![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট
শুনলাম ৭ ই মার্চ নাকি বাংলাদেশ আওয়ামীলীগ স্বরনকালের সবচেয়ে বড় জনসভা করবে, করুকগে আমাদের মত আমজনতার তাতে কি আসে যায়, আমাদের আনন্দ বাংলাদেশের ক্রিকেট টিমের জয়ে, আমাদের আনন্দ মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়ে, আমাদের আনন্দ পাগলীর পিতৃপরিচয়হীন মেয়েটার নুতন ঠিকানা খুজে পাওয়ায়, কিন্তু ফুটবলে বিনোদন না দিতে পারা এই দেশে এই রাজনৈতিক খেলার মধ্যেও আমরা কিছু বিনোদন খুজে পাই, যে বিনোদন দেয় আমাদের রাজনীতিবিদরাই,
গত জানুয়ারিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কর্মদিবসে রাস্তা বন্ধ করে কোনো শোভাযাত্রা বা র্যালির অনুমতির দেওয়া হবে না। এমনকি আওয়ামী লীগও ছুটির দিনে তাঁদের অনুষ্ঠান কর্মসূচি ফেলবে, কিন্তু তারা ৭ ই মার্চে জনসভা করবে এবং সেটা নাকি স্বরনকালের সর্ববৃহৎ! বলি কি মাননীয় মন্ত্রী- ৭ ই মার্চ কি সরকারী বন্ধ থাকবে ? ( থাকলে আমাদের মত ঢাকিয়ানদের জন্য ভালোই হয়, যদি পারেন দুপুরে বিরিয়ানির ব্যবস্থাটা করে দিয়েন প্লিজ), আর যদি বন্ধ না থাকে তা হলে ঢাকা শহরের এই নীরিহ প্রাণিদের জন্য হলেও গনপরিবহন চালু রাখার ও রাস্তায় জনসমাবেশ বন্ধ রাখার ব্যবস্থা করুন।১৫ থেকে ২০ হাজার পরিবহন শ্রমিকদের “স্বেচ্ছায়“ সমাবেশে যাওয়া বন্ধ করুন, কিছুদিন আগেইতো বিএনপিকে নসিহৎ করলেন ঘরে কিংবা অফিসে বসে আন্দোলন করার জন্য, রাস্তায় কালো পতাকা মিছিলের কারনে নাকি ব্যপক ভোগান্তি হয়, বিএনপির জন্য যারা আন্দোলন সমাবেশ করে তারাতো ভিনগ্রহ থেকে আগত! আর হ্যাঁ, আরেকটা কথা, এ যুগে কেউ এসব “বিশাল সমাবেশ“ দেখে মুগ্ধ হয়না মন্ত্রী সাহেব বরং জনভোগান্তি সৃষ্টি করে নিজেদেরই ক্ষতি করবেন। আর কৌতুহলি মন জানতে চায়, পুলিশের আইজিপি সাহেব কি কি শর্তে সমাবেশের অনুমতি দিলেন?
২| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৪
নয়ন বিন বাহার বলেছেন: আপনি যে সবে আনন্দ পান সে গুলো হয়েছে এই দিনটি এই জাতির জীবনে এসেছিল বলে। মিস ম্যানেজম্যান্ট এর সমালোচনা করতে পারেন। ৭ই মার্চ এর কনসেপ্ট নিয়ে নয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৩
হংস বলাকা বলেছেন: এসব বোলে কোন লাভ নেই ভাই