নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে হবে

রাজু আহমেদ তন্ময়

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট

রাজু আহমেদ তন্ময় › বিস্তারিত পোস্টঃ

কবিতা-টবিতা

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২

রোজকার মত আজও অফিসে অফিসে চাকরী চেয়ে না পাওয়ার ব্যর্থতা গায়ে মেখে বাড়ী ফিরছিলাম।
হাতে ছিল একটা পেন, আর ফাইলভর্তি বায়োডাটা।
এগারতলা অফিসটা থেকে নামতে নামতে হটাৎই আকাশটার দিকে তাকালাম, জানো বাবা?
একেবারে হটাৎই,
না, কবিতা-টবিতা কিছু বলোনা।
সবটা ওলট-পালট হয়ে গেল,
অদ্ভুত।
আমাকে তোমরা দোষ দিলে দিতে পারো, কিন্তু বিকেলের রোদটার ও দোষ কম ছিলনা,
এই বিকেলের রোদেইতো ও হাটতে আসতো সবসময়, তাইনা?
প্রথম ওকে এই রোদেইতো ভালোবাসি বলেছিলাম,
লজ্জা পাওয়ার হাতেখড়ি এই বিকেলেই তো,
এই বিকেলের রোদেইতো প্রথম লুকিয়ে সিগারেট খেয়েছিলাম।
আমি কে? আমি কেমন? আমি কি? - সেটা জানে এই বিকেল বেলাটা।
এই অফিস
এই সিড়ি
কেউ জানেনা,
আমি এই অফিসে কি করছি আমি নিজেও জানিনা।
আজকাল রোদ দেখলে বড় ভয় পাই, বাবা।
মুখ লুকিয়ে অন্ধঘরে বসে থাকি।
এই বায়োডাটা কিংবা এই শহরে আমি কোথাও নেই বাবা।
আমি আছি এই বিকেলবেলায়,
আমি আছি পাড়ার স্কুল মাঠে,
মায়ের সাজানো রান্নাঘরে।
বোনের মেকআপ বক্সে,
চাচীদের আদরে।
আমি আছি মসজিদের পাশের ছোট্ট কবরস্থান টায়,
টিউবওয়েলের জলপাম্প ডাঁটিতে।

আচ্ছা বাবা,,,,

নিজের জীবনের স্বপ্ন ভুলে যাওয়ার চেয়ে বড় ব্যর্থতা কিছু আছে.....................?

____________________বেডরুম ( কলকাতা)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৮

ধুতরার ফুল বলেছেন: নিজের জীবনের স্বপ্ন ভুলে যাওয়ার চেয়ে বড় ব্যর্থতা কিছু আছে.....................? জানি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.