![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
প্রতিনিয়ত চলছে তো চলছে থামাথামি নেই
তার প্রেমিকা নেই,ঘর সংসার নেই
সমাজে মাথা উঁচু করার বালাই নেই
নেই অভিপ্রায় কিংবা হতাশায় থেমে যাওয়া
কেমন একাকী নিঃস্ব সময়ের মাপকাঠি ঘড়ির কাটা!
টিক-টিক হৃত্পিণ্ড ;
তার ও তো শেষ আছে
শুধু নেই সময়ের থামাথামি!
কেমন সমান্তরালে চলছে তো চলছেই
কাল থেকে কালান্তরে- কিংবা শতাব্দি পেরিয়ে শতাব্দিতে
তাকে থামায় এমন ইচ্ছে ইশ্বরের ও নেই
এ বড্ড বাড়াবাড়ি সময়ের
শুধু মনে হয় পৃথিবীটা সময়ের ঘড়ির কাটার!
(১০-২-২০১৪)
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
নাসির শ্রাবন বলেছেন: ধন্যবাদ অভি ভাই ভালো লাগা জানানোর জন্য....
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব ভালো লাগলো !