![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট
মিথ্যে গল্প নয়
মিথ্যে স্বপ্ন নয়
ইচ্ছের ফড়িংরা বলে দেয় কি সত্যি হয়
একরাশ সুবাতাস
একমুঠো দীর্ঘশ্বাস
একই বিকেলে ভিজে যায় নীল আকাশ
আনমনে রোদ ক্যানভাসে ছবি আঁকা
অন্ধ হলেও বেঁচে থাক ভালোথাকা
নিশ্বাস ভবঘুরে ইচ্ছের প্রান্তরে
যদিও খুঁজে ফিরে কোনো চেনা ঠিকানা,
চিন্তার বাতিঘরে স্বপ্নেরা কড়া নারে
রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা।
যদি সময়ের জানালা ধরে আজন্ম স্বপ্ন সাজিয়ে যাই,
কখনো কি আর তারাদের আসরে ইচ্ছের সীমানা খুঁজে বেড়াই।
জানিনা কত কাল জেগে থাকি
কিভাবে সময়কে বেঁধে রাখি…
নিশ্বাস ভবঘুরে ইচ্ছের প্রান্তরে
যদিও খুঁজে ফিরে কোনো চেনা ঠিকানা,
চিন্তার বাতিঘরে স্বপ্নেরা কড়া নারে
রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা।
©somewhere in net ltd.