![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেঙ্গে যাওয়ার আগে ভবনটি।
ভেঙ্গে যাওয়ার পরে ভবনটির অবস্থা ।
উৎসুক জনতার ভিড়ে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে সাভারে ধসে পড়া ভবনে আটকে পড়া মানুষগুলোর।
বুধবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামের ওই ৮তলা ভবনটি ধসে পড়ে।
ধসে পড়া ভবনে আটকে রয়েছেন পোশাকশ্রমিক, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ।
ভবনটিতে উদ্ধার কাজ করছে সেনাবাহিনীর ৪টি ইউনিট, বিজিবি, ফায়ার সার্ভিস এবং সাধারণ মানুষ। চিকিৎসাসহ নানা কাজে সহযোগিতা করছে সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০টি ইউনিট।
কিন্তু ভবনের আশপাশে অসংখ্য মানুষ ভিড় করে থাকায় উদ্ধার কাজ এবং উদ্ধার করে আহতদের হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে হিমিশিম খেতে হচ্ছে উদ্ধারকারী বাহিনীর। সেনাবাহিনী, রেডক্রিসেন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিম ভবনের পাশেই ক্যাম্প করেছে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য।
সেখানে তারা মূলত প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।
যেসব আহতের অবস্থা গুরুতর তাদের পাঠানো হচ্ছে সাভারের কাছাকাছি হাসপাতালগুলোতে। তবে স্থানীয় হাসপাতালগুলোও হিমশিম খাচ্ছে রোগির ভিড় সামাল দিতে।
তবে সাধারণ মানুষের ভিড় কমলে উদ্ধার কাজ আরও দ্রুত গতিতে হতে পারে। বলে মন্তব্য করেছেন উদ্ধারকারীর টিমের সদস্যরা।
©somewhere in net ltd.