![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
রাফিদ চৌধুরী বলেছেন: আপনার ঈমানের জোর মনে হয় খুব বেশী?
যত্তোসব আওয়ামী চামচা!!!!!!!!!!!
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
প্রল্ল্যেখ বলেছেন: এই লোকটা সম্বন্ধে কথা বলার আগে ইতিহাসের উপরে ভালো করে পড়াশোনা করে আসা দরকার। উনার নিজস্ব কারন আছে কেন তিনি এইভাবে চলছেন, উনার যুক্তি গুলো শুনুন, বোঝার চেষ্টা করুন।
বেয়াদবের মত উনাকে অপমান করার চেষ্টা করবেন না, করলে এই দেশে আপনার থাকা মানায় না, দেশ ছেড়ে অন্য কোথাও চলে যান। ( যারা উনার সাথে বেয়াদবি করছেন তাদের উদ্দেশ্যে বলছি)
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
রাফিদ চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
ফাহীম দেওয়ান বলেছেন: "একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তি যোদ্ধা থাকেনা, কিন্তু একজন রাজাকার আজীবন ই রাজাকার।" বিখ্যাত এই উক্তিটি কে করেছিলেন আমার ঠিক মনে পড়ছেনা, কিন্তু এই কথাটার তাৎপর্য অনেকেই বোঝেনা।
আচ্ছা বলুনতো এই কাদেরীয়া বাহিনীর বুকে রাজাকারের বিরুদ্ধে এতো ক্ষোভ কিভাবে আজ পানি হয়ে গেলো ? কিভাবে তিনি এই রাজাকারদের টিভি চ্যানেল "দিগন্ত" তে উপস্থাপকের ভুমিকায় থেকে যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গান। এই রাজাকার গুলা নাকি ছিচকে চুনো পুটী, এরা নাকি প্রান ভয়ে, জীবিকার তাগিদে পাক হানাদারদের সহযোগীতা করেছিলো ?
এবার দেখবো আপনার ছিঃ ছিঃ টা কোথায় পড়ে !!!
চামচারা সব সময় অন্যকে নিজেদের মতোই মনে করে।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
ফাহীম দেওয়ান বলেছেন: বেইমানদের মুখ থেকে কথা না বের হওয়াই ভালো।