![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ টেবিল চামচ গুঁড়ো দুধ,১ টেবিল চামচ মধু,১টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন।তারপর পরিষ্কার করুন।এই প্যাকটি মুখে শাইন আনবে আর রোদে পোড়া ভাব দূর করবে।
• বেশন,দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে ২বার এটা লাগান আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে
• আপনার যদি টমেটো তে অ্যালার্জি না থেকে থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে টমেটোর ক্লাথ মিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করুন ফর্সা ত্বকের জন্য আর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
• আধা কাপ চায়ের লিকার(ঠাণ্ডা),২ চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।চালের গুঁড়ো স্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধু মুখের আর্দ্রতা বজায় রাখবে।
• শশার রস আর মধু সমান পরিমাণ নিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন।এটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী।তৈলাক্তও ত্বকে মধুর বদলে লেবু ব্যবহার করতে হবে।
• সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগান আর ৩/৪ মিনিট পর ধুয়ে ফেলুন।মুখে লুকিয়ে থাকা সব ময়লা দূর হবে।
source-copy paste
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮
রেন বলেছেন: পুরাই লেডিস টাইপ পোলাপাইনের পোস্ট
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩
নিজাম বলেছেন: এই বুড়া বয়সে এই ফর্মূলা দিলেন? এতদিন কোথায় ছিলেন?
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এগুলো গায়ে না মেখে খেলে বরং কাজে লাগবে। গায়ের রং কখনই ফর্সা হবেনা, যতো যাই মাখা হোক না কেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩
সোহানী বলেছেন: হায় হায় কন কি !!!!! ছেলেরা ও ত্বক ফর্সা করতে চায় ????
..... এটা জানা ছিল না। এতোদিন জানতাম ছেলেরা কেয়ারফুল কেয়ারলেস থাকে এখন দেখি ফর্সা ও হতে চায় !!!!!!!!!!!