সুদিনের অংশীদার হতে চায় তারা জানে না সুখ আর সচ্ছলতা আসলে এক জিনিস নয় । তাই আমি যখন সেচ্ছা মৃত্যুর পথ বেছে নেই জীবনকে উপভোগ করব বলে তখন তারা বড়ই অবাক চোখে আমাকে দেখে । আমি যখন বলি ভালোবাসা মানে তোমায় না পাওয়া কিম্বা তোমায় ভালোবেসে যাব চিরদিন কিন্তু কোনদিন আমি তোমার হবো না । তারা আমার এই ভালোবাসা কোনদিন বুঝতে পারেনা , একে তারা জর্জরিত করে বড়ো অশ্লীল, অবান্তর ও রুচিহীন প্রস্নবানে । তাদের এই দীনতা আমি মেনে নেই সহজাত বোধে, ওরা বড়ো অবুঝ, বড়ো চঞ্চলমতি, ওরা জানে না সত্যিকার ভালোবাসা আসে কষ্টের হাত ধরে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.