নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে হবে

রাজু আহমেদ তন্ময়

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট

রাজু আহমেদ তন্ময় › বিস্তারিত পোস্টঃ

সেই দিন শেষ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩

সেই মন প্রাণ খুলে গল্প করার দিন শেষ,
শুধু তাড়াহুড়ো করে যদি কিছু কথা বলে ফেলা যায়,
সময় যা ছিল হাতে সবটাই নিঃশেষ...।
পড়ে আছে শুধুই অজস্র অসময়,,,
তাই হলদে পাখিরা এই শহরে আর ফিরে আসে না,
শুধু বেড়ে চলে ডিজেলের ধোঁয়া রাস্তায়..
সেই ল্যাংটা ছেলের দল ফুটপাত ঘিরে আর হাসে না,
বেড়ে গ্যাছে রাতারাতি বয়স-অসময়...
তাই বৃষ্টি নামলে পরে মন আর জুড়িয়ে যায় না,
শুধু চ্যাপচ্যাপ কাঁদা, প্যাঁচপ্যাঁচে সংশয়
কারও মুখে আর কোন মিষ্টি হাসি মানায়া না,
তেতো হয়ে গ্যাছে সব হঠাৎ-অসময়...
তাই কোনদিন যদি একা একা জানালার পাশে
কোন খয়েরী বিকেল বেলায় কান্না পেয়ে যায়-
নিয়ে কথার ছলে শ্যাওলা গানটা আমার-
ফিরে আসবো তোমার কাছে হঠাৎ.....
আজ বৃষ্টি নামবে-বেড়ে গেছে তাড়াহুড়ো সকলের...
ভাসবে না নীল কাগজের নৌকো নালায়...
আজ তাড়াহুড়ো করে গিয়ে ঘরের দরজাটা বন্ধ.
মিশে যাবে শরীর আবার...
তাই স্যাঁতস্যাঁতে সকলের ঘোড়দৌড় চৌকাঠ,,,
রোদের রঙ শুধু বদলায় আকাশের গায়....
মনের ভেতর সব হয়ে গেছে অকারন ফ্যাকাশে
বিস্বাদে ভরা চোখ দেখে যায় অসময়...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার লিখেছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮

রাজু আহমেদ তন্ময় বলেছেন: ম্যালা ধইন্যবাদ,,,,, বড় ভাই

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতা। খুব ভাল লেগেছে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

রাজু আহমেদ তন্ময় বলেছেন: কৃতজ্ঞ -------

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

আহা রুবন বলেছেন: মনের ভেতর সব হয়ে গেছে অকারন ফ্যাকাশে
বিস্বাদে ভরা চোখ দেখে যায় অসময়...[/sb

তারপরও কবির মন রঙিন হয়ে ওঠে, কবিরাই বেঁচে থাকার প্রেরণা যোগায়। ভাল লেগেছে কবিতাটি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২

রাজু আহমেদ তন্ময় বলেছেন: তবেই ধন্য,,,,,,,,

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

নীলপরি বলেছেন: বাহ , বেশ ভালো ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩

রাজু আহমেদ তন্ময় বলেছেন: ধন্যযোগ,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.