| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শুধু দুরে সরে গেলেই, একলা জীবন,
ব্যালকনির গ্রীলে শ্লোক করে,
এই যে নিঃশ্বাস নিই, পুরোটা বাতাস,
ফুসফুসে শ্বাস প্রশ্বাসের ব্যাপক ফুর্তির বিষ্ফোরন।
বুক পকেটের নিচে ঈষত্ হ্রদপিন্ড নড়ে উঠলে,
দেহে রক্ত চলাচল আসে, একমুহূর্তে বেচেঁ থাকি।
মাথায় যন্ত্রনা করেনা কোন দৌরাত্ব্যের সর্ম্পক,
তাচ্ছিল্য আসে পীতগন্ধময় ব্লাউজের নিচে,
ওষ্ঠ ছোয়াঁনো প্রেমিকার যৌবনিক যুগল বৃন্ত
কিংবা পৌরষদীপ্ত শিশ্নের উসকানি,
অথচ আমি শুধু একাকিত্বের দোহাই
দিয়ে ভালোবাসা চেয়েছি লোকালয়ে ,
রাস্তায় বসে থেকেছি ভিখাড়ির মতন।
শুধু দুরে সরে গেলেই একলা জীবন ব্যালকনির
গ্রীলে শ্লোক করে।
তারও পূর্বে ভুল জীবনে আমি শুধু মানুষের ভিতরে মানুষ
হয়ে থেকেছি।
অকাতরে বিশ্বাসের জোরে, সিগারেটে সহনীয় কোষ
গুলোর মতন।
আমার ক্যান্সার করে না আমি বেঁচে থাকি।
শুধু দুরে সরে গেলেই নির্জনে নদীর কাছে দাঁড়ালে,
সুবিশাল আকাশে সমগ্র তারা জ্বলে উঠলে প্রথম
দিনের চাঁদ কৌতুক করে নিভে যায়।
বোঝাপোড়ার শ্লোক বোঝাই যাকে তাকে
সমস্ত পাখ-পাখালি ,পতঙ্গ এমনকি পানকৌড়িটাকেও
আমার মত মানুষ মনে হয় ।
বালুর কার্পেটে কুকুর গুলোও খুব কাছের হয়ে বসে থাকে আমার সাথে ।
বাতাসে আঁশটে পানির ঘ্রাণ আসে
তখন শুধু ঈষত্ আলোতে ঢেউ আর ডোঙ্গার দোলনের সঙ্গম
মায়াময় মনে হয় ।
গ্রীবার পিছনে শোক লুকিয়ে রাখি গোপনে,
শীর্ন হয়ে দুরত্বে গেলেই শুধু নিজস্ব
হয়ে বেঁচে থাকি একটু ।
ঘৃনায় দুচোখ আসে ,এসে চলে যায়
তবু লোকালয়ে আমি কাউকে দুঃখ দেখাই নি 
-- Phoenix
 
১৬ ই জুন, ২০১৩  দুপুর ২:০৮
অবাধ্য সৈনিক বলেছেন:  
  
  
 
২| 
২৪ শে জুন, ২০১৩  বিকাল ৫:১৭
চটপট ক বলেছেন: াই কবিতা ইক্তু কম বুঝি 
 তবে পরে কেমন কেমন জানি লাগলো। চালিয়ে যান
 
২৫ শে জুন, ২০১৩  দুপুর ১২:২২
অবাধ্য সৈনিক বলেছেন: কেমন লাগলো  
  
 
৩| 
১৪ ই অক্টোবর, ২০১৩  সকাল ১১:৫১
শায়মা বলেছেন: দুঃখবিলাসেই মানুষ কবিতা লিখে কিন্তু দুঃখ দেখানোর আসলেই কোনো মানে নেই। 
অনেক অনেক শুভকামনা ভাইয়া।
 
১৬ ই অক্টোবর, ২০১৩  রাত ৮:২৯
অবাধ্য সৈনিক বলেছেন: ধন্যবাদ  
 
৪| 
১৭ ই অক্টোবর, ২০১৩  রাত ১২:২০
ইষ্টিকুটুম বলেছেন: খুব সুন্দর। লাইক বাটনে চাপ দিলাম, ওটা শুধুই ঘুরছে। +++++
 
১৭ ই অক্টোবর, ২০১৩  সকাল ১০:৩৮
অবাধ্য সৈনিক বলেছেন: থিঙ্কু থিঙ্কু :#> :#> :!>
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩  রাত ১০:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা
চালিয়ে যান
শুভঅভিনন্দন