![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
খোদার কসম-বেশ্যাকে শেখাবো প্রেম
বেশ্যা কিনা নেমেছে শেখাতে শরীর!
তাহার বক্ষ বন্ধনির যত কৌশল
মন-মন্তে তাহার গিলে খাওয়ার বাসনা।
আমি ও পিছু হাটবার পাএ নই
কামে মও হয়ে -ভুলে যাবাতো নয়ই!
শুধু একবার শেখাতে চাই প্রেম
বুঝুক সে দেহ থেকে প্রেম পরমানন্দের!
বলে কিনা - বাবু হাতে সময় নেই
পেট মোটা বাবু অপেক্ষায় যে
আমি বলি চোখে রাখো চোখ
প্রেমহীন দেহ দান আজ মেকি হউক!
আমি দেহ চাই না - প্রেম চাই
দিবে?
সে বলে কিনা- সে দেখা যাবে !
তারপর চলে যায় সে- শুধু রেখে যায়
কামহীন কামুকতার হাসি!
২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০
নাসির শ্রাবন বলেছেন: ধন্যবাদ অপরিচিত অতিথি...
৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২
সুহৃদ আকবর বলেছেন: খুব সুন্দর
৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৭
সাহাদাত উদরাজী বলেছেন: শিখান কিংবা শেখেন!
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭
অপরিচিত অতিথি বলেছেন: +++