নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mess with the Best ! Die with the Rest !!

আমি অতি সাধারণ

ব্লগার নং ৭৭৯৭১ ! সবগুলাই বেজোড় অংক ! অবাক কাণ্ড!! মাস্টার্স। ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার এ ব্লগের কোন লেখা বা পোস্ট আমার অনুমতি ছাড়া যেকোনো ধরনের ব্যাবহার বা প্রকাশ নিষেধ ।

আমি অতি সাধারণ › বিস্তারিত পোস্টঃ

জীবনে প্রথম বিমান ভ্রমন, বিদেশ/ভারত ভ্রমন। কেমনে কী!! যারা প্রথম প্লেনে উঠবেন!!

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

:)

:)

:)

জীবনে প্রথম বিমান ভ্রমন, বিদেশ/ভারত ভ্রমন। কেমনে কী!! যারা প্রথম প্লেনে উঠবেন!!



মনে উঁকি দেয়া প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তর-



১। হায় হায়! এত বড় বিমান বন্দরে ঢুইকা কোনদিকে যামু ? :-*



২। আমার লাগেজ আমার প্লেনে না দিয়ে যদি অন্য প্লেনে দিয়ে দেয়?



৩। যদি ইমিগ্রেসন কর্মকর্তা কোন কারনে আমারে বিমানবন্দর থেকে বের করে দেয়?



৪। আচ্ছা, বিমানে কি চকোলেট দিবে নাকি খালি পানি খাইয়া থাকতে হবে? কি খানা দিতে পারে? চিন্তায় ক্ষুধা আরও বাইরা যায় ! :((



৫। লাগেজের ওজন ২০ কেজির বেশি হয় নাই তো ?



৬। ইশ, সিনেমায় দেখা যায়, সুন্দরি বিমানবালাদের (airhostess) সাথে কথা বললেই প্রেম হয়ে যায়... এইরকম কোন awesome ঘটনা যদি ঘটে যায়? ;)



৭। Man is mortal … মানুষ মাত্রই ভুল, যদি বিমানের ড্রাইভার চালাইতে চালাইতে টায়ার্ড হইয়া ঘুমাইয়া যায়? কেমনে কি? আমি নিজেই পাইলট হইয়া যামু । B-)



৮। ভিসা নিতে ইন্ডিয়ান এম্বেসিতে যে কষ্ট পাইতে হইছে, প্লেন থেকে নামার পর যদি Indian immigration officer ভারতে ঢুকতে না দেয়? এরা তো সব বাংলাদেশিরে চোর সন্ত্রাসীর দৃষ্টিতে দেখে।



এরকম হাজারো চিন্তা নিয়ে ঢাকা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিলাম। প্লেন ছাড়বে দুপুর ৩ টায় ,টার্মিনালে উপস্থিত থাকতে হবে দুপুর ১ টার মধ্যে। দিনটি ছিল নভেম্বার/২০১৩ ইং এর এক বৃহস্পতিবার। ট্রাভেল এজেন্সির মাধ্যমে অনলাইনে Maldivian Airlines এর টিকিট কাটলাম। বাংলামটর থেকে সিএনজি অটোরিক্সা নিয়ে দুপুর ১২ টায় বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করলাম। শুরু থেকেই প্রচণ্ড জ্যাম, এজেন্সি থেকে বলে দিয়েছিল যে, বিমানবন্দরে ঠিক সময়ে না পোছলে কিন্তু প্লেন মিস করবেন আর টিকিটের টাকা ফেরত দেয়ার ত প্রশ্নই উঠে না। কত অজানা আশংকা আর চিন্তা যে আসছিল, টেনশন কাহাকে বলে কত প্রকার ও কি কি সে দিন টের পেয়েছিলাম । এত কষ্ট বিদেশ যেতে ! তাও আবার ইন্ডিয়া! পাশের বাড়ি!



যাই হোক, এয়ারপোর্ট এ পৌঁছলাম ঠিক দুপুর ১ঃ১০ মিনিটে । দরজা দিয়ে টিকিট চেক করার পরেই আমার কাছ থেকে লাগেজ কেড়ে নিল তারপর X-RAY ROW এর মধ্যে দিয়ে দিল, ভাবলাম, হায় হায় এই লাগেজ কি চিরদিনের জন্যই হারালাম? এক্সরে চেক এর পর একটা security sticker লাগিয়ে এক লোক বলল, আপনার লাগেজ নিন। আহ ! যাক ! নেয় নাই তাইলে! আমি এখান থেকেই মনের সব প্রশ্নের জবাব পাওয়া শুরু করলাম। এরপর Maldivian airlines এর লাইনে দাঁড়ালাম।



এখানে বলে রাখি, প্লেন ছাড়ার কমপক্ষে দুই ঘণ্টা আগে এয়ারপোর্ট এ উপস্থিত থাকতে হয় (আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে)। আর domestic flight এর ক্ষেত্রে ১ ঘণ্টা আগে গেলেই হয়। বিমানবন্দরে ঢুকার পরই আপনার লাগেজ/ ব্যাগ সব এক্সরে মেশিনে চেক হয়ে security tag লাগিয়ে দিবে। তারপর আপনি যে প্লেনের টিকিট কাটছেন সেই প্লেনের টিকিট counter এ লাইনে দাঁড়াবেন। আপনার সব কিছু verify করে আপনার লাগেজ এর ওজন করা হবে। যদি লাগেজ এর ওজন ৭ কেজি বা তার কম হয় তাহলে আপনি প্লেনে আপনার এই ব্যাগসহ উঠতে পারবেন, এর বেশি ওজন হলে লাগেজ/ ব্যাগ চলে যাবে প্লেনের লাগেজ বক্সে। এই ওজন এর সীমারেখা airline to airline vary করে কিনা তা অবশ্য জানি না। আমার ব্যাগের ওজন হল ১৩ কেজি! আর একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমার লাগেজ আমার প্লেনেই যাচ্ছে। ওজন মাপার পর belt এর মধ্যে দিয়ে লাগেজ চলে গেল প্লেনের Luggage Box এ । এখানে ঝামেলা শেষ। এরপর হইল immigration police এর counter. আমার পাসপোর্ট দেখে পুলিশ বলে, “ফার্স্ট টাইম না?” আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। অনেক্ষন ধইরা উনি আমার পাসপোর্ট দেইখা ফেরত দিলেন। ভাব দেখে মনে হইল আরেক্তু হইলে উনি আমার যাত্রা ভঙ্গ করে দিতেন।



পাসপোর্ট দেখতে দেখতে উনি আমারে যে সব প্রশ্ন করছিলেন সেগুলো হলঃ

১। আপনার নাম?

২। এটা কোথা থেকে ইস্যু হইছে? কবে ইস্যু হইছে?

৩। কি উদ্দেশে ভারত যাচ্ছেন? কবে আসবেন?

৪। ভারতে কোন আত্মীয়স্বজন আছে?



ভাই, এই লোক ঢাকা বিমানবন্দরে যত প্রশ্ন করছে আমি ত টেনশনে শেষ। নিজের দেশেই এত হয়রানি, ইন্ডিয়ার পুলিশ ত আরও খারাপ হইবার কথা। আমি ভারতে যাচ্ছি tourist visa এ। তাকে বললাম, আমার কোন আত্মীয় ও নাই সেখানে। পরে ভারতে প্লেন ল্যান্ড করার পর Indian Immigration Police রে দেখি আমার দিকে ফিরে ও তাকায় না, আমার পাসপোর্টটা স্ক্যান করল, সিল দিল তারপর বলল, have a nice stay in India. আমি ত অবাক। মনে মনে ভাবলাম, আহারে নিজের দেশের পুলিশ, তোরা নিজের দেশের নাগরিকদের যেভাবে হয়রানি করস এই জন্যই তোদের সবাই বলে “ছোটলোক”। বুঝলাম ছোটলোক গাছে ধরে না, বিমানবন্দরেও পাওয়া যায়!



ইমিগ্রেসন চেক এরপর waiting Lounge এ বসে আছি। এখানে অনেক duty free shop আছে যেখান থেকে product কিনলে আপনাকে tax দিতে হবে না। আমি ঢাকা বিমানবন্দর থেকে কিছু কিনিনাই কারন ভেবে দেখলাম, খালি খালি বোঝা বাড়াইয়া লাভ নাই, ফেরার পথে কিনলেই হবে।



ইন্ডিয়া থেকে ফেরার পথে Chennai International Airport এর duty free shop থেকে মায়ের জন্য একটা শাড়ি কিনছিলাম। দাম নিল ২১০০ রুপি! আমার মাকে খুশি করার ব্যাপারে NO COMPROMISE. এছাড়া Chennai থেকেই কিছু চকোলেট আর চেন্নাই সমুদ্র সৈকত থেকে কিছু সুভেনির কিনলাম, দেশে ফিরে relative & bro-sis & team কে গিফট করার জন্য। যাই হোক, সেইটা আরেক ইতিহাস। সময় পাইলে আরেক দিন বলমু!



তো ঢাকা এয়ারপোর্ট এ লাউঞ্জ এ বসে আছি আর দেখতেছি অনেক বিদেশিরা duty free shop থেকে মদ (whisky/ vodka/ bear) কিন্তেছে। একটু পর ১ঃ৪০ মিনিটের দিকে মাইকিং শুরু হইল “যারা Maldivian airlines এর যাত্রী আপনাদেরকে আমাদের প্লেনে উঠে আমাদের ধন্য করার জন্য অনুরধ করা যাচ্ছে”!! হু হা হা!



** ভাল কথাঃ বিমানের টিকিট কাটলে সবসময় রিটার্ন টিকিট কাটাই ভাল কারন খরচ কম পড়ে আর অনেক ঝামেলা থেকে মুক্ত থাকা যায়। এক সপ্তাহ বা অন্তত ৩-৪ দিন আগে টিকিট কাটা ভাল।



আরে ভুলে গেছি, tourist visa য় ইন্ডিয়া গিয়েছিলাম আসলে একটা জরুরি কাজে। আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের Lecturer, গিয়েছিলাম একটা কনফারেন্স এ যোগ দিতে। ইন্ডিয়া থাকলাম ১ সপ্তাহ।



Maldivian Airlines এ আমার ঢাকা-চেন্নাই-ঢাকা রিটার্ন টিকিটের দাম পড়ল ৩২০০০ টাকা। যদি এক সপ্তাহ আগে টিকিট করতাম তাহলে খরচ পড়ত ২৭০০০ এর মত। আফসোস! আমি নানাকারনে টিকিট করছিলাম ১ দিন আগে।

আপনি মালদ্বীপ এয়ারলাইন্স এ বিনা ট্যাক্সে ৩০ কেজি লাগেজ নিতে পারবেন। এটা airline to airline vary করে। জানলাম।



কী উত্তেজনা ! কী ভালোলাগা ! প্রথম বিমানে উঠতে যাচ্ছি। এত টেনশন এত অদ্ভুত আনন্দ, বিশ্বাস হইতেছিল না। দুপুর ২ টা ১৫তে প্লেনে উঠলাম। বুদ্ধি করে জানালার পাশে সিট নিয়ে নিলাম। আহ! আর কি লাগে? প্লেন take off করার পর অবশ্য দেখলাম ১৩২ সিটের বিমানে যাত্রী মাত্র ৬০-৭০ জনের মত, বিশাল অংশ ফাকা। তখন সবাই যে যার মত সিটে বসতেছে! হায়রে... যাত্রীরা মালদ্বীপ এয়ারলাইন্স রে ঢাকার লোকাল বাস বানাইয়া ফেলছে! কেউ হাটতেছে, প্লেন যখন আকাশে, একটু মাথা ঘুরিয়ে পিছনে দেখতেই দেখি, প্লেন ছাড়ার এক ঘণ্টা ও হয় নাই, টয়লেট এর সামনে বিশাল লাইন, কমপক্ষে ১০ জন দাড়িয়ে! সব যাত্রী কী ডায়াবেটিস এর রোগী নাকি!! পরে একজনের কাছ থেকে জানলাম, কেউ কেউ টয়লেটে যায় অন্য কারনে... টয়লেট এ নাকি মাঝে মাঝে স্বর্ণের বার/ বিস্কিট পাওয়া যায়! ভাগ্যে থাকলে ঠেকায় কে! হায়রে বাঙালী...!!



প্লেন ফ্লাই করে আকাশে সমান্তরাল/ সোজা হওয়ার পরই টুংটাং শব্দ হইতে লাগলো। দেখলাম দুই জন airhostess খাবারের ট্রলি নিয়ে আসতেছে। মালদ্বীপ এয়ারলাইন্স এর বিমানবালারা শার্টপ্যান্টস পড়ে তাইলে! হালকা নীল রঙের শার্টস। তাদের সাথে কথা বলে কয়েকটা অনুসিদ্ধান্তে আসলামঃ



১। বিমানবালা হইতে ইংরেজি জানা লাগে না, কারন এদের সাথে English এ কথা বলা আর এদের ইংরেজি বোঝা বেসম্ভব ব্যাপার। এরা পারে দুই তিনটা কথা যেমনঃ thank you, excuse me, fasten your seat belt, yes, no, very good!

২। সুন্দরি হইলে আর ধমক খাইয়াও হাসতে পারলেই airhostess হওয়া অনেক সোজা!

৩। আরেকটা ব্যাপার খেয়াল করলাম তাদের আরেকটা যোগ্যতা আছে, ১৮+ কিভাবে যে বলি! ধ্যাত! তাদের ইয়ে... মানে figure অনেক বড় !! শার্ট পরার কারণে সেটা আরও স্পষ্ট বুঝা যাচ্ছে।

৪। বিমানে বুড়া যাত্রীরা যেভাবে বিমানবালাদের ৩৬০ ডিগ্রি ঘুরে ঘুরে দিকে দেখছিল তাতে আমিই লজ্জা পাইয়া গেলাম। কেয়ামতের আলামত!



তিন ঘণ্টার জার্নি শেষে সন্ধ্যা ছয়টায় চেন্নাই পৌঁছলাম। এরপর ৬ দিন প্রচুর ঘটনা দুর্ঘটনা ঘটছে, যেগুলো বলে আমি আর আপনাদের মাথা নষ্ট করতে চাইছি না। অনেক মজা ও হইছে। এখন লিখতে লিখতে টায়ার্ড হইয়া গেছি। সময় পেলে ইন্ডিয়া থাকা, ঘুরা ফেরা ইত্যাদি নিয়ে লিখব। কেউ চেন্নাই গেলে কোন হোটেলে থাকবেন,বাঙালি হোটেল ও আছে, কোথা থেকে বাস কোথায় যায়, অটোরিকশার ভাড়া কেমন লাগে ইত্যাদি সব ব্যাপারে আপনাদের হেল্প লাগলে বলিয়েন। এখন যাইগা, টাটা!



ও ! অনেক ছবি তুলছি। দেখি আপলোড হয় কিনা।









































কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ!

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

অথৈ সাগর বলেছেন: সুন্দর বর্ণনা । অনেক পুরান দিনের কথা মনে করিয়ে দিলেন। প্রথম প্লাচ টা দিয়ে গেলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

কোডব্লকার বলেছেন: আমার ২টা পেপার ইন্ডিয়ার Goa এর একটা কনফারেন্সে একসেপ্ট হইছিলো। পরে আর যাওয়া হয়নাই। ফরেন অথার ছিলাম বলে, যাওয়াটা মেন্ডাটরি করে নাই।
এখন মনে হচ্ছে গেলেও পারতাম। আপনার লেখাটা অনেক ভালো লাগলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬

আমি অতি সাধারণ বলেছেন: আসলে বিদেশ ভ্রমন শুধু অভিজ্ঞতাই বাড়ায় না সৃষ্টিকর্তার এ পৃথিবীতে কত রঙের মানুষ যে আছে তা নিজের চোখে দেখা এক অদ্ভুত অভিজ্ঞতা। অনেক কিছু জানা যায়, গল্প করা যায় যেমনঃ Chennai ইন্ডিয়ার Tamil Nadu রাজ্যের একটি শহর। ট্যাক্সিতে যখন University of Madras এর দিকে যাচ্ছিলাম, দেখলাম অবাক হয়ে পুরো শহরে হুলস্থূল কাজ চলছে... আমার চলতি পথেই ৬-৭ টি flyover এর কাজ চলছে। মাথার উপর দিয়ে metro rail দ্রুত চলে যাচ্ছে। সেখানে প্রচুর ছবি তুলেছি , মানুষের জীবনযাত্রা, ব্যস্ততা, সেখানকার হোটেল, রেস্টুরেন্ট এর খাবার ইত্যাদি নিয়ে আরও কয়েকটি পোস্ট দেয়া যায়।

ধন্যবাদ মন্তব্যের জন্য!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০

হেডস্যার বলেছেন:
খানা খাদ্য তো মনে হয় ভালোই গিলছেন !! :D

বর্ননা মজার হইছে। B-)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ !

ভাবতেছি সেখানকার খাবার/রেস্টুরেন্ট নিয়ে একটা পোস্ট দিব কিনা। কিছু ছবি তুলছিলাম। ৬ দিনে কমপক্ষে ১০ টার মত রেস্টুরেন্ট এর খাবার টেস্ট করছি। প্রথম দুই দিন স্বাদ ভাল পাইনি ... সবচেয়ে ভাল পাইছি যেদিন চলে আসব দেশে তার আগের দিন একটা রেস্টুরেন্ট এ। অসাধারণ টেস্ট। মনে হইল আগে এই রেস্টুরেন্টটা দেখলাম না কেন? আফসোস!! এই রেস্টুরেন্টটা Chennai International Cricket Stadium এর পাশে । এখানে কয়েকটা বাঙালি হোটেল (কলকাতা) ও আছে। কাজেই আবার Chennai গেলে প্রথমবারের সব সমস্যা ফেস করতে হবে না।

আলহামদুলিল্লাহ্‌ দেশে safely ফিরে আসতে পারছি। যেদিন বিমান ঢাকার মাটি স্পর্শ করল, সারাদেশে হরতাল চলছে। এই হরতালের মধ্যে এয়ারপোর্ট থেকে cng নিয়ে বাসায় আসি।

অনেক কথা বলে ফেললাম।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভাল লাগা পোস্টে +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ আর +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাল

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

আমি অতি সাধারণ বলেছেন: শুভ কামনা। ভাল থাকুন।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

নারিকেল-জিন্জিরা বলেছেন: পোষ্টে ++

কিছু প্রশ্নের উত্তর প্রত্যাশা করছি। যেমন, টিকেট কোথা থেকে কিনলেন? অন-লাইনে কেনার কোন ব্যবস্থা আছে কিনা? যোগাযোগের জন্য কোন ফোন নম্বর যদি থাকে বললে খুব ভাল হত। ধন্যবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

আমি অতি সাধারণ বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন।

টিকিট কিনেছি বাংলামটরে একটা ট্র্যাভেল এজেন্সি থেকে। বাংলামোটর এবং পল্টনে প্রচুর ট্রাভেল এজেন্সি আছে। এছাড়া গুলশানে বিভিন্ন এয়ারলাইন্স এর বুকিং অফিস আছে। আপনি সেখান থেকেও টিকিট কিনতে পারেন। আর অনলাইনে টিকিট কিনতে ওই এয়ারলাইন্স এর ওয়েবসাইটে ঢুকলেই সব নির্দেশনা পেয়ে যাবেন। ইন্টারনেট এ সার্চ দিলেই মোটামুটি সব এয়ারলাইন্স এর ঢাকার ঠিকানা আর ফোন নং পেয়ে যাবেন। তারপর ফোন দিয়ে কথা বলে কনফার্ম হয়ে নিন। ধন্যবাদ।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

জনাব মাহাবুব বলেছেন: প্রথম বিমান ভ্রমনের সুন্দর বর্ণনা দিয়েছেন।

আমি এখনও কোন বিমানে উঠিনি। ভবিষ্যতে উঠলে হয়তো আপনার মতই নানান প্রশ্ন এবং আশংকা পেয়ে বসবে।


সুন্দর ভ্রমন, সুন্দর পোষ্টের জন্য +++++++++++++++++++

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন।+

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

আমি অতি সাধারণ বলেছেন: প্রথম বিমান ভ্রমন দেশের মধ্যেই করতে পারেন। এখন regent airlines এর বিশেষ অফার চলছে ৫০% discount এ । ঢাকা টু চট্টগ্রাম বা কক্সবাজার এর return ticket এর দাম প্রায় অর্ধেক হয়ে গেছে। আপনি http://www.flyregent.com দেখতে পারেন । ওদের promotional offer জানতে অফিসে ফোন করেও দেখতে পারেন। প্রথম বিমান ভ্রমন সব সময় স্পেশাল হয়। এই শীতে বাসে কক্সবাজার গিয়ে জীবনের ১৫ ঘণ্টা সময় নষ্ট না করে প্লেনে মাত্র পৌনে এক ঘণ্টায় কক্সবাজার চলে যান ।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
ভাগ্যে থাকলে ঠেকায় কে! হায়রে বাঙালী...!!
=p~ =p~ =p~

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

আমি অতি সাধারণ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কত রকম মানুষ যে আছে!

by the way, সবগুলো ছবি আমার SAMSUNG GALAXY MOBILE এ তোলা ।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: হান্টার বিয়ার

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

আমি অতি সাধারণ বলেছেন: ধন্যবাদ!

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: প্রথমবার বাই-এয়ার বিদেশ গেলে ইমিগ্রেশনে একটু বেশি সময় নেয়। এর পরের বার দেখবেন এতো কিছু বলবেনা, নতুন করে আর ছবিও তুলবেনা ওখানে। আর সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো কিছু দেশ ঘুরে আসবার পর দেখবেন কোন প্রশ্নই করবেনা, "হ্যাভ এ নাইস ট্রিপ" বলে সিল মেরে ছেড়ে দেবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

আমি অতি সাধারণ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
আগামী বছরের শুরুতে ঢাকা টু চট্টগ্রাম প্লেনে যাওয়ার প্ল্যান আছে। দেখি ছুটি পাই কিনা।

দেশের মধ্যে এখনও প্লেনে ভ্রমন করি নাই! শখ!

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

কালীদাস বলেছেন: কনফারেন্সে ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছেন কেন? এডুকেশন পারপাস বা রিলেটেড শর্ট ভিজিট, কনফারেন্স...এগুলার জন্য আলাদা ভিসা ক্যাটাগরি থাকার কথা।

প্লেনের ডানা দেখে মনে হল এয়ারবাস ৩২০ অথবা ৩২১ ছিল। এগুলার সিটগুলো সামাণ্য স্পেসিয়ার হওয়ার কথা বোয়িং ৭৩৭-এর চেয়ে :)

আশা করি ট্যুর ভাল হয়েছে :) ভাল কথা, প্লেনের খাবারের কোয়ালিটি কেমন? :P

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

আমি অতি সাধারণ বলেছেন: tourist visa নিয়ে যাওয়ার একটা ছোটখাটো হিস্ট্রি আছে। ছোট করে বলি, conference authority থেকে conference এর মাত্র কয়েকদিন আগে আমাদের কনফার্ম করা হয়। ইন্ডিয়ান ভিসা নেয়ার জন্য যেদিন লাইনে দাঁড়ালাম, আমাদের প্রায়োরিটি ভিত্তিতে তারপর দিনই ভিসা দেয়া হয়। আরও অনেকে কনফারেন্স এর জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর এর কয়েকজন টিচারও ছিলেন। আমাদের বলা হয়েছিল, কনফারেন্স ভিসা পেতে দেরি হয় তাই টুরিস্ট ভিসায় এপ্লাই করতে। করলাম।

Maldivian Airlines এর তিন ধরনের বিমান আছে এর মধ্যে আমি যেটাতে আসাযাওয়া করলাম সেটা ছিল Airbus 320 aircraft । এটিতে ১৪ টি বিজনেস ক্লাস আর ১৩৮ টি ইকনমি ক্লাস সিট আছে।
ধন্যবাদ!
বিমানের ছবিটা দিলামঃ

[IMG]http://i.imgur.com/U2CiM5m.jpg[/IMG]
http://i.imgur.com/U2CiM5m.jpg

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

আমি অতি সাধারণ বলেছেন: প্লেনের খাবার যে জঘন্য তা না খাইলে কেউ বুঝবে না। ওদের সব খাবার চেন্নাই এর এক রেস্টুরেন্ট থেকে তৈরি। যাওয়ার সময় এয়ারhostess জিজ্ঞেস করল, vegetarian or non-vegetarian? আমি বললাম নন ভেজিটেরিয়ান, দিল আমাকে মুরগির মাংস আর পোলাও সাথে সালাদ, মিষ্টি, তিতা দই(!), পাউরুতি আর আমুল বাটার আর এক বোতল পানি। ও আর জুস এর কথা কি কমু। বলছিলাম অরেঞ্জ জুস, কালারটা অনেক সুন্দর দেখলাম, কিন্তু মুখে দিয়ে মনে হইল এটা কি আসলেই জুস? এতো তিতা কেন? সেকারিন নাকি? কোন রকমে সহ্য করলাম। আর চেন্নাই থেকে ফেরার পথে যখন airhostess জিজ্ঞেস করল, এবার বললাম আমি vegetarian! পোস্ট এর ৮ নং ছবিটিতে vegetarian meal দেখা যাচ্ছে আর প্রথম ছবিতে নন-ভেজ খাবার। তো ফেরার পথে অরেন্জ জুস এর বদলে এবার বললাম আপেল এর জুস খাবো। ভালছিলাম এটা নিশ্চয়ই মজা হবে। কিন্তু কপাল!! এটার স্বাদ সেকারিনের চেয়েও খারাপ। আমি ঢাকায় আপেলের জুস খাইছি, কিন্তু এমন জঘন্য স্বাদের জুস বিমানেই প্রথম খেলাম। শুধু vegetarian meal টা chicken meal এর চেয়ে ভাল ছিল। ৮নং ছবিতে আপেল এর জুস দেখা যাচ্ছে।

আমার একটাই প্রশ্নঃ প্লেনের খাবার এত জঘন্য হয় কেন???

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১

HHH বলেছেন: যাওয়ার আর যায়গা পান নাই? :-& :-&

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

আমি অতি সাধারণ বলেছেন: কেন ভাই? কি হইছে?


ধন্যবাদ!

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

মৈত্রী বলেছেন:
......" domestic flight এর ক্ষেত্রে ১ ঘণ্টা আগে গেলেই হয়..."

জীবনে অজস্রবার ডোমেস্টিক ফ্লাইটে ১০ থেকে ৩ মিনিট আগে পর্যন্ত গেছি.. =p~ =p~

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

আমি অতি সাধারণ বলেছেন: ইহা আপনার মহাসৌভাগ্য বা মহাচাপা কারন প্রত্যেক বিমানেই ১৫-৩০ মিনিট আগে boarding বন্ধ হয়ে যায় কাজই কেউ যদি বলে ৩ মিনিট আগে গিয়ে প্লেন ধরছে এটা বিশ্বাসযোগ্য না, আর প্রেকটিকাল কথা বিশ্বাস না হলে যেকোনো এয়ারলাইন্স এর ওয়েবসাইট এ ঢুকে দেখুন। ধন্যবাদ।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

কালীদাস বলেছেন: ৮ নাম্বারের আপেল জুস!! আমি ওয়াইন ভেবেছিলাম :P

হা হা। মালিদিভিয়ান এয়ারলাইন একটা বাজেট এয়ারলাইন, এই টাইপের এয়ারলাইনসে সার্ভিস মুটামুটি এরকমই হয়, এরা টাইম সিডিউল ঠিক রাখতেই পারলেই খুশি। এরা খরচ বাঁচাতে প্রায়ই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জায়গায় লোকাল ফুড আইটেম ধরিয়ে দেয়। একবার এক চাইনিজ এয়ারলাইনের ফ্লাইটে সকালের নাস্তায় আমাকে ভাতের মাড় দিয়েছিল, কাঠিসহ =p~ =p~

ডিউটি ফ্রি শপ নিয়ে আমার এক্সপেরিয়েন্স খুব সুবিধার না। এশিয়ার যে কয়টা এয়ারপোর্ট দেখেছি, প্রাইস আমার কাছে বাইরের মার্কেটের চেয়ে অনেক বেশি মনে হয়েছে। বাইরে সেম আইটেমের প্রাইস অনেক কম দেখেছি। ঢাকারগুলোর খবর জানিনা অবশ্য।

কনফারেন্সের ভিসা থাকলে এয়ারপোর্টে বলতে গেলে বিন্দুমাত্র ডিস্টার্ব করে না, জাস্ট ফটো তুলে ছেড়ে দেয়।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

আমি অতি সাধারণ বলেছেন: =p~ =p~ =p~ হা হা !! আপনার তো চরম অভিজ্ঞতা দেখছি। আরও কিছু বলেন, শুনতে ভালই লাগে।

ডিউটি ফ্রি শপে দাম আসলেই অনেক বেশি। সময় পাইনি, পাইলে ইন্ডিয়ান কোন মার্কেট থেকে ঘুরে শপিং করতাম। ইন্ডিয়ায় চকোলেট কিনে মনে হইল একটু ধরা খাইছি। ইন্ডিয়ার চেয়ে দেশে চকোলেটের দাম কম মনে হইল, আমি পরে দেশে এসে কয়েক প্যাক চকোলেট কিনছিলাম!

আর ওয়াইন!!! =p~ =p~ =p~ হাসতে হাসতে টায়ার্ড হয়ে গেলাম! ভালই বলছেন। এমনিতেই বাজেট এয়ারলাইন্স আবার দিবে ওয়াইন। পানির বোতল দিছে ২০০ এমএল এর। এক ঢোঁকে পানি শেষ!! =p~ =p~

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

মুদ্‌দাকির বলেছেন: তাদের ইয়ে... মানে figure অনেক বড় !! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

আমি অতি সাধারণ বলেছেন: এর চেয়ে ভদ্রভাবে বলা যায়? কী আর বলবো!

যাক, অভিজ্ঞতা মানুষকে জ্ঞানী করে, আমি কঠিন+হালকা জ্ঞান লাভ করেছি! :#> B:-/ B:-/ =p~

১৬| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১

shafiqul বলেছেন: রসিক মানুশ।রসিক লেখা।ভালো লাগ্লো।যাই হোক আতেলতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.