নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতে হবে

রাজু আহমেদ তন্ময়

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট

রাজু আহমেদ তন্ময় › বিস্তারিত পোস্টঃ

শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

বাংলা নবর্বষ আমাদের বাঙ্গালী সংস্কৃতি।
মুসলিম আর বাঙ্গালী সত্তা একটা অন্যটার সাংঘরষিক না ।আপনার মুসলিম সত্বা যদি মেলা,আর মঙ্গল শোভা যাত্রা আঘাত পায় তবে ঐ নির্দিষ্ট অনুষ্ঠান বর্জন করুন। কিন্ত একজন বাঙ্গালী হিসেবে আপনি খোদ নববর্ষ বর্জন করতে পারেন না । এটা ধর্ম অন্ধত্ব,এবং অপরাধ।
সৌদিআরব এ হিজিরী,ইরানে নওরোজ সহ সারা মুসলিম বিশ্ব নিজেদের বর্ষ বরন করে। কিন্ত আপনি বাংলাদেশে থেকে বাংলা নববর্ষে বিপক্ষে বলতে পারেন না ।
সবাই কে বাংলা নতুন বছরের শুভেচ্ছা..
শুভ নবর্বষ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: নববর্ষের নবরূপেরর মত রাঙিনো হোক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামির দিনগুলো।
নববর্ষের শুভেচ্ছা।

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন:
প্রিয়.....,

চল হালখাতা করি
তোমার আর আমার
ভালোবাসার হালখাতা,
ভালোবাসা দিয়ে করি পূর্ণ
জীবনের বাকি খাতা।
প্রিয়, চল হালখাতা করি,
ভালোবাসার হালখাতা।

শুভ নববর্ষ .......।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।

................শুভ নববর্ষ।
.......ব্লগে স্বাগতম।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: সাবাস সময়ের সাহসী সন্তান ।



শুভ বাংলা নববর্ষ

৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

নাঈমুর রহমান আকাশ বলেছেন: আমাদের এই দোয়া করতে হবে যে, (হে) আল্লাহ তা’লা! আমাদের আগত বছর যেন বিগত বছরের ন্যায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে দুর্বল না হয়; বরং আমাদের প্রতিটি পদক্ষেপ, পদচারণা যেন খোদার সন্তুষ্টির লক্ষ্যে হয়; আমাদের প্রতিটি দিন যেন রসূল (সা.)-এর আদর্শে অতিবাহিত দিন হয়;

শুভ নববর্ষ ১৪২৫

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.