![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট
আজ বসন্ত, ব্যস্ত এ শহর আজ ভরে গেছে বসন্তীরঙে, হলুদ সবুজ প্রজাপতিজোড়ায় কানায় কানায় পুর্ণ শহরের অলিগলি,
আমার জন্য দিনটা অন্য আর দশটা দিনই, তবুও আমি সমাজের বাইরে নই, হয়তো মনের কোন এক কোনে কেন জানি দিনটাকে একটু আলাদা লাগে, আজ বিশেষ কিছু করা হবেনা হয়তো, অফিস শেষে হয়তো বুড়িগঙ্গার তীরে নির্জন কোন এক কোনে গোধুলীলগ্নের আকাশ দেখে কাটিয়ে দেবো বিকেলটা, কিংবা সিমসন রোড ধরে হেটে যাবো অনেকদুর,
এই আকাশই যেন আমার সব, আমার বিশ্বাস, ভরসা অথবা ভালোবাসা।
আমার মন খারাফের, আনন্দের কিবা হাসির সঙ্গী এই মিথ্যে বস্তুটা,
আজও ফাগুনের এই দিনে দুজনে মিলে একাকার হয়ে যাবো, হয়ে যাবো মুক্ত আকাশ, মন খারাফের পাহাড় টা দুজনে ভাগাভাগি করে নেবো আমরা,
ওই বিশাল অজানা মানচিত্রেই যে আমার ফাগুনীর বসবাস।
ফাল্গুনী শুভেচ্ছা জানাতেই যে হবে তাকে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
বর্ষন হোমস বলেছেন:
বসন্তের শুভেচ্ছা রইলো।