![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
আমি থাকি একা ঘরে
ও মা এথায় নিশি না পুরায়
রাত বিরাতে ভয় আসে মনেরি খাঁচায়
বন্ধু-রাত বিরাতে ভয় আসে মনেরি খাঁচায়॥
সপ্ন আসে ঘুরে ফিরে
ও মা তারে ছোঁয়া নাহি যায়
রাত বিরাতে ভয় আসে মনেরি খাঁচায়
বন্ধু-রাত বিরাতে ভয় আসে মনেরি খাঁচায়॥
এথায় আসে সপ্ন পরী
কেড়ে নিতে মন হরি...রে
আধাঁরে বান্ধিছি(বাঁধলাম) বাসা
ও তার দেখা নাহি পাই॥
রাত বিরাতে ভয় আসে মনেরি খাঁচায়
বন্ধু-রাত বিরাতে ভয় আসে মনেরি খাঁচায়॥
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
নাসির শ্রাবন বলেছেন: " ও মা " ব্যবহার আমাদের জাতীয় সংগীতে আছে!যেমন-ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩
মাক্স বলেছেন: গানতো লিখলেন কিন্তু গাইবে কে??
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
নাসির শ্রাবন বলেছেন: আমার এক বন্ধু গাইলো।তয় দুই চরন।আপনার মন্তব্যের জন্য ধন্যযোগ...
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
আহসান২০২০ বলেছেন: এথা, খাছাঁয়, কোন ভাষা থেকে আগত শব্দ ভাইডি? বাংলা ডিকশনারী পড়েন। ওমা, তারে ছোঁয়া নাহি যায় - ওমার ব্যভার এর আগে দেখি নাই।