নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে হবে

রাজু আহমেদ তন্ময়

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট

রাজু আহমেদ তন্ময় › বিস্তারিত পোস্টঃ

একা এবং একা ...।

১৩ ই মে, ২০১৭ সকাল ১১:৩৬

ভুলে গেছি সেদিনকার কথা,
প্রথম দেখা কবে।
আজকাল খুব ব্যস্ত আমি,
অফিসের রুটিন শেষে ক্লান্ত হই - ফিরে এসেই বিশ্রামের তোড়জোড়।
ঘুমঘোরে আবছা অতীতে ফিরে যাই অনিচ্ছায়।
সিনেমার মত শুনি তোর কলকলে হাসিটা,
একটু পরপর
যেন আমি আলঝেইমার রোগী।
চুম্বনের স্বাদ কি আমি ভুলে গেছি?
নিজেকেই প্রশ্ন করি।
অবচেতন মন তাতে সায় দেয় "হ্যা"।
তোর সাথে অনেকদূর গিয়েছিলাম।
একটা সংসার ছিল আমাদের
ছিল ভালোবাসা,
বিশ্বাস
দুষ্টুমি।
দীর্ঘশ্বাসের সংখ্যা বাড়তেই থাকে, রাত বাড়ে,
আমি জেগে উঠে অন্ধকারে বসে থাকি।
মাঝেমধ্যে নিঃশব্দে কাঁদি।
তোর চেহারাটা অস্পষ্ট দেখি
অনেকদিন তো হলো, তাই হয়তো।
নিজেকে নিজেই বলি- কাল অফিস যেতে হবে।
সোনালী বিকেলে চেনা রাস্তায় হাটতে হাটতে আনমনা হয়ে যাই,
এ যেন আমার স্বভাব হয়ে গেছে,
নিজেকে খুব একা লাগে,
সোডিয়াম লাইটগুলোর মত একা,
চাদ দেখিনা অনেকদিন।
যান্ত্রিক শহরে আগের মত চাদের হিসেব রাখিনা।
রাখা হয়না।
আমি খুব ব্যস্ত তো,,,,,,,,,,,,,,,!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৬

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন, অভিনন্দন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.