নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"গুরবে কুশতন শব-ই আওওল"

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়।

নাসির শ্রাবন

আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।

নাসির শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

"চাওয়া কিংবা চাহনি"-নাসির শ্রাবণ

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

সে আসে-দেখে,হাসে চলে যায়

একটু দূরে ঐ তালগাছটার আড়ালে দাড়ায়

উঁকি দেয়-ছুঁতে চায়,ফিরে আসতে চায়

বন্ধনে-মননে আবার বাঁধতে চায়

আদিম রুপে খেলতে ও চলতে চায়

জানিনা-বুঝিনা কেনো জড়িয়ে ধরতে চায়!

কেনই বা সে ফিরে আসতে চায়?

কাম-রুপ, অহংকারে পিষতে চায়

নগ্ন শরীর তার-রাতে কি কথা বলতে চায়

বনাতে চায় কি সে আর একটা পিকাসো?

সে তো শুধু ভাঙ্গতে চায় ধ্যান-নগ্ন নৃত্যে

কে সে সন্ন্যাস ব্যাটা সাধু

দেবে না পা -শরীরে এত মধু!

মিলন ও যাতনায় শত ধাক-ধাক

ঝাপিয়ে পড়ছে শালা সুশীল সাধু

আঁকে সে দাগ চোখে-মুখে,মনে

তার পর ঘরে ফিরে যায় সে

হয়ে ঐ কূলের সতী বধূ!

কিছুকাল পরে ডাকলেম -এই শোন

দেখি চোখে মুখে তার বিরক্তি-বিস্ময় চিহ্ন!

(২৪।১২।২০১৩)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভালই লাগল।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

নাসির শ্রাবন বলেছেন: ধন্যবাদ ভালো লাগা জানানোর জন্য.... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.