নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"গুরবে কুশতন শব-ই আওওল"

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়।

নাসির শ্রাবন

আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।

নাসির শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

চশমা-নাসির শ্রাবণ

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

আজ পরেছো হলুদ ফ্রেমের চশমা

কোনো কোনো দিন তা হয় লাল,কালো কিংবা মাল্টি কালারের

চশমার মাঝেই ঠিক তোমাকে ক্যামন লাগে?

এই প্রশ্নের উওরে হাজার বার বলেছি

মাস্টারনির মত,ম্যাডামের মতই লাগে

তুমি শুধু বললে বাড়িয়ে বলবে না কিছুই

সত্যি আমি বাড়িয়ে বলিনি সোনা!

তোমার চোখ দুটো যে বড্ড চেনা

কতদিন তাঁকিয়ে দেখেছি সরাসরি-চিএপটে অপলকে

এই তো সেদিন এসে বললে-এই দ্যাখনা

কেমন হয়েছে কালারটা? আমাকে কেমন দেখাচ্ছে?

বললাম কালারটা খাসা-তোমাকে সেক্সি লাগছে

ওমনি ঝাঁপিয়ে পড়লে

তোমার চশমার চোখ দুটি আমার চোখের উপর

পূর্ন কতগুলি বেলা

তার পর চুমো কিংবা শেষ বিদায়ের ইঙ্গিত

সবি আজো তাজা..ফুটন্ত এই মনকাননে!

আজকাল অবাক হই-চশমার ইতিবৃও শুনে

হারাই তোমাতে-তোমার মাল্টিকালার চশমা হয়ে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

বেকার সব ০০৭ বলেছেন: মেয়ের মুখখানা তো সেইরাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.