| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজু আহমেদ তন্ময়
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট
কেউ চলে যাবে,হয়তো কেউ-
অনেক কাছে থেকেই ভুলে যাবে।
তবু ধরে রাখতে ইচ্ছে করে
ঝিনুক যেমন মুক্তা রাখে।
তবু পাশে থাকতে ইচ্ছে করে
বেহায়া তারা যেমন এখন ও আছে
চাঁদের পাশে।
রাশি, রাশি গল্প বলা রাত-হয়তো একদিন
ভোর হবে,
জানি আর কখনোই ফিরবে না
সেই রাতের-ই টানে।
কিছু যুক্তি ছিল তোমার
হয়তো আমার কিছু ভুল,
জানি শুধরানো যেত,তবুও-
আমার এই ছোট শহরে যারা ছিল
-সবাই আছে,
তুমি শুধু আজ যোজন,যোজন দূর।
এখনো পদ্যে খুঁজি,গদ্যে আঁকি,তোমায়
এখনো বিশ্বাস, অবিশ্বাসের খেলায়-
ভুল করে হলেও তোমাতে হারাই।
একলা ঘর,কিছু পুরনো স্মৃতি
এলোমেলো তোমার প্রিয় বই-
একলা জ্বলা মোমবাতি,
শুধু তুমি নেই আমার পাশে,
ধুলো জমা সেই গিটারে-
বিষাদী সূর বাজে।
এখনো আকাশে মেঘ জমে বৃষ্টি পড়ে
এখনো আমি ভিজি,
তোমার সেই সুখেরি টানে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
রাজু আহমেদ তন্ময় বলেছেন: ধন্যবাদ,,,,,,,,
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার