![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
সময় বয়ে চলে তার নিজস্ব ধারায় কিন্তু এমন কিছু দিয়ে যায় যা বারবার নিয়ে যায় অতীত এ!তখনি বয়ে যায় শান্তির পরশ,ইশ আবার যদি যেতে পারতাম সেই পুরনো সময়ে!কেনো পারি না?আজকাল ভাবনা গুলি ঠিক কেমন ধূসর হয়ে যাচ্ছে-বুঝে উঠতে পারি না।তোমার স্মৃতি গুলি প্রায়শই সামনে আসে,বড্ড একা করে দেয় !তখনি নিজেকে শুধরাই জীবনটা তো মাএ ক দিনের-বেঁচে থাকাটা শুধুই বেঁচে থাকা।
©somewhere in net ltd.