![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
রাসেল । বেসরকারী ইউনিভার্সিটিতে পড়ে ,কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ।
খুব ভালো ছবি আঁকে । খাতায় লেখার চেয়ে আকিঁবুকিই বেশি ।
মোবাইল কম্পিউটার ইন্টারনেটের প্রতি প্রচন্ড অনীহা ।
সে প্রকৃতির পাশে থাকতে ভালোবাসে।
তবুও সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে :-|
২. মেডিকেলে ফার্স্ট ইয়ারের ছাত্র রাসিক।
প্রচন্ড লাজুক আর ভিতু একটা ছেলে সে ।তেলাপোকা দেখলে ভয়ে লাফিয়ে ওঠে ,ভাগ্যের ফেরে একদিন তাকে মানুষ কাটতে হবে ।
রাসিক ...এর পছন্দের একটা জিনিস হচ্ছে ইলেকট্রনিকস । সারাদিন খুটখাট করে কিসব তৈরী করে ।
টিবিয়া ,ফিবুলা ,হিউমেরাস হাবিজাবি তার মাথায় ঢোকে না ।
তার স্বপ্ন ছিলো বড় বিজ্ঞানী হওয়ার ,মেডিকেলের রেজাল্টটা সব ওলোট পালোট করে দিলো ।
সাধের বুয়েটে পরীক্ষাই দেয়া হলো না ।
রাসিক ভাবে একদিন ও পালিয়ে যাবে।
পালাবেই একদিন ।
৩.
আবির জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স এর স্টুডেন্ট ।
টুকটাক লেখালেখি করে ।
দিনের বেশিরভাগ সময় কাটে তার গল্পের বই পড়ে ।
ভার্সিটির একটা সাপ্তাহিক কবিতার পত্রিকা চালায় সে ।
বাংলা ডিপার্টমেন্টের সামনে গেলে বুকটা হু হু করে ওঠে ।
সে তো বাংলায় পড়তে পারতো ??
ওপরের সবকটি চরিত্র আমার ব্যাক্তিগতভাবে পরিচিত ।
নিজের অবস্থানের প্রতি প্রচন্ড ঘৃণাবোধ থেকেও টিকে আছে ওরা ।
কারণ পরিবার কে সন্তুষ্ট রাখতে হবে ।
আর সেই কারনে শিল্পীমনা মেয়েটি বাইনারি আর হাজারো পোগ্রামের ভিতর হাবুডুব খাচ্ছে ।
ইলেকট্রনিক্স পাগল ছেলেটি রক্তমাংসের আশটে গন্ধে পালাবার চেষ্টায় আছে ।
আর সেই সাহিত্যিক ছেলেটা সার্কিটের আর হাজারো সুত্রের ভীড়ে হারিয়ে ফেলছে তার সুপ্ত বাসনাটুকু ।
এভাবেই প্রতিবছর ঝড়ে যাচ্ছে হাজারো প্রতিভা সবার অজান্তেই ।
বাবা মায়ের স্বপ্নপূরণে বিলিয়ে দিচ্ছে নিজের স্বত্বাটুকু ।
ধীক এই শিক্ষা ব্যাবস্থা আর অভিভাবকদের ।
এইচএসসি পরীক্ষা সবেমাত্র শেষ হলো এবার কেউ ছুটবে মেডিকেল কোচিংয়ে আবার কেউ ইঞ্জিনিয়ারিংয়ে ,আর এটা চাপিয়ে দেবে বাবা মা রাই ।
আমি শুধু এটুকুই বলবো ছোটভাইবোন দের প্রতি ,তোমার ভিতর যেটা আছে তুমি শুধু সেটাই হওয়ার চেষ্টা করবে ।
নিজেকে জানো ,নিজের ভিতরের প্রতিভাটাকে বের করে আনো ,বাবা মায়ের ইচ্ছে বলি হতে দিও না
তোমার আত্বাকে ৷
লিখা: শান্তা ( কুমিল্লা বিশ্ববিদ্যালয় )
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩৩
আদার ব্যাপারি বলেছেন: উচ্চ মাধ্যমিক দেবার পর সবার একবার করে হলেও 3 idiots মুভি টা দেখা উচিত।