![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাকীব আল হাসান, সহকারী সাহিত্য সম্পাদক, দৈনিক বজ্রশক্তি।
রাকীব আল হাসান
...............................
নারী মানেই সুন্দরী সে
রূপ যে তাহার উপচে আসে
তাই তো খোদা দিলেন বিধান
হেজাব করার জন্য
হেজাব ছেড়ে কেন তুমি
হোলে এমন বন্য?
পোশাক ছেড়ে পশুর মতো
কেন তুমি নগ্ন এতো?
ভাবছ পুরুষ অকাতরে
ডুববে তোমার রূপ সাগরে
ঢালবে টাকা গুনবে তুমি
নগ্ন হবার জন্য?
তবে যে বোন হোলে তুমি
বাজারেরই পন্য।
একি তুমি ভুত সেজেছ
হাত চোখ মুখ ঢেকে
এমন হেজাব কে সেখালো
পেলে কোথা থেকে?
কোরান বলে থাকবে খোলা
প্রকাশমান অঙ্গগুলা
টেনে নেবে লম্বা চাদর
মাথা থেকে বুকের উপর
মুখটি তোমার খোলা রবে
যেন চেনা যায়
এটাই হোল খোদার বিধান
লজ্জা এতে নাই।
৩০ শে মে, ২০১৪ রাত ১:১৯
বিদ্রহীসূত বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:৩২
পংবাড়ী বলেছেন:
আপনি 'হিজাব' পরে চলুন: যাতে আপনাকে দেখে কোন মেয়ের জিং জিং 'খেলার' ইচ্ছে না হয়।
৩| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:৩৪
পংবাড়ী বলেছেন:
"আমি রাকীব আল হাসান, যামানার এমামের অনুসারী, হেযবুত তওহীদের সদস্য। দৈনিক দেশেরপত্র ও দৈনিক নিউজ এর কলাম রাইটার। "
-আমরা আপনাকে আপনার দেশ আফগানিস্তানে রেখে আসব। দৈনিক বালচালে বালচাল কম লেখেন!
৩০ শে মে, ২০১৪ রাত ১:৩০
বিদ্রহীসূত বলেছেন: আপনি দেখছি আস্ত ছাগল
ম্যা ম্যা করা সভাব
খদ্য পেলেই বন্ধ হবেন
কিন্তু ঘাসের অভাব
খাবেন নাকি পঁচা বাসি
বলেন যদি দিয়া আসি
যখন আপনি ম্যা ম্যা করেন
দেখে আমি বেজায় হাসি।
হা হা হা...........।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৪ রাত ১২:২৮
দৃঢ়তা০০৭ বলেছেন: absolutely right