নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে হবে

রাজু আহমেদ তন্ময়

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট

রাজু আহমেদ তন্ময় › বিস্তারিত পোস্টঃ

প্রিয় চাহিদা,,,,,,,,,,

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

প্রিয় চাহিদা,
তুমি এমন
মোটাতাজা হচ্ছো কেনো দিনকে দিন?
ভুঁড়ি বাড়ছে কেন তোমার?
কি সমস্যা হয় একটু ব্যায়াম
করলে!, ডায়েট কন্ট্রোল
করলে? জানোইতো স্লীম
ফিগার আমার ভীষণ পছন্দ।
তুমিতো জানোই যে, ডিম
আনতে আমার পিঁয়াজ ফুরায়,
আবার কখনো পিঁয়াজ
আনতে ডিম ফুঁটে বাচ্চা বের
হয়!
ওহ!,
তোমাকে বলতে ভুলে গিয়েছি যে,
দুদিন আগেও
ঘরে কয়েকটা কাঁচা মরিচ
ছিলো, কিন্তু সেদিন দেখলাম
আলুর অভাবে মরিচের
বিচিগুলো গাছ হয়ে গেছে! তাই
সেগুলো দিয়ে মরিচ ভর্তাই
বানিয়ে ফেলেছি!
তুমি ওদিন খুব
রেগে গিয়ে বললে,'লবন ভাতের
ঘর্ষণে জিহ্বায় ঘাঁ হয়ে গেছে,
একটু যদি পাতলা ডাল পেতাম
তবে জিহ্বাটাকে বুঝ
দেওয়া যেতো। কোথায়
পাওয়া যায়?' আমি কিছুই
বলিনি কারন আমার
কাছেযে কোনো জবাব ছিলনা!
এবার একটা গোপন
কথা বলি, ...সজীব ওয়াজেদ জয়
ভাইয়া আছেনা?, তার আম্মু
পলাউ
রান্না করেছিলো সেদিন,
আমি ফেসবুকে ছবি দেখেছিলাম।
ছবিতে স্বাদটা ঠিক
বুঝে উঠতে পারিনি! শেয়ার
বাজারে সব হারানো কাপুরুষ
সেই ফটকাবাজ লোকটার
আত্মহত্যার পর, তার ছোট
মেয়েটা নিস্চই আর পোলাও
খায়নি! পোলাও এর চালের
গন্ধ ক্যামন হয়ত ভুলে গেছে সে।
এটা ভেবে আর মন খারাপ
করিনি যানো?
যানো? সেদিন তেহারীর
দোকানে তেহারীর
প্লেটগুলো কেমন ঘৃণার
চোখে তাকাচ্ছিল তোমার
দিকে, ঠিকই কিন্তু খেয়াল
করেছি আমি। এমনকি তোমার
দৃষ্টি দেখেই ওরা সব
বুঝে ফেললো, তারপর বললো,
'শয়তান তুই শুধু দেখতেই
পারবি আমাকে,
কখনো খেতে পারবিনা।
'সামান্য তেহারীর
কাছে তুমি ভিলেন
হয়ে গেলে!??
ওই যে, ওদিনের
কথা মনে আছে তোমার?
বিকেল বেলা স্বাস্থ্য ঠিক
রাখার অজুহাতে বিশ/ত্রিশ
টাকার
রিক্সা ভাড়া অনায়াসে হেটেঁ পাড়ি দেওয়া সময়,
রাস্তার পাশের রেস্টুরেন্ট
থেকে নেংটা গ্রিলড
মুরগিরা তোমার দিকে কেমন
আবেদনময়ী ভাবে তাকিয়ে ছিলো!
নগ্ন গোল
মুরগি গুলোকে দেখে তোমার
ভিজে উঠা জিভ কেমন
শিহরীত হয়েছিল!
হা হা হা...সেদিন খুব
লজ্জা পেয়েছিলে না?
প্রিয় চাহিদা,
লজ্জা করোনা প্লীজ!,
গরিবের চাহিদার
যে লজ্জা থাকতে নেই!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.