![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
কারো ফিরে আসা তো কারো প্রস্থান
তুমি-তোমরা আবার আপনি
এ কোন গল্পের শুরু!
তুমি আমি- আমি তুমি আপনি
গান-কথন-অনুরনন-মৃত্যু!
তবু ঘুম নেই-আছি দিশেহারা
মেঘে মেঘে কত বেলা পার
তুমি আমি-মুখে শুধু
ঘর বাঁধার মিথ্যে জন্জাল!
আমি ঘরমুখী-আহা..
উদ্ভট-চিন্তা কতকাল রবে?
ঘোর কাটলে ও চলে হুইস্কি-সোডা
সবি আগেরি মতন
সব মিথ্যে তুমি আমি
সত্য শুধু অন্ধকার!
©somewhere in net ltd.