নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠকের মুগ্ধতাই আমার লেখার প্রেরণা, সত্য প্রচার আমার লেখার উদ্দেশ্য আর মিথ্যাকে বিনাশ করে দিকেদিগন্তে সত্যের আলোকচ্ছটার বিচ্ছুরণই আমার লেখার চূড়ান্ত লক্ষ্য।

বিদ্রহীসূত

রাকীব আল হাসান, সহকারী সাহিত্য সম্পাদক, দৈনিক বজ্রশক্তি।

বিদ্রহীসূত › বিস্তারিত পোস্টঃ

আমি রাজনীতি বুঝি না, আমজনতা!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলই পরছিদ্রান্বেষী, নিজেদের হাজারো ভুল চোখে পড়েনা, কিন্তু অন্যের ভুল ধরায় মহা ব্যস্ত।

এক দল অপর দলের কোনো ভাল কাজের জন্য তার প্রশংসা করবে বা নিজেদের ভুলের কথা অকপটে স্বীকার করবে এটা যেন একেবারেই অসম্ভব ব্যাপার।

মাঝে মধ্যে খুব জঘন্য ভাষায় গালাগালি করতে ইচ্ছে করে কিন্তু পারিনা। ভাবি লাভ কী???



জামায়াতে রাজাকার (ছাগু), আ্লওয়ামী শন্ত্রাসীলীগ (হাগু), বাংলাদেশ নাতাড় পার্টি (পাগু), চাচা মিঞার জাতীয় খেজুর পাতার পাটি (রাম ছাগু) .........সবই একই গোয়ালের গরু। আম জনতা অর্থাৎ আমরা যে কী সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। ন্যাড়া নাকি একবারই বেল তলা যায়, আমরা যায় বারবার।

আমরা আমজনতা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা আমজনতা সাধে কি আর যাই!!!????


ধরে বেঁধে পাঠায়!!

ঐ যে কথায় আচে না এমনে কিল দিলে কয়টা?
একটাও না।
বাইন্ধা লইলে....
আবার জিগায়! যত খুশি...


আমরা বান্ধা পড়েছি! নিজেদের দোষেই। তাই কিলগুতাই সার B:-) :(( :( X( X((

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ। ভাল মন্তব্য।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.