![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট
কেউ চলে যাবে,হয়তো কেউ-
অনেক কাছে থেকেই ভুলে যাবে।
তবু ধরে রাখতে ইচ্ছে করে
ঝিনুক যেমন মুক্তা রাখে।
তবু পাশে থাকতে ইচ্ছে করে
বেহায়া তারা যেমন এখন ও আছে
চাঁদের পাশে।
রাশি, রাশি গল্প বলা রাত-হয়তো একদিন
ভোর হবে,
জানি আর কখনোই ফিরবে না
সেই রাতের-ই টানে।
কিছু যুক্তি ছিল তোমার
হয়তো আমার কিছু ভুল,
জানি শুধরানো যেত,তবুও-
আমার এই ছোট শহরে যারা ছিল
-সবাই আছে,
তুমি শুধু আজ যোজন,যোজন দূর।
এখনো পদ্যে খুঁজি,গদ্যে আঁকি,তোমায়
এখনো বিশ্বাস, অবিশ্বাসের খেলায়-
ভুল করে হলেও তোমাতে হারাই।
একলা ঘর,কিছু পুরনো স্মৃতি
এলোমেলো তোমার প্রিয় বই-
একলা জ্বলা মোমবাতি,
শুধু তুমি নেই আমার পাশে,
ধুলো জমা সেই গিটারে-
বিষাদী সূর বাজে।
এখনো আকাশে মেঘ জমে বৃষ্টি পড়ে
এখনো আমি ভিজি,
তোমার সেই সুখেরি টানে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
রাজু আহমেদ তন্ময় বলেছেন: ধন্যবাদ,,,,,,,,
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার