![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট
আমার জানামতে আমি খুব সোজা সরল একটা মানুষ,, হই হট্টগোল, আভিজাত্য, আধুনিকতা, কিংবা বিলাসিতা আমার একেবারেই পছন্দ নয়, চুপচাপ থাকতে ভালোবাসি,, এতটাই ভালোবাসি যে অফিসে ক্লায়েন্টদের সাথেও কথা বলতে বিরক্ত লাগে, আর আধুনিকতা আধুনিকতা অপছন্দ করি বলে নিজের পরিবার থেকে দুরে এসে ঢাকায় ছোট একটা জব+পড়াশুনা করছি, শুনতে খটকা লাগতে পারে, কিন্তু এটাই সত্যি।
আমি সবসময় অন্য আর দশটা ছেলের থেকে নিজেকে আলাদা ভাবি. এটা আমার অহংকার নয়- আত্মবিশ্বাস।
আমার কল্পনায় ডুবে থাকা বেশ পছন্দ, জীবনে যেটা কখোনোই সম্ভবনয় সেটা নিয়েও স্বপ্ন দেখি, আমার প্রায়ই রাত জাগা হয় ভবিষ্যৎ অর্ধাঙিনীকে নিয়ে বৃষ্টিতে হাতে হাত রেখে একসাথে হাটার, যেটা কখোনোই সম্ভব নয়। কারন আমাকে হাটতে হয় ক্রাচে ভর দিয়ে, সৃষ্টিকর্তার কোন এক আক্রোশের শিকার আমি, তবু স্বপ্ন দেখতে দোষ কি? স্বপ্ন দেখার অধিকার অন্ধেরও থাকে।
জীবনে কি হবো জানিনা তবে রোজ রোজ ঢাকা শহরে চলতে গিয়ে আমার মত অনেককেই দেখি, যাদের জীবনযাপন মানবেতর বললেও কম হয়ে যায়, দেশের রাজনীতিবিদরা এদের নিয়ে ভোটের ব্যবসা করে যায় যুগের পর যুগ, কিন্তু কুসংস্কারের শিকার এই লোকগুলোর কিছুই পরিবর্তন হয়না, হাত পেতে পেতেই এদের পেট চলে। আর মানবাধিকার সংগঠন! শুনলেই হাসি পায়,
ওদের এই মাসে দেশে কয়টা বাচ্চা হলো, অমুক বছর কয়টা বেড়ালের বাচ্চা মানবাধিকার থেকে বঞ্ছিত হলো- তা নিয়ে রিপোর্ট প্রকাশ করাই কাজ। আর কিছু না।
আমি এই মানুষ গুলোর জন্যই কাজ করতে চাই, দশজন প্রতিবন্ধী মানুষের জন্য কিছু করতে পারলেও নিজের ইচ্ছেটার মুল্য দিয়েছি বলে মনে হবে, এর বেশি কোন স্বপ্ন নেই আমার।
১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২০
রাজু আহমেদ তন্ময় বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১২
হাবিব শুভ বলেছেন: শুভ কামনা
১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২১
রাজু আহমেদ তন্ময় বলেছেন: ধন্যবাদ
৩| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৫
মো: খায়রুল ইসলাম বলেছেন: শুভ কামন। আমার সাথে পুরা মিল আপনার ভাই।
১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২২
রাজু আহমেদ তন্ময় বলেছেন: আসেন গলা মিলাই
৪| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৫
অতঃপর হৃদয় বলেছেন: এগিয়ে যান।
১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২২
রাজু আহমেদ তন্ময় বলেছেন: দোয়া কইরেন ভাই
৫| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪
ওমেরা বলেছেন: ভাল । তবে আপনি একটা অসামাজিক ।
১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯
রাজু আহমেদ তন্ময় বলেছেন: কেন ভাই??
৬| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দশজন প্রতিবন্ধী মানুষের জন্য কিছু করতে পারলেও নিজের ইচ্ছেটার মুল্য দিয়েছি বলে মনে হবে,
ভালো ইচ্ছা। আল্লাহ আপনার সহায় হোন।
১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৬
রাজু আহমেদ তন্ময় বলেছেন: শুভ কামনা জানবেন
৭| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১:২৫
আখেনাটেন বলেছেন: শুভকামনা। তবে বলে কয়ে তো এগুলো হয় না। কাজে নেমে পড়তে হবে। আপনি নিজেই বলছেন আপনি অাত্নকেন্দ্রিক, নিজের মধ্যে থাকতে ভালবাসেন। কিন্তু যে কাজের কথা বলছেন সে কাজ করতে হলে আপনাকে আপনার খোলস ছেড়ে বের হয়ে অাসতে হবে। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৩
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: শুভকামনা থাকলো ভাই