![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট
একটা কথা ছিল,,
রুপকথার সেই সাতসমুদ্রের মতই,,
অবগুণ্ঠিতা রমনীর গুপ্তধন চুরির ইতিহাস,,
শুনছ কি সেই কথা,,,
শুধু একটা কথা।
সম্পর্কহীন কিছু আবেঘ ছিল সেদিন,,
তোমার চুলের সোদা ঘ্রানে মাতাল হয়ে যাওয়া,
ট্রেঞ্চ রুপ বুকের অতলে নাক গুজে নেওয়া শরীর স্বাদ,,
আমি পাগল হয়ে যাই,,,
অনাকাঙ্ক্ষিত পৌরুষ চেপে ধরে আমায়,
বলতে চাই শুধু একটা কথা,,
একটা কথা,,,।।।।
রুপসী-
পৌরাণিক গল্পের মত ইচ্ছে করে রাবণ হয়ে উঠি,
চিনতে চেয়েও বড্ড অচেনা মনে হয় তোমায়,
এ আমার বিষণ্ণ রাতের দুঃস্বপ্নের মত,
রুপপরী-এত বর্ণচোরা কেন তুমি?
রাগী রাগী চোখের চাহনি, তবুও কাছেই,,
একেবারে আমার ঘামের গন্ধের মত,,
বলতে ভয় হয়- একটা কথা,,।
মরুভুমির তৃষাতুর কাকের মত ডুব দিতে ইচ্ছে করে তোমার মাঝে,
তোমাতেই লিখি আমার মৃত্যু,,
শেষহোক এ মহাকাল,,,
তবু বলতে দাওনা নিগুড় সেই মনের কথা,,
একটা কথা।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
নেয়ামুল নাহিদ বলেছেন: কবিতার নাম অন্য কিছু হতে পারতো।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
রুপসী-
পৌরাণিক গল্পের মত ইচ্ছে করে রাবণ হয়ে উঠি,
সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
বিজন রয় বলেছেন: শিরোনামটি আজেবাজে হলেও কবিতাটি মোটেও আজেবাজে নয়।
++++