![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে আসিফ নজরুল ও শীলা আহমেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিফেসবুকে আসিফ নজরুল ও শীলা আহমেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি
আসিফ নজরুল আবারও বিয়ে করলেন। এবার কনে হুমায়ূন আহমেদতনয়া শীলা আহমেদ। মাস দুয়েক আগে আসিফ নজরুলের সঙ্গে শীলা আহমেদের বিয়ে হয়েছে বলে আসিফ নজরুলের একটি ঘনিষ্ঠ সূত্র প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। আসিফ নজরুল ও শীলা আহমেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের কভার ছবি হিসেবে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করা হয়েছে।
ফেসবুকে আসিফ নজরুল ও শীলা আহমেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিফেসবুকে আসিফ নজরুল ও শীলা আহমেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিওই সূত্র আরও জানায়, ১০-১২ বছর আগে আসিফ-শীলার বিয়ের জোরালো গুঞ্জন উঠেছিল। তবে সে সময় তাঁদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। গত দুই মাস আগে তা বিয়েতে রূপলাভ করেছে।
দুই মাস আগে তাঁদের বিয়ের কাজটি সম্পন্ন হলেও এত দিন বিষয়টি অনেকটা অজানাই ছিল। আসিফ-শীলা দুজনের ফেসবুক অ্যাকাউন্টে একান্ত মুহূর্তের ছবি প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।
আসিফ নজরুলের সঙ্গে এর আগে অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর বিয়ে হয়েছিল। সেই সংসারে ছয় বছরের একটি সন্তানও রয়েছে। অন্যদিকে শীলা আহমেদও এর আগে একবার বিয়ে করেছিলেন। ওই সংসারে চার বছর ও দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
Click This Link
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
পাঠক মোস্তাফিজ বলেছেন: এখানেও রাজনীতি ?????????????
আপনার মন্তব্য তো ছাগু মার্কা
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
তাসজিদ বলেছেন: মানুষের রুচিবোধ এত খারাপ কি করে হয় তা আমার মাথায় ধরে না। বাবার বয়সী একজন যে কিনা মহা বিতর্কিত তাকে কি করে চলার পথের সঙ্গী করতে পারে?
পিতায় ৫০ পারসেন্ট স্কেন্ডাল করেছিল। বাকিটা তাহার সুযোগ্য কন্যা কমপ্লিট করল।
সাবাস।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬
পাঠক মোস্তাফিজ বলেছেন: তার মৃত বাবাকে এর মধ্যে আনা নিষ্প্রয়োজন
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২
গেন্না বয় বলেছেন: দূষ্ট বালক আওয়ামী ছাগুদের কারবার ???
ছাগু ওরফে হাগু ব্লগে সময় নষ্ট না করে মাঠে গিয়ে কিছু সবুজ ঘাস খেয়ে আস।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
ক্ষমতাসীন দল বলেছেন: অন্যের বিয়ের সংবাদে আমি রোমাঞ্চিত হই ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬
পাঠক মোস্তাফিজ বলেছেন: এখনো বিয়ে করেননি ? বিয়ের আগে সবাই রোমাঞ্চিত হয় :-)
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫
HHH বলেছেন: বিয়ে করলে দোষের কি? দুজন দুজনকে পছন্দ করলে অন্যদের তাতে কিছু না বলাই ভাল।
ভালভাবে জীবন কাটুক।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
পাঠক মোস্তাফিজ বলেছেন: তারা তাদের সন্তানদের সাথে সবচেয়ে বড় প্রতারনা করল ।
আশা করি তারা আগামিতে এমন ভুল আর করবে না।
তাদের নতুন জীবন এবং আগের পক্ষ সবায় সুখে থাকুক সেই কামনা করি ............
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২
েফরারী এই মনটা আমার বলেছেন: এতদিন পরকীয়া ৈকরা লুইচচমী করছে।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
েফরারী এই মনটা আমার বলেছেন: আসিফ নজরুল ও শীলা আহমেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিওই সূত্র আরও জানায়, ১০-১২ বছর আগে আসিফ-শীলার বিয়ের জোরালো গুঞ্জন উঠেছিল। তবে সে সময় তাঁদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। গত দুই মাস আগে তা বিয়েতে রূপলাভ করেছে।
১০-১২ বছর পরকীয়া ৈকরা লুইচচমী করছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১
পাঠক মোস্তাফিজ বলেছেন: ১০-১২ বছর আগে বিয়ে করলে অন্তত তাদের সন্তান ও সাবেক স্বামী- স্ত্রী কে ভুগতে হত না
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪
প্রফেসর সাহেব বলেছেন: biye korce karap ki korce.?
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২
পাঠক মোস্তাফিজ বলেছেন: তাদের দুজনের জন্য আনন্দের । কিন্তু তাদের ৩ টি মাসুম বাচ্চা এ কষ্ট কি সারা জীবনে ভুলতে পারবে ? তাদের আগের পক্ষের স্বামী , স্ত্রী বা কি অন্নায় করেছিল ?
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
দূষ্ট বালক বলেছেন: এ সব আর কিছু না, আওয়ামী ছাগুদের কারবার। তিনি ছাগু আওয়ামীদের প্রকাশ্য সমালোচনা করেন দেখেই ব্যক্তি আক্রমনে শীকার।