![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট
তুমি আসনি বলে-আঁধারে আকাশ
কালো মেঘে ভরছে,
স্বপ্ন গড়তে স্বপ্নের গাঁয়ে
বাসা বাঁধে মরচে।
তুমি আসনি বলে বিধবা বেহুলা
দাঁড়িয়ে স্মৃতির পাঁড়ে,
ছেড়ে দিয়ে ভেলা-লক্ষ্মীন্দর আজ
একাই নদীর ধাঁরে।
তুমি আসনি বলে-ইচ্ছেরা সব
কষ্টের পাখা মেলে,
একলা ঘুরে মনের আকাশে
দৃষ্টি প্রদীপ জ্বেলে।
তুমি আসনি বলে বিরান সেপথ
নিকষ আঁধারে হাঁটা
অসার নিথর হোঁচটে দাঁড়ায়
দারুর বেগের পা- টা।
তুমি আসনি বলে-বাতাসে এখন
বিষাদ সুরের গান,
মনের মুকুলে মরুর ঝিনাই
কষ্টে ভাসায় প্রান।
তুমি আসনি বলে গোধূলি বেলায়
জোনাকিরা ফিরে যায়,
বালুর চরে প্রেমের তরী
বসত খুঁজে পায়।
তুমি আসনি বলে-মেঘ ডাকাডাকি
বৃষ্টির দেখা নাই,
মনের খেতে ফসল বদলে
দুঃখরে বুনে যাই।
তুমি আসনি বলে-আমার ভীতর
অন্য আমির বাস,
অন্য ভুবনে পুঁড়াই আশা
বাঁচার সর্বনাশ
©somewhere in net ltd.