![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Hafizur Rahman Rick
পৃথিবীতে দুই দল মানুষ আছে। যাদের একদল রাতের বেলায় সুখনিদ্রা যায়। আর অন্যদল আমার মত নীরবে রাতকে ভালবেসে যায়। রাত্রি শব্দটার মাঝে জাগতিক সমগ্র পবিত্রতা খুঁজে বেড়ায়। আসলে পবিত্রতা না ; কিছু স্মৃতি, কিছু সুখ, কিছু মায়াভরা মুখ, একটু খানি হাসি অথবা কৃত্তিম ভালোবাসার সন্ধান করে। মানুষগুলো দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছে আর সেই ফলস্রুতিতে দ্বিতীয় দলটি ভারী হচ্ছে। কখনো জানালা, কখনো খোলা ছাদ আবার কখনো উন্মুক্ত রাস্তার পাশের প্রশস্ত ফুটপাথ। এরা অন্ধকার আকাশ দেখে, কালো বৃষ্টির ফোঁটা দেখে, দেয়াল জুড়ে স্বপ্ন আঁকে। এদের কেউ কেউ আবার গান শুনে, কখনো কখনো একই গান বার বার শুনে, গান শেষ হয়ে যে আবার রিপিড হচ্ছে সেটা আর খেয়াল থাকে না। আমি কিন্তু গানের ব্যাপারে একটু ভিন্ন। যখন আমার মন খুব বেশী খারাপ থাকে তখন ইচ্ছে হলে গান শুনি। এখন গান শুনছি, কারন? কারন আজ আমার মন খারাপ। ভয়ানক মন খারাপ। আজ আমি তোমাদের সেই মন খারাপের গল্প শোনাব। সময় হবে কি তোমাদের? শত ব্যাস্ততার মাঝে আমাকে নাহয় একটু সময় দাও তোমরা। শুনেছি তোমরা নাকি আজকাল শুধুই মৃত্যু, মুখোশ, তান্ডবের গল্প শুন, আজ নাহয় এই শহরে মৃত্যু ঘটে যাওয়া একটি ভালবাসার গল্প শুন।
হ্যাঁ গল্পের নায়ক আমি। আমিও একদিন সেই সুখনিদ্রা যাপনকারীদের দলে ছিলাম। আমার কোন পিছুটান ছিল না, বাঁধা ছিল না, কোন উচ্চাকাংখা ছিলনা। বেশ ভালই সময় যাচ্ছিল আমার। নদী, নৌকা, মাঝি এবং বন, লতা আর পাখি সবই ছিল আমার। আমি ছিলাম আমার। একসময় আমার সুখনিদ্রায় ব্যাঘাত ঘটাতে আসে এক রূপকন্যা। আমার চোখে নরম ঠোঁট ছুঁইয়ে নিদ্রা ভাঙ্গায় আমার। সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি জানি না সুখনিদ্রা কি।
ইলাবতী তার নাম। আমি ছোট করে ইলা বলেই ডাকতাম। এতে করে সে বরং খুশি ছিল। আমি হাসলে অপলক তাকিয়ে থাকতো। আমি কথা বললে মিষ্টি করে হেসে শুধু ঘাড় নাড়াত। একজন নাড়ীর সৌন্দর্যের যা থাকে ইলাবতীর তার চেয়ে একটু বেশী ছিল। দেবী দুর্গার মত ভরাট অক্ষিযুগল আর আরব্য রূপকথায় রাজকন্যার মত দেহের গড়ন। গোলাপি ঠোঁটের দিকে তাকালে মনে হতো সদ্য জন্ম নেয়া শিশুর ন্যায় পঙ্কিলতা মুক্ত ওষ্ঠ যুগল। কখনো কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে করত, পাশাপাশি ওর সেই পবিত্রতা নষ্ট হতে পারে ভেবে অপরাধবোধ জেগে উঠত। নাহ ! সেই ওষ্ঠে আর ওষ্ঠমিলন হয়নি। মাঝে মাঝে খুব কাছে যাওয়া হত তারপর? তারপর আবার দুজনই সংযত আর একরাশ চাঁপা হাসি।
ইলার ভালবাসার কাছে আমার ভালবাসা ছিল অতীব নগণ্য। হাল জমানার আধুনিক একটা মেয়ে সারারাত বসে মালা গেঁথে সকালে প্রেমিকের হাতে দেবে সেটা কি তোমরা বিশ্বাস করো? আমি মিথ্যা বলছি না। আরো শুনবে? ইলা আমার হাত টেনে নিয়ে ওর দুহাতে ঘষে দিত আর বলতো," তুমি একদিন আমার হবে, এই হাত দিয়ে তখন আমায় কি আদর করে দেবেনা গো ?" ওর পাগলামীতে আমি মুচকি হেসে ভাবতাম, "আমার মত আটপৌরে একটা অকর্মার কাছে তুই এতকিছু আশা করিস কেনরে পাগলী। আমি যদি না পারি , আর আমার সাধ্যই কতখানি? "
আমার আফসোস ছিল আমি কেন ইলার মত করে ভালবাসতে পারি না? একদিন রিকশার সাথে ধাক্কা লেগে আমার হাতটা কেটে গেলো। সে কি কান্না পাগলীর। আমি ওকে শুধু বলতাম, এত ভালোবাসো কেন মেয়ে? একদিন কিন্তু এর জন্য কাঁদতে কবে তোমাকে। মুখটা ভার করে রাখত। ও জানতো আমি ওর রাগ ভাঙ্গাবো না। তাই নিজে থেকেই বলতো, " তুমি এমন কেন গো? অন্য ছেলেদের দেখি প্রেমিকাকে কত আদর করে, আর তুমি আমার দিকে ঠিকভাবে তাকাওই না। আমি কি এত খারাপ গো? " ইলার গাল টিপে দিয়ে বলতাম, "ওরে পাগলী আমার, খারাপ তুমি না, আসলে আমিই খারাপ। তোমার কাছ থেকে স্বার্থপরের মত ভালবাসা নিয়েই যাই, তোমাকে আর দেইনা।" ওর মুখে সুন্দর একটা হাসির রেখা ফুটে উঠত। পাগলী আমাকে বলতো, " আমাদের বিয়ের পরে আমাকে এভাবে আদর করে দেবে তো ?"
এরই মাঝে একদিন দেখা গেলো ইলাবতীর চোখ ছল ছল করছে। আমি ভ্রু কুচকে জিজ্ঞাসা করলাম কেন? " বাবা আমার বিয়ে ঠিক করেছে। যত তারাতারি পারে তারিখ ফেলতে চাইছে। তুমি কিছু একটা করোনা গো। আমি তোমাকে ছাড়া ভাবতে পারিনা কিছু। অন্য একজনের সাথে ঘড় করবো ভাবতেই গাঁয়ে কাটা দেয়। কি গো? তুমি চুপ কেন ?" শুভ্র দুটি গাল বেঁয়ে অশ্রু ফোয়ারা দেখেছি সেদিন। প্রেমিকার চোখের জল হাতের তালুতে নিয়ে দেখেছি। স্বচ্ছ জ্বলে আলক রেখা বিচ্ছুরনের তত্ত্ব খুঁজেছি।
আমি আমার ফ্যামিলিতে বলেছিলাম ইলার কথা। মা কিছুতেই রাজি হলো না। তার একই কথা, কোন হিন্দু মেয়েকে সে ঘড়ে তুলবে না। মেয়ে মুসলিম হলে মেনে নেয়া যেত। আমি মেয়ের সাথে যোগাযোগ করলে মা বিষ খাবে। অবশেষে জন্মদাত্রী মায়ের কাছেই আমাকে হার মানতে হল।
ইলাকে বলার মত কোন বাক্য আমার ছিল না। আমি একটা চিঠিতে নিজের অপারগতা জানিয়েছিলাম। তারপরে কি হয়েছিল জানি না। অনেকদিন পর ইলার এক মাসতুত বোন আমাকে একটা চিঠি দিয়েছিল। ইলার চিঠি।
প্রিয়
আমি জানি আমি কোন কালেই তোমার যোগ্য ছিলাম না। কিন্তু যোগ্যতা নয়, ভালবাসা দিয়ে তোমাকে জয় করতে চেয়েছিলাম। কিন্তু আমি পারলাম না। ধর্ম নামের এক অদৃশ্য বাঁধা আমাদের এক হতে দিল না। তুমি পরজনমে বিশ্বাস করো? শুনেছি তোমাদের ধর্মেও নাকি পরকাল আছে। আমি সেখানে তোমার সাথে দেখা করবো। তোমাদের ঈশ্বর নিশ্চয়ই এতটা নিষ্ঠুর হবেন না। তুমি ভালো থেকো। নিজের খেয়াল রেখো। চশমাটা না নিয়ে বের হতে ভুলে যেও না। শার্টের হাতার বোতাম লাগাতে যেন ভুল না হয়। চুলের সিঁথিটা পাল্টে দিও না। বামপাশের সিঁথিতে তোমাকে একদম অবুঝ মনে হয়। সিগারেটের নেশাটা কমিয়ে দিও, জানি তুমি ছারতে পারবে না। আর শোন, তোমাদের ধর্ম মতে খুব সুন্দরী টুকটুকে একটা মেয়েকে বিয়ে করে আনবে। আমার জন্য মন খারাপ করো না বাবু। তুমি আমার লক্ষিটি হয়ে থেকো। যখন আমাকে খুব মনে পরবে হাত বাড়িয়ে দিও। কখনো বাতাস আবার কখনো বৃষ্টি হয়ে আসব। অজান্তে কোন ভুল করলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। আমি তোমার শেষ চিঠিটা সাথে নিয়ে শেষ বিদায় নিলাম। ভালো থেকো তুমি। শেষবারের মত বলি, " ভালবাসি"
ইতি
তোমার ইলা
ইলা চলে গেছে আজ তিন বছর হল। এখনো শেষদিনের অশ্রুটুক ভুলতে পারিনা। আমাদের ছোট ছোট হাসি কান্না জড়ানো সৃতি মনে পরে। বাইরে ঘুরতে বেরুলে ইলা আমাকে খাইয়ে দিত। আশেপাশের মানুষের মুখটিপে হাসি ও থোরাই কেয়ার করতো? একবার আমার সাথে দেখা করতে আসার সময় ছাতা কিনে এনেছিল। আমি নাকি রোদে কালো হয়ে যাব? ওর সাথে থাকলে আমাকে চোখে চোখে রাখত, অন্য মেয়ের দিকে চোখ যায় কি না কড়া খেয়াল রাখতো। সেই রূপকন্যা তুই আমাকে অন্য মেয়ের সাথে শংসার করতে বলে গেলি? শেষ চিঠিটা লিখতে তোর কত কষ্ট হয়েছে আমি জানি, আমি জানি। তুই ছাড়া আর আমাকে শাশন কে করবে বল? এতটা অভিমানি তুই? আমার যে কিছু করার ছিল না রে। শেষ বেলাতেও আমার সব দোষ নিজের ঘারে নিয়ে গেলি। আমি ভাবতাম আমি স্বার্থপর, নাহ আসলে তুই স্বার্থপর। যে দোষের ভার আমার বহন করার কথা সেটা তুই একাই নিয়েছিস। এতটা ভালবেসেছিলি কেনরে তুই? কেন?
কি গল্পটা কেমন লাগল তোমাদের? তোমাদের ব্যাস্ত সময়ের যেটুক নিলাম তার কিয়দাংশ কি উসুল করতে পেরেছ? ইলাবতীর গল্প তোমাদের শহরের কেউ মনে রাখেনি, রাখবেও না। ইলাবতীর ভালবাসা আসবে না তোমাদের সাপ্তাহিক সাহিত্য পত্রিকায়। তোমাদের সমাজের অসম সাম্প্রদায়ীকতা আজ একটি ভালবাসার হত্যাকারী। একজন প্রেমিকার হত্যাকারী। আর কতকাল? সাম্প্রদায়ীকতার আড়ালে তোমাদের রক্ষণশীলতা আর কুসংস্কারটা চেপে রাখছ কেন? মানুষকে ধর্ম দিয়ে বিভাজন না করে ধর্ম মানুষ দিয়ে বিভাজন করতে শেখো। আজ তোমাদের জানিয়ে গেলাম। এরপরেও কি তোমরা সাম্প্রদায়িকতার গ্যারাকলে আচ্ছন্ন থাকবে?
উৎসর্গঃ আমার বোন পৃথিলা আফনান কে। ওর সাথে একটি বাজি ধরেছিলাম। বাজিতে হেরে গেছে বেঁচারী। পৃথিলা দেখ ভাইয়েরা কত মহান, তুই হেরে গেলেও তোর কথামত সেই পুরস্কারটা তোকে দিলাম।
উৎস: এই গল্পটা লেখার উৎসটা সত্যি চমৎকার। একটি একদমই সত্য ঘটনা থেকে কাল্পনিক গল্গ। আমার অতিপরিচিত একজনের বন্ধুর জীবনে সাম্প্রদায়ীকতা নিয়ে ভালোবাসা নষ্ট হয়েছে। তার বন্ধু তাকে ফেসবুকে একটি মেসেজ পাঠিয়েছিল। সেটা আবার আমাকে দেখালো আমার পরিচিত জন। একটা গল্পের প্লট হুট করেই মাথায় চলে আসে। সেই মেসেজটির স্ক্রিনশট এখানে না দিলেই নয়।
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:০৫
রিয়েল ডেমোন বলেছেন: না পইড়া প্লাস
২| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১২:৫৯
নীরব 009 বলেছেন: ১ম
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:০৭
রিয়েল ডেমোন বলেছেন:
৩| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:০২
শাহরিয়ার কবির ড্যানি বলেছেন: +++
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:০৮
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ ড্যানি ভাই
৪| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:০২
নীরব 009 বলেছেন: সামুর বাচ্চা
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:০৯
রিয়েল ডেমোন বলেছেন: আমার কুন দোষ নাই
৫| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:০৭
অযুত বলেছেন: বাহ্! সত্যিই দারুণ হয়েছে।
রিয়েল ভাইয়ের লেখা ক্রমেই দুর্দান্ত হয়ে যাচ্ছে!
+++++ (আমি সাধারণত ++ দেই, আজ+++++ না দিয়ে পারা গেলো না!)
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:১০
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ অযুত ভাই।
অনুপ্রেরনা পেয়ে অনেক ভালো লাগলো
৬| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:০৯
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: উৎসটা পড়ে খারাপ লাগলো। গল্প পড়বো ভাবছিলাম, কিন্তু এখন মন খারাপ করবনা।
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:১১
রিয়েল ডেমোন বলেছেন: হা হা, মন খারাপের কি আছে? এসব নিয়েইতো আমাদের জীবন
৭| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:১২
আমিনুল ইসলাম বলেছেন: দ্বিতীয় দলে পরে গেলাম।
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:২০
রিয়েল ডেমোন বলেছেন: আমাদের দলটা ভারী
৮| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:২১
নীরব 009 বলেছেন: সব মানুষই এক একটা রহস্যের আঁধার। কেউ রহস্যে বাস করতে ভালবাসে। কেউ রহস্যে বাস করতে বাধ্য হয়।
রিয়েল অনেক ভাল লাগা রইলো বন্ধু। খুব আফসোস করে বলতে ইচ্ছে হয়, মানুষ না হয় দোষে গুণে মানুষ কিন্তু ঈশ্বর? তাঁর বিচারো কি সাধারণ মানুষের মতো হলে মানায়? তুমি সর্বশ্রেষ্ঠ। কি এতো আনন্দ পাও শুদ্ধ ভালবাসায় বিচ্ছেদ আর অসম্ভবতার আল্পনা এঁকে? শুদ্ধ ভালবাসা কখনো মিথ্যে হয় না। মানুষ জানে, নাথিং ইজ ইমপসিবল এবং খুব করে মানেও। কিন্তু ঈশ্বর তোমার ডায়রিতে কি এমন কিছু লেখা নেই? কেন ঈশ্বর কেন?
ঈশ্বরের কাছে আজ এই প্রশ্ন রেখে গেলাম। উত্তর তাঁকে দিতেই হবে।
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৩৬
রিয়েল ডেমোন বলেছেন: আসলেই মানুষের জীবন রহস্যে ঘেরা। আমার মনে হট আমরা সেই রহস্যর আবডালে ইশ্বরের খেলার বস্তু। ইশ্বর আমাদের সর্বশ্রেষ্ঠ করেছেন, তাই হয়ত ইশ্বর আমাদের নিয়ে খেলতে ভালোবাসেন।
আসলে এখানে ইশ্বরের ভূমিকা কি ? এখানে আমাদের সংকীর্ণ মানুষিকতাটাই হয়ত মুখ্য। আমরা চিন্তা করতে পারি, কিন্তু গভীরতা নেই চিন্তায়। আমাদের সাম্প্রদায়ীক মনোভাব পাল্টাতে পারলে হয়ত এমনটা হবে না।
৯| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৩০
পৃথিলা আফনান বলেছেন: হেরে গেছি!!!!! বিশ্বাস হয় না। আমার ক্ষেত্রে যা হয়েছে, সবার ক্ষেত্রেই সেইটা হবে কেন!!! ঠিক না!!
আর আমি হেরে যাওয়ার পরও তুমি আমাকে গল্পটা দিলা কেন ভাইয়া??? নিব না।
সময় আছে, ভালো হয়ে যাও। মিটমাট করে ফেলো।
থাঙ্কু ভাইয়া।
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৪০
রিয়েল ডেমোন বলেছেন: হ্যাঁ পৃথিলা তুই হেরে গেছিস। তোকে আগেই বলেছিলাম হারটা তোরই হবে। আসলে এখানে তোর হার হয়নি। সত্যিকার অর্থে আমার হার হয়েছে। কিন্তু আমার কোন দোষ ছিলনারে।
দিয়ে দিয়েছি। এখন তোকে নিতেই হবে। রবীন্দ্রনাথ হৈমন্তীতে কি বলেছিল? আমিও পারছিনারে।
আর সময় নেই। সেই কথা তোকে পরে বলবো। সময় সুযগ কোনটাই নেই। তোর এক্সাম ছিল তাই তোকে অনেক কিছুই বলিনি। এক্সাম শেষ হোক, সব খুলে বলবো
১০| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৩১
নথিকবিডি বলেছেন: আমি সবসময় প্রথম দলে , মুড খারাপ করার জন্য মাইনাস
, আপ্নের ব্লগে আমার প্রথম মন্তব্য , তাই বোতাম টেপা থেইক্কা বিরত থাকিলাম
, লেখা দারুন হৈচে
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৪৩
রিয়েল ডেমোন বলেছেন: প্রথম দলে থাকাটাই বেটার , কোন পেইন থাকে না।
আমার ব্লগে স্বাগতম। মাঝে মাঝে এসে ঘুরে গেলে খুশি হব অনেক।
অটঃ ফেসবুকে কিন্তু আপনার প্রোফাইলের ছবিটা ভিন্ন। কাল একবার বলবো ভেবেছিলাম। কেন যেন বলা হয়নি
১১| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৩৪
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Ei ratjaga pakhi ....ki gan jay j suniye.....fire fire ashe.....tmr isharay....
Ei josna veja....tmr hatsani....shonay kothokota.....prithibike tara.....
Demon miya to chorom likhso!plus diye tmk r khato korlam na
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৪৫
রিয়েল ডেমোন বলেছেন: কবিতাটা ভালো লাগলো চয়ন ভাই।
ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো, কিন্তু পাঁচফুট ছয় ইঞ্চি অনেক ভালো আছি। আর খাটো হতে চাইনা। তাহলে আবার.....
১২| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৩৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Ei ratjaga pakhi ....ki gan jay j suniye.....fire fire ashe.....tmr isharay....
Ei josna veja....tmr hatsani....shonay kothokota.....prithibike tara.....
Demon miya to chorom likhso!plus diye tmk r khato korlam na
০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৪৬
রিয়েল ডেমোন বলেছেন: মোবাইল থেকে নাকি ?
১৩| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৪৭
পৃথিলা আফনান বলেছেন: তাহলে তুমি ৬ তারিখ অর্থাৎ শনিবার রাতে আমাকে ফোন দিও,কেমন???
০১ লা আগস্ট, ২০১১ রাত ২:০৭
রিয়েল ডেমোন বলেছেন: আচ্ছা , তুই ভালো করে এক্সাম দে। আর নেটে কম আসবি
১৪| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৫০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Mbl thk.....eta kobita na,ekta fams old bngla clasic.basai gele apnk link dbo.awsm ekta gan.
০১ লা আগস্ট, ২০১১ রাত ২:২৫
রিয়েল ডেমোন বলেছেন: সে জন্যই ইংরেজী ফন্ট আসছে। গানের লিন্ক টা দিলে কৃতজ্ঞ থাকব
১৫| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৫৯
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: হায়রে সমাজ ...... হায়রে ভালবাসা , সমাজ আমাদের কে মানুষ হতে দেয় না । কষ্ট লাগে , কিন্তু কি ই বা করতে পারি, কয় জনই বা পারে সব বাধা ভেঙ্গে এগিয়ে যেতে...... তাদের জন্য শুধু সমবেদনা। প্রেম এত অন্ধ কেন????
০১ লা আগস্ট, ২০১১ রাত ২:৪২
রিয়েল ডেমোন বলেছেন: আসলে প্রেম অন্ধ না। অন্ধ আমরা, আমাদের পরিবেশ যা প্রেম কি বুঝতে শেখেনি। মর্যাদা দিতে শিখেনি ।
ভালোবাসা নামক শব্দটা আমাদের দেশে খুব কমই সমদৃত হয়।
১৬| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:৫৯
নোমান নমি বলেছেন: দুর মিয়া এইটা কাম করলেন??
মন খারাপ কইরা দিলেন।
ভাল বলার সাহস নাই।অনেক ভাল।
নিজের কিছু কথা মনে পড়ে গেল।
আমিও যে গোত্তা খাওয়া ঘুড়ি।
০১ লা আগস্ট, ২০১১ রাত ৩:১৫
রিয়েল ডেমোন বলেছেন: হা হা, মানুষের জীবনে বিচিত্র কিছু মিল আছে।
ঘুড়ি কি এখন ঠিক আছে নাকি কাট্টি হয়ে গেছে?
১৭| ০১ লা আগস্ট, ২০১১ রাত ২:০২
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: Anw dp chng krso kn miya?agrtai btr slo
০১ লা আগস্ট, ২০১১ রাত ৩:২০
রিয়েল ডেমোন বলেছেন: নিজের ছবি দিলে কেমন দেখায় না? এতদিন তো ছিল।
কিছুদিন যাক, আবার চেন্জ করে দেব
১৮| ০১ লা আগস্ট, ২০১১ রাত ২:০৬
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: লেখাটা প্রিয়তে নিতে ভুলে গেছিলাম। তাই আবার আসলাম।সমাজের মানুষের সত্যিকারের সামজিক হওয়ার এতাই সময়......
০১ লা আগস্ট, ২০১১ রাত ৩:২৫
রিয়েল ডেমোন বলেছেন: আপনার প্রিয় পোস্টগুল আমার গল্প দিয়ে ভরিয়ে দেয়ার জন্য মাঝে মাঝে নিজেকে অপরাধি মনে হয়।
১৯| ০১ লা আগস্ট, ২০১১ রাত ২:১৩
সুদীপ্ত কর বলেছেন: আবারো বলতে বাধ্য করলেন, "আপনি একটা জিনিস" ।
একসময় আমার সুখনিদ্রায় ব্যাঘাত ঘটাতে আসে এক রূপকন্যা। আমার চোখে নরম ঠোঁট ছুঁইয়ে নিদ্রা ভাঙ্গায় আমার। সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি জানি না সুখনিদ্রা কি।
০১ লা আগস্ট, ২০১১ রাত ৩:২৭
রিয়েল ডেমোন বলেছেন: আমি একটা জিনিস !!!
হা হা , দারুন মজা পাইলাম
২০| ০১ লা আগস্ট, ২০১১ রাত ২:২৩
সাকিন উল আলম ইভান বলেছেন: পৃথুর না এক্সাম .........ওই পড়তে যা ............
০১ লা আগস্ট, ২০১১ ভোর ৪:৩৭
রিয়েল ডেমোন বলেছেন: পৃথু পড়তে যা
২১| ০১ লা আগস্ট, ২০১১ রাত ২:২৫
সাকিন উল আলম ইভান বলেছেন: ভাইয়া কি আর বলবো ...............
০১ লা আগস্ট, ২০১১ রাত ৩:২৮
রিয়েল ডেমোন বলেছেন: তোমার কান্নায় আওয়াজ নেই সাকিন। আবার চেষ্টা করো
২২| ০১ লা আগস্ট, ২০১১ রাত ২:৩৮
ডেইফ বলেছেন:
গল্পটা পড়ে মনটা একটু খারাপ হলো।
রাত ২টায় নিজের অফিসে বসে পড়ছিলাম এই গল্পটি। বাসায় এসে আবারও পড়লাম।
সবকিছুর উপর মানব সত্য এই কথাটি মুখে বললেও কেন যেন আমরা এটি মানতে নারাজ। অনেকের কাছে আবার আবেগের কোনো প্রশ্রয়ই নেই।
সবকিছু মিলিয়েই গল্পটি হয়েছে চমৎকার, কিন্তু বেদনার গল্প।
০১ লা আগস্ট, ২০১১ রাত ৩:৪০
রিয়েল ডেমোন বলেছেন: মন খারাপ করিয়ে দেয়াতে স্যরি ভাইয়া।
আমাদের সমাজ প্রথম থেকেই এভাবে চলে আসছে। এখানে আমি শুধু দুটি ধর্মের অসামান্জস্যতার কথা বললাম। কিন্তু আমাদের সমাজে এক জেলার মানুষের সাথে অন্যজেলার মানুষ সম্পর্কে যেতে চায় না। কতখানি নীচ আমরা তাই না?
২৩| ০১ লা আগস্ট, ২০১১ রাত ২:৪২
নিশাচর ভবঘুরে বলেছেন: শুধু শখের জন্য প্রানের বদলে ,
কিনেছি হাজার ফানুস,
আকাশ বুঝেছে, বাতাস বুঝেছে,
বোঝেনি শুধু মানুষ।
( আমার খুব প্রিয় একটা গানের লাইন দিয়ে ভালোলাগা জানালাম)
০১ লা আগস্ট, ২০১১ রাত ৩:৪২
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ নিশা ভাই
আপনার প্রিয় গানের লাইনগুলো দেখে ভালো লাগলো
২৪| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৩:১৪
নথিকবিডি বলেছেন: আমি যে আপ্নের ব্লগে আসি না , এইটা কিন্তু ঠিক না , এর আগের পোস্ট , পুরাই উরাধুরা হয়েছে , আপ্নার বন্ধুদের নিয়ে লেখা সহ বেশ কিছু পরেছি মনে হয় , আমি দুই বছর ধরে ব্লগ পরি , বাট অফলাইনে
০১ লা আগস্ট, ২০১১ রাত ৩:৫৬
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ভালো লাগলো জেনে যে মাঝে মাঝে এসে দেখে যেতেন। ব্লগে নিয়মিত হয়ে যান। কিছু লেখা দেন আমাদের।
২৫| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৩:৫৭
আন্ধা পোলা বলেছেন: আপনে ভাই আসলেই জিনিস সুদীপ্ত ভাইয়ের লগে একমত!!
আপনে মজা পান আর নাই পান এইডা কইতেই হইবো!!
০১ লা আগস্ট, ২০১১ ভোর ৪:১৪
রিয়েল ডেমোন বলেছেন: ভাগ্যিস বলেন নাই যে আমি একটা মাল !!!
২৬| ০১ লা আগস্ট, ২০১১ ভোর ৫:৪৯
মেঘের দেশে বলেছেন: ভাবতাছি পোস্ট দেয়া ছাইড়া দিয়া শুধু পইড়া যামু। তাইলে যদি কিছু শিখি
এইডস নাকি সবচেয়ে খারাপ রোগ যার কোনো ঔষুধ নাই কিন্তু সাম্প্রদায়িকতার চেয়ে বড় এবং সুপ্ত কোনো রোগ নাই । জন্মসূত্রে পাওয়া রোগ।
০১ লা আগস্ট, ২০১১ ভোর ৫:৫৯
রিয়েল ডেমোন বলেছেন: পোষ্ট দেয়া ছারবেন কেন? লেখতে থাকলে এমনিতেই মুগ্ধকর লেখা আসবে। লেখালেখি চালিয়ে যান।
আপনার কথাগুল অনেক ভালো লাগলো ব্রাদার। এই রোগের কোন ঔষধ নাই। আমাদের মূল্যবোধের পরিবর্তন করতে হবে এই রোগ থেকে মুক্তি পেতে হলে।
অফটপিকঃ আমাদের বিক্রমপুরের মানুষদের মাঝে সাম্প্রদায়ীকতার সন্ক্রামন বেশি লক্ষ করা যায়
২৭| ০১ লা আগস্ট, ২০১১ ভোর ৬:০৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: গভীর ভালবাসার কাছে নাকি সব কিছু তুচ্ছ হয়ে যায়?
কিন্তু অসাম্প্রদায়ীক আমরাই ভালবাসাকে ছুড়ে ফেলি আস্তাকুঁড়ে।
আমরাই ভেঙ্গে দেই ভালবাসা দিয়ে ঘেরা বন্ধন, মজবুত জোড়।
আমরাই ভাঙ্গি দুজনের বিশ্বাস।
আমরাই সবচেয়ে বড় কারিগর!!!
০১ লা আগস্ট, ২০১১ ভোর ৬:৩৩
রিয়েল ডেমোন বলেছেন: ভালোবাসায় এখন গভীরতা আছে বলে আমার মনে হয় না, নগন্য। ভালোবাসার নদীতে পলি জমেছে কালের পর কাল।
ভালো লাগলো কথাগুল অনেক
২৮| ০১ লা আগস্ট, ২০১১ ভোর ৬:৫৭
অচিন রুপকথা বলেছেন: প্রতিটা মানুষের নিজেকে অন্তত একটু হলেও ভালোবাসা উচিত...কারন তার সবচেয়ে বেশি ভালোবাসার মানুষটা তার জীবনটাকেই বেশি ভালোবাসে।
ইলাবতী এদিক দিয়ে সত্যিই অনেক স্বার্থপর... ইলাবতীকে মাইনাস...
তবে গল্পটা সুন্দর হয়েছে।
০১ লা আগস্ট, ২০১১ সকাল ৭:০৬
রিয়েল ডেমোন বলেছেন: ইলাবতীরা এমনি হয়। ভালোবাসার জন্য নিজেকে ত্যাগ করে।
অনেক ধন্যবাদ রূপক্থা
২৯| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ৮:২৩
লাবণ্য ও মেঘমালা বলেছেন: পোস্ট অনেক আগেই পড়েছি রিয়েল, কিন্তু কিছু বলতে ইচ্ছে করছে না
আমার এই ব্যাপারগুলো অনেক কষ্টের লাগে।
০১ লা আগস্ট, ২০১১ সকাল ৮:৩৩
রিয়েল ডেমোন বলেছেন: আমার গল্প এমনি, অধিকাংশই কস্ট কস্ট বাস্তবতা।
৩০| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ৮:৩৬
জিসান শা ইকরাম বলেছেন:
ইলার জন্য খারাপ লাগছে।
+++
০১ লা আগস্ট, ২০১১ সকাল ৮:৪৩
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ জিসান ভাই।
আপনার কাছ থেকে একের পরে এক প্লাস পেয়ে যাচ্ছি। মাইনাস যে কবে পাই কে জানে
৩১| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ৮:৫৭
ছাইরাছ হেলাল বলেছেন:
লেখার হাতটি বেশ ঝড়ঝড়ে হচ্ছে।
অন্যের গল্প যদি এমন হয়
ডোমেনের জন্য কী অপেক্ষা করছে ?
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:০৮
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
আমার গল্প অনেক আগেই শেষ হয়ে গেছে। সু্তরাং আমি নিজে নতুন করে আর গল্প হবো না আশা করি
৩২| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ৯:২৪
শশী হিমু বলেছেন: আমিও ২য় দলের কাঙ্গাল!!
গল্প পড়ে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। কি লিখব বুঝতে পারছিনা।
এই সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে বের হয়ে জাওয়াটাকে যেন কোন এক অদ্ভুত শক্তি পিছিন থেকে টেনে ঢরে রেখেছে মনেহয়।
জদিও অনেকে এই টান উপেক্ষা করে বেড়াজাল বেরহয়ে নিজের ভালবাসার মানুষের সাথে একসাথে থাকতে চায় তখন শুরু হয় এই সাম্প্রদায়িকতার আরেক রুপ। আখন আর পেছন থেকে ধরে রাখে না, এখন শম্মুখ থেকেই নানা ধরনের চাপ ও ঝামেলা আসে!
গল্পে প্লাস। যত খুশি নিয়ে নেন।
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:১২
রিয়েল ডেমোন বলেছেন: কাঙ্গাল কেন? দ্বিতীয় দলের মানুষের মাঝে কেমন যেন একটা সুখ থাকে। পেইন আর সুখের মিশেল। সেটার কোন নাম নেই কিন্তু অনুভব আছে।
আমাদের সমাজ এসব মেনে নেয় না। তাই কেউ সাহস করে যদি এমন কিছু করেও তবে তার ভবিষ্যতে আরও বেশি ক্ষতি হয়। কি বলবো আর, কিছু বলার নাই।
আপনার প্লাস নিচ্ছি না। অনেক দেরীতে আসছেন। নীরব ৪২০ আবার ১ম হতে না পেরে আমার উপরে রাগ ঝারতেছে। কি মুসিবত।
৩৩| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ৯:৫৭
পারভেজ আলম বলেছেন: গল্প বেশ ভালো হইছে। তবে গল্পের কাহিনি যদি সত্যি হয় তাইলে নায়করে বলবো এইসব ক্ষেত্রে আরো সাহসী হইতে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শুধু মুখে ঘৃনা প্রকাশ করলে হবেনা, কাজের মধ্য দিয়া প্রকাশ করতে হবে। তা না হইলে সুন্দর অসাম্প্রদায়িক ভবিষ্যত নির্মান করা সম্ভব হবেনা, যেই ভবিষ্যতে এই জাতীয় প্রেমের অকালে মৃত্যু হবেনা।
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:১৭
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। নায়ক সাহসী হয়ে কোন পদক্ষেপ নিলে দেখা যাবে আশেপাশের মানুষগুল আরো ভয়ানক হায়েনা হয়ে যাবে।
ভালো থাকবেন। শুভকামনা রইলো
৩৪| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১০:১০
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন:
বিকেলে, এই প্রহর, কাটেনা অপেক্ষায়
এসময় থেমেছে তোমারই শূণ্যতায়
কষ্টছোয়া ভাললাগা, আবেগী মনে ছুয়ে যাওয়া ...... ♫
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:১৯
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ ফারহিন আপু।
৩৫| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১০:২৫
সায়েম মুন বলেছেন: এরকম প্রেম ভালবাসার শেষ পরিণতি আমাদের সমাজ মেনে নেয়না। তা নাহলে অনেক আগে আমিই রিস্ক নিতাম।
গল্পটা পড়ে মন খারাপ হলো। যেহেতু বাস্তবতার আলোকে গল্প। ধর্ম দিয়ে ভেদাভেদ সৃষ্টি করে আবেগকে টুকরো টুকরো করা হয়। বরং এর উল্টোটা হওয়া উচিত।
অনেক গুছিয়ে লিখেছেন রিয়েলম্যান। বেশ ভাল লাগছে।
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৩১
রিয়েল ডেমোন বলেছেন: তেমন কেউ আছে নাকি ?
আমার একটাই সমস্যা আমি মন খারাপের গল্প লিখে মানুষের মন খারাপ করিয়ে দেই। মাঝে মাঝে মিলনাত্নক গল্প দিতে ইচ্ছে করে। কিন্তু পারি না। দুএকটা দিয়েছি। আর হয়ত দেয়া হবে না।
অনেক ধন্যবাদ সায়েম ভাই, আপনাকে নিয়মিত দেখতে ভালো লাগে
৩৬| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১০:৩৩
ফাইরুজ বলেছেন: গল্পের নায়ক আর একটু সাহষি হলে কি এমন ক্ষতি হত? নায়কদের আরো সাহষি হওয়া উচিত।
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৩৫
রিয়েল ডেমোন বলেছেন: বাংলা গল্প উপন্যাসের নায়কেরা একটু দূর্বলই হয়।
হুম নায়কদের আরো সাহসী হওয়া উচিৎ।
৩৭| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১০:৩৫
আর.এইচ.সুমন বলেছেন: প্রেম ভালবাসায় সামপ্রদায়িকতার আঘাত অনেক দেখেছি ,, তার ভাল রুপ এর চেয়ে ভয়াবহ রুপ ও দেখেছি কয়েকটা ....।
কিন্তু কি দরকার এই সাম্প্রদায়িকতার ....। মানুষ তো সবাই কেন তবে এই জাত পাতের বিভেদ সৃষ্টি !!!!
মনটা সত্যিই খারাপ হয়ে যায় এমন গল্প পড়লে ,, হোক সেটা গল্প তবুও তো সমাজে এমন ঘটনা অহরহ ঘটে চলেছে
হাই রে ভালবাসা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৩৭
রিয়েল ডেমোন বলেছেন: হা হা
গল্প পড়ে মন খারাপ করার কি আছে ম্যান!!!
ওয়েক আপ। ইটস ওভার নাউ।
৩৮| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১০:৪৬
anisa বলেছেন: শুভসকাল,
অনেক ভালো গল্প .....।
খুব ভালো লিখেছ ডেমন।
তবে অসাম্প্রদায়িক বিয়েও হয়,
আবার কিছু করিস না যেনো ।
ভালো থেক
অনেক শুভেচ্ছা.।
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৪০
রিয়েল ডেমোন বলেছেন: শুভসকাল দিদিভাই
গল্প ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো
আমি বিয়ে করব!!!!! তাও এত তারাতারি !!!!!
তুমি আমাকে এত সন্দেহ করো কেন?
তুমি নিজের খেয়াল নিও। কিছুদিন রেষ্ট নেও। শরীর ঠিক হয়ে যাবে
৩৯| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১১:০৯
খন্ডকাব্য বলেছেন: সামু গরররররররররররররররর
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৪৩
রিয়েল ডেমোন বলেছেন: সামু গরররররররররররররররর
৪০| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১১:১১
খন্ডকাব্য বলেছেন: ++
রিয়েল ভাই মনটা খারাপ করে দিলেন। অনেক টাচি লিখা।
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৪৩
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ খন্ড ভাই। আপনি কি এখন দেশে?
৪১| ০১ লা আগস্ট, ২০১১ সকাল ১১:৩৭
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ভাই স্ক্রীনশটটা সরিয়ে ফেললে মনে হয় ভাল হয়।
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৪৪
রিয়েল ডেমোন বলেছেন: কেন ভাইয়া? আসলে এটা কিন্তু অনুমুতি নিয়েই দেয়া।
৪২| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১:১৬
ছোট ভাই বলেছেন: পৃথিলা আপুর সাথে কি বাজি ধরেছিলেন ভাইয়া।
গল্প অনেক ভাল হয়েছে।
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৪৯
রিয়েল ডেমোন বলেছেন: এখানে বলা যাবে না
পরে বলব তোমাকে
গল্প ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো
৪৩| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ১:২৫
অচেনা রাজ্যের রাজা বলেছেন: কিছুই বলার নেই শুধু কবি নজরুলের ভাষায় বলব---
হিন্দু হিন্দু থাক, মুসলমান মুসলমান থাক,
শুধু একবার এই মহাগগনতলের সীমা হারা মুক্তির মাঝে দাঁড়াইয়া মানব তোমার কন্ঠে সেই সৃষ্টিতে আদিমবানী ফুটাও দেখি।
বল দেখি "আমার মানুষ ধর্ম"।
দেখিবে দশদিকে সার্বভৌমিক সাড়ার আকুল স্পন্দন কাঁপিয়া উঠিতেছে।
মানবতার এই মহান যুগে একবার গন্ডী কাটিয়া বাহির হইয়া আসিয়া বল যে,
তুমি ব্রাহ্মন নও, শুদ্র নও, হিন্দু নও, মুসলমানও নও, তুমি মানুষ - তুমি ধ্রুব সত্য।
গল্প ভালো হইছে রিয়েল ভাই....
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৫০
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ রাজা আপনাকে
আশাকরি ভালো আছেন অনেক
৪৪| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৩৫
শশী হিমু বলেছেন: দেরি হইছে কারন কারেন্ট ছিলনা
কারেন্ট এসেছিল রাত ৩ টার দিকে, দেখেন নাই ফেবু তে ছিলাম না! কারেন্ট থাকবে আর আমি নেটে থাকবো না এমন টা হবার নয়।
নিয়া নেন ভাই পেলাস নিয়া নেন!
০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৪২
রিয়েল ডেমোন বলেছেন: আমি ভাবলাম আপনি ঘুমিয়ে পরেছেন। কারন আমার ওয়ালে গল্পের জন্য যেভাবে হামলা দিচ্ছিলেন। তাই ভাবলাম আপনি নেই, কোন কারন নিশ্চই আছে
ভালো কথা, মানিব্যাগের সেই গল্পটা ১২-১৫ তারিখের মধ্যে দিতে চাচ্ছি।
৪৫| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৩৭
নীরব দর্শক বলেছেন: গল্পটা খুবই সুন্দর।
স্ক্রীনশটটা পড়ে খারাপ লাগল। ভালোবাসার কাছে সম্প্রদায়িকতার জয় দেখে মনটা খারাপ হল।
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:০৯
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ নীরব দর্শক।
আমাদের দেশে কুসংস্কারবাদীদের জয় হবে এটাই স্বাভাবিক।
৪৬| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৫৩
সায়েম মুন বলেছেন: সেতো অতীত ইতিহাস
মিলণাত্মক গল্প লিখতে আমারো ভাললাগে না।
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:১৩
রিয়েল ডেমোন বলেছেন: সেই ইতিহাস কি ফিরে আসার কোন সম্ভাবনা নাই?
মানুষের মন খারাপ করিয়ে দিলে নিজেকে সত্যিই ডেমোন মনে হয়
৪৭| ০১ লা আগস্ট, ২০১১ দুপুর ২:৫৮
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
অনেক হন্তদন্ত হয়ে নেটে বসছিলাম। প্রথম পোস্টটা পড়েই মনটা খারাপ হয়ে গেল।
রিক, ভাল হয়ে যাও। বলে রাখলাম।
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:১৫
রিয়েল ডেমোন বলেছেন: আমার কি দোষ ভাইয়া। আমার কিবোর্ড এলোমেলো ভাবে যা লিখে যায় তাই পাবলিশ করি
৪৮| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:০১
শশী হিমু বলেছেন: আমরা হইলাম ২য় দলের লোক, ক্যাম্নে এতো তাড়াতাড়ি ঘুমাই? আমি অন্ধকারে বইসা গান সুন্তেছিলাম আর ভাবতেছিলাম আপনি মনেহয় এতখনে পোস্ট দিয়া ফেলছেন।
ওকে, যখন মন চায় দিয়েন। আর আপনাকে একটা গল্পের প্লট দিবো, লিখবেন, আমি লিখতে পারব না। তাই আপ্নাকেই লিখতে হবে । ফেবু তে মেসেজ করে দিবনে!
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:১৬
রিয়েল ডেমোন বলেছেন: আচ্ছা, বুঝসি গোপন সমস্যা। মেসেজে দেয়াটাই ভালো
৪৯| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:০৫
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: আপনিতো অনেক ভাল গল্প লিখেন দেখি। আসলেই ভাল হয়েছে।
আপনার জ্ঞানের ভান্ডার আছে অথচ আমাকে একটা বুদ্ধি দিলেননা।
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:১৯
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ পাগলা ঘোড়া।
ভালো একটা বুদ্ধি দেই, আপনার গার্লফ্রেন্ড যেহেতু আপনাকে থাপ্পর মারে, সুতরাং এক কাজ করতে পারেন,
গার্লফ্রেন্ডকে বলেন যে আপনার আগের গার্লফ্রেন্ডও আপনাকে এই ভাবে থাপ্পর দিত। মেয়েরা হিংসুট হয়। সুতরাং আর মারবে না
৫০| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:১৪
জুন বলেছেন: অনেক ভালোলাগলো ডেমোন খুবই সুন্দর হয়েছে
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:২০
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপু।
জুনের বর গুপীদাদা আসছে, পালাও
৫১| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:২৬
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: গার্লফ্রেন্ডকে বলেন যে আপনার আগের গার্লফ্রেন্ডও আপনাকে এই ভাবে থাপ্পর দিত। মেয়েরা হিংসুট হয়। সুতরাং আর মারবে না
সিরিয়াস কিন্তু
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:৩২
রিয়েল ডেমোন বলেছেন: সিরিয়াস ম্যান !!!
প্রথমে দুই চারটা লাথি ঘুষি দিবে। সেইটাই হবে শেষ। পরে আর দেবে না।
৫২| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৫
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: না আপনি ম্যাসেজ সেন্ডারের নামটা ঢেকে দিয়েছেন দেখে ভাব্লাম আপনি মনে হয় নাম গোপন রাখতে চান, কিন্তু মেসেজে একটা নাম দেখা যাচ্ছে। ওইটা ঢেকে দিতে বলছিলাম।
আর আরেকটা কারন হচ্ছে এরকম বিষন্ন গল্পকে গল্প হিসেবে ভাবতেই ভাল লাগে। বাস্তবের সাথে যোগ বড় বেশি কঠিন মনে হয়।
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:৪২
রিয়েল ডেমোন বলেছেন: আসলে ভাইয়া বাস্তবতা থেকেই গল্পটা নিয়েছি। তাই বাস্তব একটা উধাহরন দিয়েছি। আর সময় করে সেই নামটা ঢেকে দেয়ার অবশ্যই চেষ্টা করব।
অনেক ধন্যবাদ ভাইয়া পুনরায় এসে মতামত দেয়ার জন্য। ভালো থাকবেন
৫৩| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৮
অচেনা রাজ্যের রাজা বলেছেন: ভালোই আছি তবে অনেক না.......
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:৪৪
রিয়েল ডেমোন বলেছেন: আশাকরি তারাতারি সবকিছু ঠিক হয়ে যাক।
৫৪| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:৪২
শশী হিমু বলেছেন:
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৪:১৪
রিয়েল ডেমোন বলেছেন:
৫৫| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৪:১১
রেজোওয়ানা বলেছেন: গল্পের উৎসটা হৃদয়গ্রাহী। চমৎকার লিখেছো........
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৪:১৮
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ নানুভাই।
তোমার লেখায় ফার্স্ট হতে পারিনি
৫৬| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৫:১৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনাকে অনুসরণ তালিকায় নিতে আসা।
গল্প পরে পড়তে হবে।
অনেক টেনশনে আছি, এক্সাম!
শেষ হলে সময় করে পড়বো।
শুভকামনা।
০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৫:২৫
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফুল ভাই
পরীক্ষা ভালো হোক। শুভকামনা রইলো।
৫৭| ০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:১০
জলমেঘ বলেছেন: ভালবাসা এতো অন্ধ কেন হয়? এতো অবুঝই বা কেন হয়? এই জিনিসটার দুটো চোখ কান আর একটা পাথর মন থাকার খুব দরকার ছিল।
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৩১
রিয়েল ডেমোন বলেছেন: এই সব ইন্দ্রিয় ভালোবাসার না থালেও মানুষের আছে। পাথরের মত মনও মানুষের আছে।
ধন্যবাদ জলমেঘ
শুভকামনা
৫৮| ০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৩২
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: সাম্প্রদায়িকতা তো অনেক বড় কিছু, আমরা এরচেয়ে ছোটখাট অনেক ব্যাপারই এড়াতে পারিনা।
ছোটবেলা থেকেই আমরা সাম্প্রদায়িকতা, সামন্ত্রতান্ত্রিক মানসিকতা এসব নিয়েই বড় হতে থাকি। একটা গার্মেন্টস কর্মী, সে যত সুন্দর আর ভালোই হোক, তাকে কি আমরা ভালোবাসতে পারবো? অথবা বাসার ড্রাইভারকে কি পাশে বসিয়ে খাওয়াই কখনো? সমান অধিকার সবকিছুতে থাকা উচিত নাকি জানিনা, এসব মনমানসিকতা থেকে আমরা কোনদিন বের হতে পারবোনা। ক্লাসে একটা হিন্দু মেয়ে আর হিন্দু ছেলে থাকলে তাদের মধ্যেই রিলেশন হওয়া সবচেয়ে স্বাভাবিক, কারন ফ্যামিলি থেকেই শেখানো হয় যে নিজ ধর্মই সবচেয়ে ভালো, এদের প্রতিই বেশী ভালোলাগা অনুরাগ দেখাতে হবে।
ছেলেটা আরো সাহস হয়তো দেখাতে পারতো, কিন্তু এই কঠিন সমাজে সবাইকে ছাড়া অথবা আর্থিক সামর্থ্য ছাড়া একা একা চলতে পারা অনেকটাই অসম্ভব। কারো দোষ নেই, এটাই নিয়তি।
লেখা ভালোলাগলো। চালিয়ে যাও ডেমন মিয়া।
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২২
রিয়েল ডেমোন বলেছেন: আসলেই তাই , এই সাম্প্রদায়ীকতা উন্নত বিশ্বে দেখা যায় না। আমি নিজেই উধাহরন। আমার মত একজন এশিয়ান কে ওরা যতখানি স্নেহ ভালোবাসা দেয় এতে করে কোন অভিযোগ থাকে না। এসব থেকে মনে হয় আমরা আসলেই নিকৃষ্ট।
আর ছেলেটিরও কিছু করার ছিল না। মায়ের কথা চিন্তা করে সে বিরত থেকেছে। ফ্যামিলির জন্য অনেক কিছুই ছার দিতে হয়। আমাদের মাঝে অনেকেই আছে যারা ফ্যামিলির জন্য সব ছেরে দেয়।
অনেক ধন্যবাদ সৃনএ ভাই
৫৯| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৮:২৩
রােশদ হাসান বলেছেন: আপিনকে কুব কুব মিচ করচি বািয়া। াপিন ামার খুব বাল বকত ত
০১ লা আগস্ট, ২০১১ রাত ৯:০৬
রিয়েল ডেমোন বলেছেন: আল্লার ওয়াস্তে আমারে ছাইরা দেও। মান ইজ্জত হারাইতে চাই না।
৬০| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৯:১০
ত্রিনিত্রি বলেছেন: ২০ তম ভালো লাগা! ভীষন ভীষন ভালো লাগলো। এতদিন তোমার যত গল্প পড়েছি, এটা পুরাই অন্যরকম আর ভাষার ব্যবহার খুবই চমৎকার। তাই প্রিয়তে নিয়ে গেলাম।
গল্পটা হয়ত সাধারন কিন্তু উপস্থাপনার জন্য একেবারেই অনন্যসাধারন।
একটা ছোট্ট কথা: কিছু জিনিসের বানান ভুল দেখলে লাইনের ভাবটা উধাও হয়ে যায়। একটু এডিট করে ঘড় গুলি কে ঘর আর নাড়ী কে নারী করে দিও।
অনেক অনেক অনেক অনেক প্লাস।
০১ লা আগস্ট, ২০১১ রাত ৯:২১
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ ত্রিনিত্রি আপু।
প্রিয়তে নেয়াতে অনেক বেশি খুশি হলাম। এর পরে নির্ঘাত খাড়া চুলের কোন ছেলেকে নিয়ে গল্প লিখব
অনেক শব্দের গঠন আসলে লেখার সময় খেয়াল থাকে না। তাই এমন হয়। সময় করে অবশ্যই এডিট করে দেব। ভুল ধরিয়ে দেয়াতে ধন্যবাদ
৬১| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৯:১৭
মুনসী১৬১২ বলেছেন: রােশদ হাসান বলেছেন: আপিনকে কুব কুব মিচ করচি বািয়া। াপিন ামার খুব বাল বকত ত
:-& :-&
০১ লা আগস্ট, ২০১১ রাত ৯:২৬
রিয়েল ডেমোন বলেছেন:
৬২| ০১ লা আগস্ট, ২০১১ রাত ৯:৩২
ফলে পরিচয় বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। এক কথায় অসাধারণ হয়েছে।
০১ লা আগস্ট, ২০১১ রাত ৯:৩৭
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ ফলে পরিচয়।
আপনাদের দুজনার গল্পও কিন্তু চমৎকার।
৬৩| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১২:০১
বাল্যবন্ধু বলেছেন: ভালো লাগলো...
০২ রা আগস্ট, ২০১১ রাত ২:৩৩
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ বাল্যবন্ধু
৬৪| ০২ রা আগস্ট, ২০১১ সকাল ১১:০০
স্বদেশ হাসনাইন বলেছেন: খুব সুন্দর। গল্পের এন্ট্রিটা মুগ্ধ করেছে। অসাম্প্রদায়িক একটা বিশ্ব গড়ে উঠুক। মানবতার জয় হোক। যেন এমন গল্প পড়ে লোকে ব্যথিত নয় বিস্মিত হয়।
০২ রা আগস্ট, ২০১১ বিকাল ৫:৪৪
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
মানবতার জয় হোক।
৬৫| ০২ রা আগস্ট, ২০১১ সকাল ১১:৪৬
গানচিল বলেছেন: টাচী এবং সুন্দর। .......নায়ককে কি একটু ডেয়ারিং মনোভাবাপন্ন দেখানো যেত না?
০২ রা আগস্ট, ২০১১ বিকাল ৫:৫০
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ।
নায়কের পরিবারের মতামতের বাইরে যাওয়াটা হয়ত সম্ভব ছিল না।
৬৬| ০২ রা আগস্ট, ২০১১ দুপুর ১২:১৪
সহ্চর বলেছেন: এইবারের গল্প টা বুঝছি। সত্যি বুঝছি।
আর পড়ে এতই ভালো লাগল যে প্রিয়তে।অনেক সুন্দর লেখেন আপনি। আরও ভালো লেখা পাবার প্রত্যাশায়.........
++++++
০২ রা আগস্ট, ২০১১ বিকাল ৫:৫১
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ আরিফ ভাই।
প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ
৬৭| ০২ রা আগস্ট, ২০১১ দুপুর ২:৪৯
তেরো বলেছেন: ২য় দলের মানুষগুলোর বর্ণনা অনেক ভালো লাগলো। নিজেও এই দলেরই তো।
০২ রা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:০২
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ ১৩
৬৮| ০২ রা আগস্ট, ২০১১ রাত ৯:৪৪
শুভ্রতা বলেছেন: ২৪ তম ভালো লাগলো ভালো লেখা।
০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:১৭
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ শুভ্রতা।
৬৯| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ১২:৫০
ফুল পরী বলেছেন: আহারে ডেমোন কি কষ্টের একটা গল্প। কত কত বাধাই না আমাদের মেনে চলতে হয়। খুব ভাল হতো যদি এইসব বাধা না থাকতো।
০৩ রা আগস্ট, ২০১১ রাত ২:৪২
রিয়েল ডেমোন বলেছেন: আসলেই খুব ভালো হতো যদি এসব বাধা না থাকতো।
ধন্যবাদ আপু। অনেক অনেক কষ্ট করে পড়ার জন্য
৭০| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ১:৩৯
সজল শর্মা বলেছেন: পেছনের কথা মনে পড়ল। থীম এক, শুধু চরিত্রের চরিত্রায়ন আলাদা।
শুভেচ্ছা।
০৩ রা আগস্ট, ২০১১ রাত ২:৪৪
রিয়েল ডেমোন বলেছেন: মানুষের জীবনে অদ্ভুত কিছু মিল থাকে ভাইয়া। হয়ত এমন কিছুই হবে।
আপনার জন্যও শুভেচ্ছা
৭১| ০৩ রা আগস্ট, ২০১১ সকাল ৯:১৯
স্বপ্নকথন বলেছেন: খুব খুব সুন্দর হয়েছে লেখাটা। প্লট তা আসলেই দুঃখজনক। ভালোবাসা জিনিসটা মহান হলেও আজো কিছু কিছু জিনিসের কাছে এর হাত পা পুরোপুরি বাধা।
আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেন। পড়তে ভাল লাগে, শুভেচ্ছা।
০৩ রা আগস্ট, ২০১১ রাত ১১:০০
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নকথান। আপনিও কিন্তু অনেক ভালো লেখেন , আমি বেশ কয়েকটা লেখা পড়েছি। ভালো থাকবেন
৭২| ০৩ রা আগস্ট, ২০১১ রাত ৯:১৫
নীলাঞ্জনানীলা বলেছেন: চমতকার মন খারাপ করা গল্প।
০৩ রা আগস্ট, ২০১১ রাত ১১:০৬
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ আপু কষ্ট করে পড়ার জন্য
৭৩| ০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১:১১
আরিশ ময়ুখ বলেছেন: গল্পের শুরুটা অসাধারণ।
শেষটাও ভালো।
মাঝে একটু ঝুলে গেছে।
দিনশেষে সুন্দর গল্প
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১:৫৫
রিয়েল ডেমোন বলেছেন: আসলে ভালোবাসার ভাবটুক শজ করে বুঝাতে যেয়ে এমন হয়েছে। আমি লেখার পরে নিজেও লক্ষ করেছি এটা।
অনেক ধন্যবাদ আরিশ ভাই দ্বিতীয় বার এসে পড়ে যাওয়ার জন্য।
৭৪| ০৪ ঠা আগস্ট, ২০১১ ভোর ৪:৪৪
ঘুমন্ত আমি বলেছেন: ভালো লাগলো ডানে বায়ে না তাকিয়ে সোজা+
০৪ ঠা আগস্ট, ২০১১ ভোর ৫:১৩
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ ঘুমন্ত আমি।
৭৫| ০৪ ঠা আগস্ট, ২০১১ সকাল ১১:৪৮
ত্রাতুল বলেছেন:
এই গল্পটা মোবাইল থেকে পড়েছিলাম পোস্ট দেয়ার দিন।
খুব ভাল লেগেছে। বিশেষ করে চিঠিটা পড়তে পড়তে মন কেমন করে উঠল।
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ৯:১৩
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ ত্রাতুলদা। পুনরায় এসে পড়ে যাওয়ার জন্য ধন্যবাদ অনেক
৭৬| ০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১১:০৮
মাহী ফ্লোরা বলেছেন: সুন্দর একটা গল্প পড়লাম। খুব ভাল লাগলো।
০৫ ই আগস্ট, ২০১১ রাত ৩:০৬
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ মাহিপু
৭৭| ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:৫৩
সরলতা বলেছেন: গল্পটা মন খারাপ করা। আমাদের সমাজ হিন্দু-মুসলিম প্রেম স্বাভাবিক ভাবে মানেনি,মানবেওনা হয়ত। আমি ব্যক্তিগত ভাবে মনে করি,কাউকে পছন্দ করলে স্বধর্মে করাই ভাল। কারণ পরে অযথা কষ্ট পেতে হয়। আর আত্মহত্যা করার চেষ্টাও আসলে কোন সমাধান নয়।
আপনার বন্ধুটির জন্য শুভকামনা রইল।
০৫ ই আগস্ট, ২০১১ রাত ৩:০৯
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ সরলতা,
কিন্তু যার জীবন থেকে গল্পটা নেয়া সে আমার বন্ধু নয়তো! সে ামার এক শুভাকাঙ্খির বন্ধু।
৭৮| ০৫ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৫
নাআমি বলেছেন: কঠিন ,ব্যতিক্রমধর্মী বাস্তবকে লেখার মাঝে চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পার তুমি !!
০৬ ই আগস্ট, ২০১১ ভোর ৪:২৫
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ আপু, আসলে সবকিছুতে ব্যাতিক্রম খোঁজাটা আমার একটা নেশা। অনেক ধন্যবাদ
৭৯| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪৯
শত রুপা বলেছেন:
মৃত কবিতা প্রসবে কষ্ট বেশি হয় শুনেছি।
মৃত কবিতা প্রসবে কষ্ট বেশি হয় শুনেছি।
মৃত কবিতা প্রসবে কষ্ট বেশি হয় শুনেছি।
মৃত কবিতা প্রসবে কষ্ট বেশি হয় শুনেছি।
আমিতো ছন্দহারা
০৬ ই আগস্ট, ২০১১ ভোর ৪:২৭
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো
৮০| ০৬ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:৪৭
ঘুমন্ত আমি বলেছেন: ভালো লাগলো ।এতো সুন্দর করে কেমতে লিখেন সেই রহস্য কিন্তু আমাকে শিখান নাগবোই নাগবো
০৬ ই আগস্ট, ২০১১ রাত ৮:১৯
রিয়েল ডেমোন বলেছেন: শুনেছি ছ্যাকা খাইলে নাকি ছেলেদের বুদ্ধি বাড়ে, সাহিত্যে পদচারনা শুরু হয়!!!
৮১| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ৯:৫১
হাসান মাহবুব বলেছেন: জয় হোক ভালোবাসার! আচ্ছা একটা কথা, আপনার ছেলে/ মেয়ে যদি ভিন্নধর্মের কাউকে ভালোবাসে মেনে নিবেন তো?
০৬ ই আগস্ট, ২০১১ রাত ১০:০৯
রিয়েল ডেমোন বলেছেন: শুনেছি ভালোবাসা নাকি পরম ধর্ম। ইশ্বর মানব জাতিকে ভালোবেসেই সৃষ্টি করেছে। আর মানুষ মানুষকে ভালোবাসতেই পারে। একজন সচেতন মানুষ হিসেবে আমি কেন মেনে নেব না?
৮২| ০৭ ই আগস্ট, ২০১১ রাত ২:২৪
নিমতিতা বলেছেন: ঘটনা দুঃখের
০৭ ই আগস্ট, ২০১১ রাত ২:২৬
রিয়েল ডেমোন বলেছেন: হুম
৮৩| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ৮:৩০
দূরদ্বীপবাসিনী_ বলেছেন: গল্পটা ভালো লাগলো রে টেপ্লু!
(আগেই বলসি অবশ্য। সাথে আরেকটা কথাও বলসিলাম। শুনিস নাই। )
০৯ ই আগস্ট, ২০১১ সকাল ৮:১৩
রিয়েল ডেমোন বলেছেন: কি বলছিলা? বেমালুম ভুলে গিয়েছি
৮৪| ১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৯
নিরুদ্দেশ বলেছেন: গল্প হলেও সত্যি...
কোথাও কারো সাথে মিলে গ্যাছে হুবহু....
অনেক বিষন্ন ভালোলাগা রইলো......
১৪ ই আগস্ট, ২০১১ বিকাল ৪:২১
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ নিরুদ্দেশ আপনাকে
৮৫| ১৫ ই আগস্ট, ২০১১ ভোর ৫:১৭
ফারিয়া বলেছেন: নিরুদ্দেশ বলেছেন: গল্প হলেও সত্যি...
কোথাও কারো সাথে মিলে গ্যাছে হুবহু...
এই গল্পটা আমার জীবনের সাথে মিলে গেলো
হয়ত অসম্পূর্ণ হবে আমার গল্পও
শুধু এখনও ফলাফলের দেরি
১৫ ই আগস্ট, ২০১১ ভোর ৬:৫০
রিয়েল ডেমোন বলেছেন: মানুষের জীবনে আশ্চর্য রকমের কিছু মিল থাকে !
অনেক ধন্যবাদ ফারিয়া আপনাকে
৮৬| ২০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৪০
নাজিরুম মুবিন বলেছেন: আপনি আসলেই জাত লেখক।
জাত লেখকের জন্য কখনই প্লটের অভাব পড়ে না। ওরা ফেবুর একটা মেসেজ দেখেই দারুণ একটা গল্প লিখে ফেলতে পারে।
২০ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:২৮
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই। আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো
৮৭| ২০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৬
নাজিরুম মুবিন বলেছেন: এই বানান গুলো ঠিক করে দিয়েন 'কৃত্রিম', 'ফলশ্রুতি', 'ঘর', 'নারী', 'ছেড়ে',...... বাকিগুলো যে কোথায় হারালো.......
২০ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:২৯
রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ আমি আবার মাঝে মাঝে বানানে প্যাচ লাগিয়ে ফেলি। সময় করে এডিট করবো অবশ্যই
৮৮| ২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১১:২৮
রিমঝিম বর্ষা বলেছেন: রিক...এই লেখাটা কেমন খাপছাড়া লাগলো আমার কাছে। তোমার অন্য লেখাগুলোর মত গুছানো না। রাগ কইরোনা আবার।
তবে টপিকটা খুবই বাস্তব। আমার এক বন্ধ দীর্ঘ আট বছর প্রেম করে বিয়ে করলো। অবশ্য বিয়ের আগে ছেলেটাকে তার ধর্ম পরিবর্তন করে মুসলিম হতে হইছে। ওরা এখন খুব ভালো আছে।
২৩ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:২৮
রিয়েল ডেমোন বলেছেন: রাগ করি নাই
আপু এই টপিকটা মাথায় ধরছিল। সাথে সাথে বসে লিখে ফেলছি। আমার সব গল্পই এক বসায় লেখা, ২ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লিখে শেষ। এডিটও করতে আলসেমী লাগে।
৮৯| ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩৫
রিমঝিম বর্ষা বলেছেন: একজন প্রুফ রিডার নিয়োগ দাও।
২৪ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৪
রিয়েল ডেমোন বলেছেন: আমি এমনিতেই গরীব লেখক। কেউ ফ্রিতে রিড করে দিলে তো কথাই নাই।
৯০| ৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৫২
ভুত. বলেছেন: মন খারাপ করা গল্প। তবে গল্পটা অনেক ভাল লেগেছে।
৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৪০
রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ ভূতনী
৯১| ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১:২০
আমি তুমি আমরা বলেছেন: হায়রে প্রেম
০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১:২৯
রিয়েল ডেমোন বলেছেন: হায়রে প্রেম
৯২| ০৬ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৪৯
একজন আরমান বলেছেন: প্রেমিকার চোখের জল হাতের তালুতে নিয়ে দেখেছি। স্বচ্ছ জ্বলে আলক রেখা বিচ্ছুরনের তত্ত্ব খুঁজেছি।
অনেক সুন্দর দুটি লাইন। অনেক গভীর তার মর্ম।
গল্পটা আসলেই হৃদয় ছুঁয়ে গেলো।
ভালো লাগা অবশ্যই।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১১ রাত ১২:৫৯
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: পুত্তুম পিলাচ কিসে দিলাম পইড়া দেখতে হয়।
কাইলকা পড়ুমনে, এখন ঘুমাই।